কঙ্গনা আর বলতে পারবেন না তিনি এই ইন্ডাস্ট্রিতে একা।
তাঁর কাঁধে এখন রয়েছে ভাইজান সলমন খানের হাত। সম্প্রতি সলমনের বোন অর্পিতা খানের ঈদের পার্টিতে গিয়েছিলেন কঙ্গনা।
তারপরই সলমন সাপোর্ট করতে শুরু করেছেন কঙ্গনাকে।
কঙ্গনা রানাওয়াত- কাস্টিং কাউচের শিকার কঙ্গনা রানাওয়াত অতীতে একাধিকবার হিয়েছেন। সেই তথ্য তুলে ধরেই জানিয়েছেন, কেরিয়ারে নয়া ব্রেক পেতে আপস করতে কোনও দিনই রাজি ছিলেন না তিনি। আর করেননি কোনও দিনও।
এই ঘটনার পর থেকে নিজেকে কিছুতেই সামলাতে পারছেন না কঙ্গনা। তিনি খুবই উত্তেজিত।
সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার একটি ছবি শেয়ার করলেন সলমন খান। সেই ছবিতেই এবার চরম ট্রোল সলমন খান। স্পষ্টভাষায় নেটিজ়েনরা দাবি করে বসলেন, তাঁকে বুড্ঢা লাগছে।