India vs West Indies: ওয়ান ডে সিরিজের প্রস্তুতির জন্য আমদাবাদে রওনা দিলেন ধাওয়ান-রোহিতরা

৬ ফেব্রুয়ারি আমদাবাদে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। তার জন্য দলের বায়ো বাবলে যোগ দিতে, ভারতীয় দলের ক্রিকেটাররা একে একে জড়ো হচ্ছেন আমদাবাদে। সোশ্যাল মিডিয়ায় আমদাবাদ রওনা দেওয়ার ছবি পোস্ট করেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan), সূর্যকুমার যাদবরা। পাশাপাশি প্রথম বার জাতীয় দলে ডাক পাওয়া রবি বিষ্ণোইকে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন ১০ বছর বয়সী অ্যাথলিট পুজা বিষ্ণোই। আমদাবাদে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের পর কলকাতায় ৩টি টি-২০ ম্যাচ খেলবেন রোহিত-পোলার্ডরা। এক নজরে দেখুন শিখর-সিরাজদের শেয়ার করা সেই ছবি...

| Edited By: | Updated on: Jan 31, 2023 | 12:26 AM
সীমিত ওভারের ফর্ম্যাটের নেতা রোহিত শর্মা (Rohit Sharma) ও টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) সঙ্গে ছবি পোস্ট করে সূর্যকুমার লেখেন, "সেরাদের সঙ্গে উড়ান ভরছি।" (ছবি-সূর্যকুমার যাদব ইন্সটাগ্রাম)

সীমিত ওভারের ফর্ম্যাটের নেতা রোহিত শর্মা (Rohit Sharma) ও টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) সঙ্গে ছবি পোস্ট করে সূর্যকুমার লেখেন, "সেরাদের সঙ্গে উড়ান ভরছি।" (ছবি-সূর্যকুমার যাদব ইন্সটাগ্রাম)

1 / 4
অন্যদিকে শিখর ধাওয়ান (Shikhar Dhawan) যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সঙ্গে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "আমার রিল পার্টনারের সঙ্গে আমদাবাদ যাচ্ছি।" (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

অন্যদিকে শিখর ধাওয়ান (Shikhar Dhawan) যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সঙ্গে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "আমার রিল পার্টনারের সঙ্গে আমদাবাদ যাচ্ছি।" (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

2 / 4
ভারতের ফিল্ডিং কোচ টিকে দিলীপের সঙ্গে ইন্সটা স্টোরিতে একটি ছবি দিয়ে, ভারতের জোরে বোলার মহম্মদ সিরাজ (Mohammad Siraj) লেখেন, "অফ টু আমদাবাদ।" (ছবি-মহম্মদ সিরাজ ইন্সটা স্টোরি)

ভারতের ফিল্ডিং কোচ টিকে দিলীপের সঙ্গে ইন্সটা স্টোরিতে একটি ছবি দিয়ে, ভারতের জোরে বোলার মহম্মদ সিরাজ (Mohammad Siraj) লেখেন, "অফ টু আমদাবাদ।" (ছবি-মহম্মদ সিরাজ ইন্সটা স্টোরি)

3 / 4
প্রথম বার জাতীয় দলে ডাক পাওয়া রবি বিষ্ণোইকে (Ravi Bishnoi) শুভেচ্ছা জানিয়ে, ছবি পোস্ট করেছেন ১০ বছর বয়সী অ্যাথলিট পুজা বিষ্ণোই। (ছবি-পুজা বিষ্ণোই টুইটার)

প্রথম বার জাতীয় দলে ডাক পাওয়া রবি বিষ্ণোইকে (Ravi Bishnoi) শুভেচ্ছা জানিয়ে, ছবি পোস্ট করেছেন ১০ বছর বয়সী অ্যাথলিট পুজা বিষ্ণোই। (ছবি-পুজা বিষ্ণোই টুইটার)

4 / 4
Follow Us: