National Wine Day 2022: অনেক তো হল স্বাস্থ্য সচেতনতা, এবার রূপচর্চা হোক রেড ওয়াইন দিয়েই

রেড ওয়াইন অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। ওজন কমানো থেকে শুরু করে হার্টকে সুস্থ রাখা- একাধিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই পানীয়র। এর পাশাপাশি রেড ওয়াইন ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে, ব্রণর সমস্যা কমায়।

| Edited By: | Updated on: May 25, 2022 | 6:01 PM
রেড ওয়াইন অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। ওজন কমানো থেকে শুরু করে হার্টকে সুস্থ রাখা- একাধিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই পানীয়র। এর পাশাপাশি রেড ওয়াইন ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে, ব্রণর সমস্যা কমায়। জেনে নিন রেড ওয়াইনকে কীভাবে ব্যবহার করবেন রূপচর্চায়।

রেড ওয়াইন অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। ওজন কমানো থেকে শুরু করে হার্টকে সুস্থ রাখা- একাধিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই পানীয়র। এর পাশাপাশি রেড ওয়াইন ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে, ব্রণর সমস্যা কমায়। জেনে নিন রেড ওয়াইনকে কীভাবে ব্যবহার করবেন রূপচর্চায়।

1 / 6
বেশ কয়েকটি স্পা পার্লারে ওয়াইন ফেসিয়ালের ব্যবস্থা রয়েছে। তবে সেগুলি বেশ ব্যয়বহুল। তুলনামূলক কম খরচে ঘরে বসেই এই দামি ফেসিয়ালের এফেক্ট পেতে পারেন ত্বকে। তার জন্য দরকার ভাল মানের রেড ওয়াইন। আর কিছু মৌলিক উপাদান, যা হেঁশেলেই পাওয়া যায়। ক্লিনজিং, টোনিং, স্ক্রাবিং এবং এমনকী সাধারণ ফেসিয়াল ম্যাসাজের জন্যও রেড ওয়াইন ব্যবহার করতে পারেন।

বেশ কয়েকটি স্পা পার্লারে ওয়াইন ফেসিয়ালের ব্যবস্থা রয়েছে। তবে সেগুলি বেশ ব্যয়বহুল। তুলনামূলক কম খরচে ঘরে বসেই এই দামি ফেসিয়ালের এফেক্ট পেতে পারেন ত্বকে। তার জন্য দরকার ভাল মানের রেড ওয়াইন। আর কিছু মৌলিক উপাদান, যা হেঁশেলেই পাওয়া যায়। ক্লিনজিং, টোনিং, স্ক্রাবিং এবং এমনকী সাধারণ ফেসিয়াল ম্যাসাজের জন্যও রেড ওয়াইন ব্যবহার করতে পারেন।

2 / 6
ক্লিনজিংয়ের জন্য একটি পরিস্কার ও ভিজে কাপড় দিয়ে মুখ ভাল করে পরিস্কার করে নিন। এবার একটি পাত্রের মধ্যে ৩-৪ চামচ রেড ওয়াইনের সঙ্গে ১ চামচ লেবুর রস মেশান। একটি পরিস্কার তুলের বল নিয়ে সেই মিশ্রণে ডুবিয়ে সারা মুখে লাগিয়ে নিন। মুখে ক্লিনজিং লোশন আলতোভাবে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর একটি পরিস্কার টিস্যু পেপার দিয়ে মুখে মুছে ফেলুন।

ক্লিনজিংয়ের জন্য একটি পরিস্কার ও ভিজে কাপড় দিয়ে মুখ ভাল করে পরিস্কার করে নিন। এবার একটি পাত্রের মধ্যে ৩-৪ চামচ রেড ওয়াইনের সঙ্গে ১ চামচ লেবুর রস মেশান। একটি পরিস্কার তুলের বল নিয়ে সেই মিশ্রণে ডুবিয়ে সারা মুখে লাগিয়ে নিন। মুখে ক্লিনজিং লোশন আলতোভাবে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর একটি পরিস্কার টিস্যু পেপার দিয়ে মুখে মুছে ফেলুন।

3 / 6
ত্বকের এক্সফোলিয়েট করতে রেড ওয়াইন ব্যবহার করতে পারেন। চাল গুঁড়ো, কফি, চিনি ইত্যাদি সহ একটি ভাল প্রাকৃতিক এক্সফোলিয়েটরের সঙ্গে রেড ওয়াইন মেশান। এবার সেটা দিয়ে ত্বকে আলতোভাবে স্ক্রাব করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের এক্সফোলিয়েট করতে রেড ওয়াইন ব্যবহার করতে পারেন। চাল গুঁড়ো, কফি, চিনি ইত্যাদি সহ একটি ভাল প্রাকৃতিক এক্সফোলিয়েটরের সঙ্গে রেড ওয়াইন মেশান। এবার সেটা দিয়ে ত্বকে আলতোভাবে স্ক্রাব করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

4 / 6
অ্যালোভেরা জেল বা গোলাপ জল, আপনার পছন্দের যে কোনও এসেনশিয়াল তেলের কয়েক ফোঁটা এবং এক টেবিল চামচ রেড ওয়াইন নিন। উপাদানগুলোকে ভাল ভাবে মিশিয়ে মুখে আলতো করে মাসাজ করুন। কমপক্ষে ১০ মিনিটের জন্য মাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল বা গোলাপ জল, আপনার পছন্দের যে কোনও এসেনশিয়াল তেলের কয়েক ফোঁটা এবং এক টেবিল চামচ রেড ওয়াইন নিন। উপাদানগুলোকে ভাল ভাবে মিশিয়ে মুখে আলতো করে মাসাজ করুন। কমপক্ষে ১০ মিনিটের জন্য মাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন।

5 / 6
ফেস প্যাকের তৈরির জন্য, দুই টেবিল চামচ রেড ওয়াইন ব্যবহার করুন। রেড ওয়াইন, দই ও এক টেবিল চামচ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এবার সেই প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিটের জন্য অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ভেজা কাপড় দিয়ে ধুয়ে মুছে ফেলুন।

ফেস প্যাকের তৈরির জন্য, দুই টেবিল চামচ রেড ওয়াইন ব্যবহার করুন। রেড ওয়াইন, দই ও এক টেবিল চামচ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এবার সেই প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিটের জন্য অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ভেজা কাপড় দিয়ে ধুয়ে মুছে ফেলুন।

6 / 6
Follow Us: