বলিউডে পা রাখতে চলেছেন এবার দক্ষিণী স্টার জগপতি বাবু। বলিউডে স্টারদের এবার দক্ষিণে পা রাখা নয়, বরং দক্ষিণ থেকেই জনপ্রিয় স্টারকে তুলে আনলেন এবার সলমন খান।
জগপতি বাবু এবার অভিনয় করতে চলেছেন সলমন খানের আগামী ছবি কাভি ঈদ কাভি দিওয়ালি-তে। তাই এবার চিনে নেওয়া যাক কে এই সুপারস্টার।
তামিল কন্নড় মালায়লম ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। ১২০ বেশি ছবিতে অভিনয় করে দক্ষিণী দুনিয়ায় দাপটের সঙ্গে রাজত্ব করছেন জগপতি বাবু। ঝুলিতে রয়েছে বহু পুরস্কারও।
এখনও পর্যন্ত মোট আয় তাঁর ১৩ মিলিয়ান ডলার। অর্থাৎ ভারতীয় টাকার অঙ্কে যা দাঁড়ায় ৯৬ কোটি টাকা। সাধারণত খলনায়কের পাঠ করেই তিনি জনপ্রিয় দক্ষিণী দুনিয়ায়।
১৯৮৯ সালে প্রথম তিনি তেলুগু ছবিতে অভিনয় করেন। তবে কেরিয়ার পিক নিয়েছিল ১৯৯৪ সাল থেকে। খলনায়কের জন্য দক্ষিণী দুনিয়ার সেরা পছন্দ তিনিই।
একের পর এক ব্লকবাস্টার ছবি তাঁর ঝুলিতে। তিনি এবার বলিউডে পা রাখতে চলেছেন। দক্ষিণী দুনিয়ার বক্স অফিস দাপট নিজের ঝুলিতে রাখতেই কি এই চাল সলমনের, উত্তর দেবে সময়।