Kangana Ranaut: চরম ট্রোলের শিকার কঙ্গনা রানাওয়াত, ‘শেষে কি না তিনিও নেটিজ়েনদের দলে’
TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra
Updated on: Oct 26, 2022 | 4:48 PM
Trolling: যে কঙ্গনা রানাওয়াতকে দিনের পর দিন স্বজন পোষণ নেপোটিজম নিয়ে কথা বলতে দেখা গিয়েছে, তিনি এবার সলমন খানের বাড়িতে পা রাখলেন।
Oct 26, 2022 | 4:48 PM
সলমন খানের বোনের বর অর্থাৎ আয়ূশ শর্মার জন্মদিনে বি-টাউনে হয়ে গেল এক গালা পার্টি। সেই সেলিব্রেশানে উপস্থিত ছিলেন বলিউডের বাঘা বাঘা তারকারা।
1 / 5
সেই কারণেই এই ছবি সেভাবে বুঝতে পারেননি অনেকেই। কঙ্গনা আরও স্পষ্ট করে বলেন, তিনি যে চরিত্রের শেড দিতে চেয়েছেন এই ছবিকে তা এক কথায় পারফেক্ট, তবে ছবির গ্রহণযোগ্যতা থাকেনি মানের জন্য।
2 / 5
3 / 5
তাঁর ছবিকে কেন টার্গেট করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন করেছেন তিনি একাধিকবার। কঙ্গনার কথায় তিনি বহিরাগত বলেই কী এই কৌশল অবলম্বন করে তাঁকে কোণ ঠাঁসা করা হচ্ছে!