Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

May 2022: গরমেও মেতে উঠুন রঙিন উত্‍সবে! মে মাসে দেশের গুরুত্বপূর্ণ দিনগুলি কী কী…

Indian Festivals in May: ভাবছেন দোলের পর আর কোনও উত্‍সব নেই! বৈশাখের শুরুতেই নববর্ষ। আর তারপর থেকে লাগাতার উত্‍সব- আনন্দ লেগেই রয়েছে। খটখটে রোদের মধ্যেও দেশের বিভিন্ন উল্লেখযোগ্য কিছু উত্‍সব রয়েছে, যেগুলি উপেক্ষা করা একেবারেই সম্ভব নয়।

| Edited By: | Updated on: Apr 28, 2022 | 12:52 AM
উষ্ণতার চাদরে ঢেকেই মে মাসে পর পর রয়েছে উত্‍সব ও মেলার উদ্দীপনা। বছরের এই সময়টি বহু রঙের উত্‍সবের আয়োজন করা হয়। ২০২২ সালের মে মাসের উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ তারিখ কোনগুলি, তা দেখে নিন...

উষ্ণতার চাদরে ঢেকেই মে মাসে পর পর রয়েছে উত্‍সব ও মেলার উদ্দীপনা। বছরের এই সময়টি বহু রঙের উত্‍সবের আয়োজন করা হয়। ২০২২ সালের মে মাসের উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ তারিখ কোনগুলি, তা দেখে নিন...

1 / 7
রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তী: কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশের প্রতিটি কোণায় পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। আগামী ২৫ শে বৈশাখ , ইংরেজির ৭ মে, বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই দিন শান্তিনিকেতন-সহ বাংলার প্রতিটি স্কুল-কলেজ স্বতন্ত্রভাবে উত্‍সব পালন করে থাকে।

রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তী: কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশের প্রতিটি কোণায় পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। আগামী ২৫ শে বৈশাখ , ইংরেজির ৭ মে, বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই দিন শান্তিনিকেতন-সহ বাংলার প্রতিটি স্কুল-কলেজ স্বতন্ত্রভাবে উত্‍সব পালন করে থাকে।

2 / 7
রমজান- আগামী ২ মে, সারা বিশ্বজুড়ে পালিত হবে খুশির ঈদ। গোটা মাসজুড়ে রোজা পালন করার পর এইদিন একে অপরের মধ্যে খাদ্য় বিলি করে থাকেন মুসলিমরা। ঈদল ফিতরে মাধ্যমে শেষ হয় রমজানের উত্‍সব।

রমজান- আগামী ২ মে, সারা বিশ্বজুড়ে পালিত হবে খুশির ঈদ। গোটা মাসজুড়ে রোজা পালন করার পর এইদিন একে অপরের মধ্যে খাদ্য় বিলি করে থাকেন মুসলিমরা। ঈদল ফিতরে মাধ্যমে শেষ হয় রমজানের উত্‍সব।

3 / 7
মহারানা প্রতাপ জয়ন্তী- ভারতের ইতিহাসে একজন সাহসী রাদপুক ও স্বাধীনতা সংগ্রামী ছিলেন এই বীর প্রতাপ। তাঁর সাহসিকতা ও বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি পালন করা হয়ে থাকে। রাজস্থানের উদয়পুরে বিশেষ করে এই উত্‍সব পালন করা হয়।

মহারানা প্রতাপ জয়ন্তী- ভারতের ইতিহাসে একজন সাহসী রাদপুক ও স্বাধীনতা সংগ্রামী ছিলেন এই বীর প্রতাপ। তাঁর সাহসিকতা ও বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি পালন করা হয়ে থাকে। রাজস্থানের উদয়পুরে বিশেষ করে এই উত্‍সব পালন করা হয়।

4 / 7
উটি সামার ফেস্টিভ্যাল- তামিলনাড়ুর রোমাঞ্চকর ও মনোরম পর্যটন কেন্দ্র হল উটি। গ্রীষ্মের সময় এখানকার প্রকৃতি যেন অপূর্ব সাজে সেজে ওঠে। গোলাপের বাদান, ফলের শো, ফুল দিয়ে রকমারি শো দেখার জন্য কোটাগিরির নেহেরু পার্ক, উটির রোজ গার্ডেন, কুনুরের সিমস পার্কে যেতে পারেন।

উটি সামার ফেস্টিভ্যাল- তামিলনাড়ুর রোমাঞ্চকর ও মনোরম পর্যটন কেন্দ্র হল উটি। গ্রীষ্মের সময় এখানকার প্রকৃতি যেন অপূর্ব সাজে সেজে ওঠে। গোলাপের বাদান, ফলের শো, ফুল দিয়ে রকমারি শো দেখার জন্য কোটাগিরির নেহেরু পার্ক, উটির রোজ গার্ডেন, কুনুরের সিমস পার্কে যেতে পারেন।

5 / 7
মত্‍সু উত্‍সব- নাগাল্যান্ডের চুচুইমলাং গ্রামে অনুষ্ঠিত বিখ্যাত এই উত্‍সব আসলে রোপনের মরশুমের সমাপ্তি হিসেবে পালন করা হয়। উপজাতিদের নাচ, গান, খেলা ও নানান ধরনের কৌশল, তাঁদের স্থানীয় পোশাক, সুরা ও মাংসের অঢেল পরিবেশনের মাধ্যমে পালন করা হয়।

মত্‍সু উত্‍সব- নাগাল্যান্ডের চুচুইমলাং গ্রামে অনুষ্ঠিত বিখ্যাত এই উত্‍সব আসলে রোপনের মরশুমের সমাপ্তি হিসেবে পালন করা হয়। উপজাতিদের নাচ, গান, খেলা ও নানান ধরনের কৌশল, তাঁদের স্থানীয় পোশাক, সুরা ও মাংসের অঢেল পরিবেশনের মাধ্যমে পালন করা হয়।

6 / 7
ত্রিশূর পুরম- কেরালার অন্যতম বিখ্যাত ও গুরুত্বপূর্ণ উত্‍সবগুলির মধ্যেই অন্যতম। এই উত্‍সবের প্রধান আকর্ষণ হল ৩০টি হাতি, ২৫০ জনেরও বেশি সঙ্গীতশিল্পী ও স্থানীয়দের নিয়ে বিশাল শোভাযাত্রা। এছাড়া প্যারাসল প্রদর্শন, ড্রামস কনসার্ট, নাচ এবং সঙ্গীত পরিবেশন ও আতশবাজির উত্‍সব পালন করা হয়।

ত্রিশূর পুরম- কেরালার অন্যতম বিখ্যাত ও গুরুত্বপূর্ণ উত্‍সবগুলির মধ্যেই অন্যতম। এই উত্‍সবের প্রধান আকর্ষণ হল ৩০টি হাতি, ২৫০ জনেরও বেশি সঙ্গীতশিল্পী ও স্থানীয়দের নিয়ে বিশাল শোভাযাত্রা। এছাড়া প্যারাসল প্রদর্শন, ড্রামস কনসার্ট, নাচ এবং সঙ্গীত পরিবেশন ও আতশবাজির উত্‍সব পালন করা হয়।

7 / 7
Follow Us: