Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Incredible Places: মহাকাশ থেকেও দেখা যায় বিশ্বের এই ৭টি স্থান

মহাকাশ থেকে পৃথিবীকে দেখায় বিন্দুর মতো। কিন্তু বিশ্বের এমনও কিছু স্থান রয়েছে যার ছবি ধরা পড়ে মহাকাশ স্টেশন থেকেও। এক ঝলকে দেখে নিন সেই স্থানগুলি...

| Edited By: | Updated on: May 23, 2022 | 10:42 AM
গিজা পিরামিড- প্রায় ৪৫০০ বছর পুরনো গিজা পিরামিড মহাকাশ থেকেও দেখা যায়। প্রাচীন মিশরীয়রা এটি তৈরি করেছিল। ২০০১ সালে নাসার মহাকাশচারীরা প্রথমবার মহাকাশ থেকে এর ছবি তুলেছিলেন।

গিজা পিরামিড- প্রায় ৪৫০০ বছর পুরনো গিজা পিরামিড মহাকাশ থেকেও দেখা যায়। প্রাচীন মিশরীয়রা এটি তৈরি করেছিল। ২০০১ সালে নাসার মহাকাশচারীরা প্রথমবার মহাকাশ থেকে এর ছবি তুলেছিলেন।

1 / 7
হিমালয়- শারীরিক ভাবে সক্ষম ও অদ্যম মানসিক জোর  থাকলেই তবেই হিমালয়ের শীর্ষ থেকে হিমালয়ের পরিসর দেখার সুযোগ মেলে। তবে এই সুযোগ মেলে মহাকাশ থেকেও।

হিমালয়- শারীরিক ভাবে সক্ষম ও অদ্যম মানসিক জোর থাকলেই তবেই হিমালয়ের শীর্ষ থেকে হিমালয়ের পরিসর দেখার সুযোগ মেলে। তবে এই সুযোগ মেলে মহাকাশ থেকেও।

2 / 7
গ্র্যান্ড ক্যানিয়ন- আমেরিকার অ্যারিজোনা প্রদেশে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতটি প্রায় ৪৫০ কিলোমিটার দীর্ঘ। কলোরাডো নদীর এই গিরিখাতও মহাকাশ থেকে দেখা যায়।

গ্র্যান্ড ক্যানিয়ন- আমেরিকার অ্যারিজোনা প্রদেশে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতটি প্রায় ৪৫০ কিলোমিটার দীর্ঘ। কলোরাডো নদীর এই গিরিখাতও মহাকাশ থেকে দেখা যায়।

3 / 7
আমাজন- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অ্যামাজনও মহাকাশ থেকে দেখা যায়। দক্ষিণ আমেরিকার নয়টি দেশের মধ্যে ৬৪০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত আমাজন।

আমাজন- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অ্যামাজনও মহাকাশ থেকে দেখা যায়। দক্ষিণ আমেরিকার নয়টি দেশের মধ্যে ৬৪০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত আমাজন।

4 / 7
গ্রেট ব্যারিয়ার রিফ- পৃথিবীর প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে একটি হল অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। এই প্রবাল প্রাচীর ২৬০০ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এবং ২৫০০টি পৃথক প্রাচীর ও ৯০০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। এটিও মহাকাশ থেকে দেখা যায়।

গ্রেট ব্যারিয়ার রিফ- পৃথিবীর প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে একটি হল অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। এই প্রবাল প্রাচীর ২৬০০ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এবং ২৫০০টি পৃথক প্রাচীর ও ৯০০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। এটিও মহাকাশ থেকে দেখা যায়।

5 / 7
পাম আইল্যান্ড- দুবাইয়ে মানুষের তৈরি পাম আইল্যান্ড আরব আমিরশাহির উপকূলে অবস্থিত। এই কৃত্রিম দ্বীপ মহাকাশ থেকে দেখা যায়।

পাম আইল্যান্ড- দুবাইয়ে মানুষের তৈরি পাম আইল্যান্ড আরব আমিরশাহির উপকূলে অবস্থিত। এই কৃত্রিম দ্বীপ মহাকাশ থেকে দেখা যায়।

6 / 7
আঙ্কোরভাট- পশ্চিম কম্বোডিয়ায় অবস্থিত দ্বাদশ শতকে তৈরি আঙ্কোরভাট কম্বোডিয়ায় অবস্থিত। হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলনস্থল এই মন্দিরটিও মহাকাশ থেকে দেখা যায়।

আঙ্কোরভাট- পশ্চিম কম্বোডিয়ায় অবস্থিত দ্বাদশ শতকে তৈরি আঙ্কোরভাট কম্বোডিয়ায় অবস্থিত। হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলনস্থল এই মন্দিরটিও মহাকাশ থেকে দেখা যায়।

7 / 7
Follow Us: