জোরে টিভি দেখেন, হেড ফোনে সারাক্ষণ গান শোনেন – অকালেই মৃত্যু ডেকে আনছেন না তো?
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) বলছে, সাধারণ মানুষের জীবনে খুবই ক্ষতিকারক প্রভাব ফেলে শব্দদূষণ। অকালেই মানুষ প্রাণ হারাতে পারেন। কলকারখানা আছে এমন জায়গা, হাইওয়ে, এয়ারপোর্ট সংলঘ্ন এলাকা, রেল স্টেশন লাগোয়া এলাকায় আওয়াজ হয় সবচেয়ে বেশি। এমনকী, টিভির ভলিউম বাড়িয়ে দিলে, জোরে গান শুনলেও হতে পারে সমস্যা। কী কী শারীরিক সমস্যা হতে পারে জেনে নিন, জেনে নিন সমাধানও -
Most Read Stories