১১ দিনের ক্রীড়া মহাযজ্ঞ শেষ করে এক এক করে দেশে ফিরছেন অ্যাথলিটরা। নয়াদিল্লি বিমানবন্দরে পদক জয়ীদের দারুণভাবে স্বাগত জানানো হয়।(ছবি:টুইটার)
বজরং পুনিয়া ও দীপক পুনিয়া কুস্তিতে সোনা জিতেছেন। দু'জনের সঙ্গে অনুরাগীদের সেলফি নেওয়ার হিড়িক পড়ে যায়। (ছবি:টুইটার)
সোমবার রাত থেকেই বার্মিংহ্যাম থেকে ফিরছেন খেলোয়াড়রা। সকলে একসঙ্গে ফেরেননি। অনেকে গ্রুপ করে ফিরেছেন। কাউকে আবার একলা ফিরতে দেখা গিয়েছে।(ছবি:টুইটার)
এয়ারপোর্টে ফুল ছুড়ে, মালা পরিয়ে খেলোয়াড়দের স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের কর্তারা। (ছবি:টুইটার)
দেশের 'হিরো'রা ফিরতেই করতালিতে মুখর হয় চারিদিক। (ছবি:টুইটার)
বিমানবন্দরের বাইরে কাউকে কাউকে টাকার মালাও পরানো হয়। সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। (ছবি:টুইটার)