Controversy: কেবল রণবীরকেই ছিনিয়ে নেননি, ক্যাটকে বুড়ো আঙুল দেখিয়ে পছন্দের চরিত্রেও আলিয়ারই দাপট

Alia-Katrina: ক্যাটরিনার নজর কেবল আলিয়ার প্রেমিকের প্রতিই ছিল না, বরং ছিল একটি সিনেমার প্রতিও। জানেন কোন সেই সিনেমা...

| Edited By: | Updated on: Jun 04, 2022 | 2:36 PM
তবে সেই মুহূর্তে রণবীরের মনে হয়েছিল, ইনি কীই যে বলছেন! কথাটার গুরুত্ব দেননি রণবীর। তিনি বুঝতে পারেননি আমির খান কেন এই কথা তাঁকে বলছেন। ছোট ছোট শহর ঘুরে দেখার উপদেশ দিচ্ছেন।

তবে সেই মুহূর্তে রণবীরের মনে হয়েছিল, ইনি কীই যে বলছেন! কথাটার গুরুত্ব দেননি রণবীর। তিনি বুঝতে পারেননি আমির খান কেন এই কথা তাঁকে বলছেন। ছোট ছোট শহর ঘুরে দেখার উপদেশ দিচ্ছেন।

1 / 6
তবে বিয়ের পর দিব্যি আছেন ক্যাটরিনা কইফ। আলিয়ার সঙ্গে রয়েছে বন্ধুত্বও। একে অন্যের সঙ্গে মাঝে মধ্যেই সাক্ষাৎ করে থাকেন। তবে ক্যাটের প্রেমিককে যে ছিনিয়ে নিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন আলিয়া তা প্রথমটায় সেভাবে কেউ আন্দাজ করতে পারেনি।

তবে বিয়ের পর দিব্যি আছেন ক্যাটরিনা কইফ। আলিয়ার সঙ্গে রয়েছে বন্ধুত্বও। একে অন্যের সঙ্গে মাঝে মধ্যেই সাক্ষাৎ করে থাকেন। তবে ক্যাটের প্রেমিককে যে ছিনিয়ে নিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন আলিয়া তা প্রথমটায় সেভাবে কেউ আন্দাজ করতে পারেনি।

2 / 6
বর্তমানে সেই জল্পনা অতীত। তবে আলিয়ার কাছে রণবীর আছে, সেই আক্ষেপ নেই সেলেবের। তবে মনের মত যদি কোনও চরিত্র থেকে থাকে, সেটাই রয়েছে আলিয়ারই ঝুলিতে।

বর্তমানে সেই জল্পনা অতীত। তবে আলিয়ার কাছে রণবীর আছে, সেই আক্ষেপ নেই সেলেবের। তবে মনের মত যদি কোনও চরিত্র থেকে থাকে, সেটাই রয়েছে আলিয়ারই ঝুলিতে।

3 / 6
ক্যাটরিনার পছন্দের চরিত্র গল্লি বয়-এ আলিয়ার পাঠ। সেটি করতে পারলে তিনি খুশি হতেন। অকপট জানিয়েছিলেন ক্যাটরিনা। তাই কেবল রণবীর নন, সঙ্গে পছন্দের পাঠও ছিনিয়েছেন আলিয়া ভাট।

ক্যাটরিনার পছন্দের চরিত্র গল্লি বয়-এ আলিয়ার পাঠ। সেটি করতে পারলে তিনি খুশি হতেন। অকপট জানিয়েছিলেন ক্যাটরিনা। তাই কেবল রণবীর নন, সঙ্গে পছন্দের পাঠও ছিনিয়েছেন আলিয়া ভাট।

4 / 6
ক্যাটরিনার বিয়ের পাঁচ মাসের মাথায় বিয়ের পিঁড়িতে বসেন আলিয়া ভাট। বর্তমানে দুজনেই চুটিয়ে সংসার করছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও স্পষ্ট।

ক্যাটরিনার বিয়ের পাঁচ মাসের মাথায় বিয়ের পিঁড়িতে বসেন আলিয়া ভাট। বর্তমানে দুজনেই চুটিয়ে সংসার করছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও স্পষ্ট।

5 / 6
অন্যদিকে ক্যাটরিনার হাতে এখন একাধিক প্রজেক্ট। আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়াও। জি লে যারা ছবিতে তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যাবে।

অন্যদিকে ক্যাটরিনার হাতে এখন একাধিক প্রজেক্ট। আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়াও। জি লে যারা ছবিতে তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যাবে।

6 / 6
Follow Us: