দোলে ঠান্ডাই-মিষ্টি দেদার চলেছে, কীভাবে বুঝবেন সুগার বাড়ল কি না?
Blood Sugar: দোল মানেই সারাদিন ভাল ভাল খাওয়া দাওয়া। আর সেই সঙ্গে রং খেলে এসে একটু মিষ্টি না খেলে হয় নাকি! আর সেটা ভেবেই নিজেকে আটকে রাখতে পারেন না ডায়াবেটিক রোগীরা। ফলে একটা দু'টো মিষ্টি খেয়েই ফেলেন। তারপরে ভাবতে থাকেন, পরের দিন কী হবে! তাহলে কী বেড়েই গেল সুগারটা! এসব ভাবতে ভাবতেই দিনটা কেটে যায়।
Most Read Stories