Kartik Aaryan: হাওড়া ব্রিজের উপর হলুদ ট্যাক্সির মাথায়! কলকাতায় এসে কার্তিক বললেন…
Kartik Aaryan: ব্যস্তসমস্ত হাওড়া ব্রিজ। চতুর্দিকে কর্মব্যস্ত মানুষ ছুটে চলেছে। এরই মধ্যে হঠাৎ এক জায়গায় জটলা। সেটাই স্বাভাবিক, কারণ সুদূর মুম্বই থেকে হাজির কার্তিক আরিয়ান।
ব্যস্তসমস্ত হাওড়া ব্রিজ। চতুর্দিকে কর্মব্যস্ত মানুষ ছুটে চলেছে। এরই মধ্যে হঠাৎ এক জায়গায় জটলা। সেটাই স্বাভাবিক, কারণ সুদূর মুম্বই থেকে হাজির কার্তিক আরিয়ান।
1 / 5
মুক্তিপ্রাপ্ত ছবি 'ভুলভুলাইয়া ২'র প্রচারের জন্যই কলকাতায় এসেছিলেন কার্তিক। শুধু যে এসেছিলেন তাই নয়...
পথচলতি মানুষও কার্তিককে দেখেই থমকে দাঁড়ালেন। তাঁরা অবাক। এদিকে তখন অভিনেতাকে ঘিরে ধরেছেন ফোটোশিকারিরা। জমিয়ে চলল ফোটোসেশন।
4 / 5
ছবি শেয়ার করে কার্তিকও লিখলেন, "ওহ কলকাতা আমি যে তোমার। আইকনিক ট্যাকিস আর আইকনিক হাওড়া ব্রিজ" । ফিরতি পথে কলকাতার ভক্তদের একটাই আবদার, 'আবার এসো কার্তিক'।