প্রকৃতির আশ্চর্য আর্শীবাদ রয়েছে এদেশের উপর। প্রকৃতিতে ঘেরা এই দেশে এমন অনেক জায়গা রয়েছে যেখানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। সেই সই নিষিদ্ধ জায়গাগুলির রহস্য এখনও উদ্ঘাটন করা যায়নি। এখনও এমন অনেক জায়গা রয়েছে, যেগুলি আমাদের নাগালের বাইরে।
ভারতে ভুতুড়ে স্থান সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন, কিন্তু সেখানেও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মোহিত করবে, কিন্তু কোনও এক অজ্ঞাত ভয়ে সেই পথে হাঁটা দিতে শিহরণ জাগবেই। ভারতের সেইসব অসাধারণ কিন্তু রহস্যময় জায়গাগুলি কোথায়, দেখে নিন
1 / 7
সাইলেন্ট ভ্যালি ন্যাশানাল পার্ক- ভারতে সবচেয়ে ও অন্যতম আকর্ষণীয় স্বর্গভূমি,কিন্তু সেখানে পর্যটকদের প্রবেশে অনুমতি নেই। প্রাকৃতিক নির্মলতায় ভরপুর কেরালার সাইলেন্ট ভ্যালি ন্যাশানাল পার্ক আসলে মাওবাদীদের আঁতুড়ঘর।
2 / 7
চম্বল নদী অববাহিকা- নদী অববাহিকার নৈসর্গিক সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন যে কেউ। কিন্তু ভারতে সবচেয়ে ভ.ঙ্কর কিন্ত জনপ্রিয় নিষিদ্ধ জায়গাগুলির মধ্যে অন্যতম। পাথরের ঝোঁপে ঝাঁরে ওত পেতে থাকে মৃত্যু। রয়েছে ডাকাতদের চরণভূমি।
3 / 7
বস্তার - ছত্তিশগঢ়ের অত্যন্ত সাংঘাতিক একটি জায়গা। যেখানে মাওবাদীদের কীর্তিকলাপের জেরে এলাকাটি রেড জোন হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। প্রকৃতির মায়াবী সৌন্দর্য যে কোনও মানুষকে মোহিত করে তুলতে পারে। জেলার চিত্রকূচ নামে ভারতীয় নায়াগ্রা জলপ্রপাত রয়েছে।
4 / 7
ফুলবনী- জায়গাটির নামটাই খুব সুন্দর। এই এলাকায় গেলে মনে হবে আপনি কোনও স্বর্গরাজ্যে প্রবেশ করে ফেলেছেন। ওড়িশার ভুবনেশ্বর থেকে প্রায় ২০০ কিমি দূরে অবস্থিত এই জায়গাটি কতকটা সাইলেন্ট ভ্যালি জাতীয় পার্কের মতই। এখানেও রয়েছে মাওবাদীদের বিচরণক্ষেত্র। অসাধারণ ঝরণা ও সবুজ পরিবেশের হাতছানি থাকলেও যাওয়ার কোনও অনুমতি নেই।
5 / 7
নিকোবর দ্বীপপুঞ্জ- আন্দামান ও নিকোবর একসঙ্গে বলা হলেও পর্যটকরা শুধুমাত্র আন্দামানেই ভ্রমণ করতে পারেন। ঘন জঙ্গলে ভরা ও মনোমুগ্ধকর সৈকত দ্বারা পরিবেষ্টিত হওয়া সত্ত্বেও নিকোবর দ্বীপে কেউ যেতে পারেন না। শুধুমাত্র গবেষণার জন্য ওই দ্বীপে আংশিক যাওয়ার অনুমতি মেলে।
6 / 7
ব্যারেন দ্বীপ- ভারতের একমাত্র সক্রি. আগ্নেয়গিরি। জাহাজ থেকে অনেক দূর থেকে আগ্নেয়গিরির মুখ থেকে লালা লাভা ও ধোঁয়া নির্গত হওয়ার দৃশ্যে দেখতে পাবেন। কিন্তু সেই দ্বীপে যাওয়া নিষিদ্ধ।