India vs Sri Lanka: শ্রীলঙ্কায় পৌঁছে গেল গব্বর অ্যান্ড কোং, দেখুন ছবি

১৩ জুলাই শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কার (India vs Sri Lanka) সীমিত ওভারের সিরিজ। বিরাট কোহলিরা এইসময় ইংল্যান্ডে থাকার ফলে ভারতীয় এ দল পৌঁছে গেছে শ্রীলঙ্কার মাটিতে। আপাতত তিনদিন কড়া কোয়ারান্টিনে থাকবেন হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। প্রথমে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবেন ভুবনেশ্বর কুমাররা। তার পর আরও তিনটি টি-২০ ম্যাচ খেলে দেশে ফিরবেন শিখর ধাওয়ানরা (Shikhar Dhawan)। কোহলিদের অনুপস্থিতিতে সিরিজ জিতে ট্রফি দেশে আনার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন ধাওয়ানরা। কলম্বো পাড়ি দেওয়ার আগে ভারত অধিনায়ক শিখর ধাওয়ানের গলায় শোনা গিয়েছে এমনই আত্মবিশ্বাসী কথা। বিসিসিআইয়ের টুইটারে পোস্ট করা হয়েছে ভারতীয় ক্রিকেটারদের কলম্বো পৌঁছনোর ছবি। একঝলকে দেখে নিন সেই সব ছবি....

1/7
একঝাঁক তরুণ তুর্কি গিয়েছে শ্রীলঙ্কা সফরে। (সৌজন্যে - বিসিসিআই টুইটার)
একঝাঁক তরুণ তুর্কি গিয়েছে শ্রীলঙ্কা সফরে। (সৌজন্যে - বিসিসিআই টুইটার)
2/7
শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় কোচের দায়িত্ব রয়েছে রাহুল দ্রাবিড়ের হাতে। (সৌজন্যে - বিসিসিআই টুইটার)
শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় কোচের দায়িত্ব রয়েছে রাহুল দ্রাবিড়ের হাতে। (সৌজন্যে - বিসিসিআই টুইটার)
3/7
এই সিরিজে ভারতীয় অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শিখর ধাওয়ানের কাঁধে। (সৌজন্যে - বিসিসিআই টুইটার)
এই সিরিজে ভারতীয় অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শিখর ধাওয়ানের কাঁধে। (সৌজন্যে - বিসিসিআই টুইটার)
4/7
লেন্সবন্দি পৃথ্বী শ, দীপক চাহার। (সৌজন্যে - বিসিসিআই টুইটার)
লেন্সবন্দি পৃথ্বী শ, দীপক চাহার। (সৌজন্যে - বিসিসিআই টুইটার)
5/7
এয়ারপোর্ট থেকে টিম হোটেল যাওয়ার পথে ক্যামেরাবন্দি ভারতীয় ক্রিকেটাররা। (সৌজন্যে - বিসিসিআই টুইটার)
এয়ারপোর্ট থেকে টিম হোটেল যাওয়ার পথে ক্যামেরাবন্দি ভারতীয় ক্রিকেটাররা। (সৌজন্যে - বিসিসিআই টুইটার)
6/7
গোলটেবিলে নীতিশ রানা-কুলদীপ যাদবরা। (সৌজন্যে - বিসিসিআই টুইটার)
গোলটেবিলে নীতিশ রানা-কুলদীপ যাদবরা। (সৌজন্যে - বিসিসিআই টুইটার)
7/7
১৩ জুলাই শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কার (India vs Sri Lanka) সীমিত ওভারের সিরিজ। (সৌজন্যে - বিসিসিআই টুইটার)
১৩ জুলাই শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কার (India vs Sri Lanka) সীমিত ওভারের সিরিজ। (সৌজন্যে - বিসিসিআই টুইটার)

Click on your DTH Provider to Add TV9 Bangla