Big Boss 15: শমিতাকে ‘আন্টি’ সম্বোধন, ৯ বছরের ছেলেকে বিয়ের অভিনয়, বিগবস বিজেতা তেজস্বীকে চেনেন?

একতা কাপুরের আগামী 'নাগিন' ও তিনি। এত সাফল্যের মাঝেও তেজস্বীর জীবনে কিন্তু বিতর্ক কম নয়... কী সেগুলি, দেখে নেওয়া যাক।

| Edited By: | Updated on: Jan 31, 2022 | 4:10 PM
তেজস্বী প্রকাশ। গত ১২ ঘণ্টা ধরে এই নামই ট্রেন্ড করছে টুইটারে। কারণ, প্রতীক সহজপাল, শমিতা শেট্টির মতো প্রতিযোগীদের পিছনে ফেলে বিগবস ১৫-র বিজেতা হয়েছেন তেজস্বী। পেয়েছেন ৪০ লক্ষ পুরস্কার মূল্য ও বিগবসের ট্রফি। একতা কাপুরের আগামী 'নাগিন' ও তিনি। এত সাফল্যের মাঝেও তেজস্বীর জীবনে  কিন্তু বিতর্ক কম নয়... কী সেগুলি, দেখে নেওয়া যাক।

তেজস্বী প্রকাশ। গত ১২ ঘণ্টা ধরে এই নামই ট্রেন্ড করছে টুইটারে। কারণ, প্রতীক সহজপাল, শমিতা শেট্টির মতো প্রতিযোগীদের পিছনে ফেলে বিগবস ১৫-র বিজেতা হয়েছেন তেজস্বী। পেয়েছেন ৪০ লক্ষ পুরস্কার মূল্য ও বিগবসের ট্রফি। একতা কাপুরের আগামী 'নাগিন' ও তিনি। এত সাফল্যের মাঝেও তেজস্বীর জীবনে কিন্তু বিতর্ক কম নয়... কী সেগুলি, দেখে নেওয়া যাক।

1 / 7
ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে তেজস্বী চেয়েছিলেন অভিনেতা হতে। মাত্র ১৮ বছর বয়সে পর্দায় হাতেখড়ি তাঁর। করেছেন বেশ কিছু ধারাবাহিকে অভিনয়। অংশ নিয়েছেন বেশ কিছু রিয়ালিটি শো-তেও।

ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে তেজস্বী চেয়েছিলেন অভিনেতা হতে। মাত্র ১৮ বছর বয়সে পর্দায় হাতেখড়ি তাঁর। করেছেন বেশ কিছু ধারাবাহিকে অভিনয়। অংশ নিয়েছেন বেশ কিছু রিয়ালিটি শো-তেও।

2 / 7
খতড়ো কি খিলাড়ি রিয়ালিটি শো'র অংশ ছিলেন তিনি। সেখানেই শিভিন নারাংয়ের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব নেটিজেনদের চর্চার টপিক হয়ে ওঠে। কিন্তু প্রেমের গুঞ্জনকে অস্বীকার করে তেজস্বী জানিয়ে দেন, তাঁর বন্ধু।

খতড়ো কি খিলাড়ি রিয়ালিটি শো'র অংশ ছিলেন তিনি। সেখানেই শিভিন নারাংয়ের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব নেটিজেনদের চর্চার টপিক হয়ে ওঠে। কিন্তু প্রেমের গুঞ্জনকে অস্বীকার করে তেজস্বী জানিয়ে দেন, তাঁর বন্ধু।

3 / 7
তবে তাঁকে নিয়ে এখনও পর্যন্ত তাঁকে নিয়ে সবচেয়ে বিতর্ক ৯ বছরের বাচ্চার সঙ্গে বিয়ের অভিনয়। ২০১৭ সালে একটি ধারাবাহিক আসে। নাম 'পেহেরেদার পিয়া কি'। সেখানেই দেখানো আফান খান নামক এক শিশুশিল্পীর বিপরীতে অভিনয় করছেন তেজস্বী। দেখা যায় ওই ৯ বছরের ছেলেকে বিয়ে করছে তেজস্বী।

তবে তাঁকে নিয়ে এখনও পর্যন্ত তাঁকে নিয়ে সবচেয়ে বিতর্ক ৯ বছরের বাচ্চার সঙ্গে বিয়ের অভিনয়। ২০১৭ সালে একটি ধারাবাহিক আসে। নাম 'পেহেরেদার পিয়া কি'। সেখানেই দেখানো আফান খান নামক এক শিশুশিল্পীর বিপরীতে অভিনয় করছেন তেজস্বী। দেখা যায় ওই ৯ বছরের ছেলেকে বিয়ে করছে তেজস্বী।

4 / 7
গল্পের প্লট মোড় নেয় এমনটাই। সমাজ ভাল চোখে মেনে নেয়নি এই গোটা ব্যাপারটি। ফলত কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় এই শো। এখানেই শেষ নয়, তাঁর জীবনে বিতর্ক রয়েছে আরও।

গল্পের প্লট মোড় নেয় এমনটাই। সমাজ ভাল চোখে মেনে নেয়নি এই গোটা ব্যাপারটি। ফলত কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় এই শো। এখানেই শেষ নয়, তাঁর জীবনে বিতর্ক রয়েছে আরও।

5 / 7
গোটা বিগবস জুড়েই শমিতা শেট্টিকে সন্দেহ করেছেন তেজস্বী। তাঁর ধারণা ছিল প্রেমিক করণ কুন্দ্রার সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে তাঁর। শমিতাকে আন্টি বলেও ডাকতে দেখা যায় তাঁকে, যার প্রতিবাদে সরব হন সেলেবরাও।

গোটা বিগবস জুড়েই শমিতা শেট্টিকে সন্দেহ করেছেন তেজস্বী। তাঁর ধারণা ছিল প্রেমিক করণ কুন্দ্রার সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে তাঁর। শমিতাকে আন্টি বলেও ডাকতে দেখা যায় তাঁকে, যার প্রতিবাদে সরব হন সেলেবরাও।

6 / 7
তবে এ সবের মধ্যে দর্শকের অন্যতম পছন্দ ছিলেন তিনিই। প্রথম থেকেই নেটিজেনদের চোখে তিনি ছিলেন হট ফেভারিট। তারই প্রতিফলন ঘটল ফিনালেতে। তেজস্বী ছিনিয়ে নিয়ে গেলেন বিগবস ১৫-র বিজেতার ট্রফি।

তবে এ সবের মধ্যে দর্শকের অন্যতম পছন্দ ছিলেন তিনিই। প্রথম থেকেই নেটিজেনদের চোখে তিনি ছিলেন হট ফেভারিট। তারই প্রতিফলন ঘটল ফিনালেতে। তেজস্বী ছিনিয়ে নিয়ে গেলেন বিগবস ১৫-র বিজেতার ট্রফি।

7 / 7
Follow Us: