Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Honey for Oily Skin: ফেসওয়াশ থেকে ফেসপ্যাক—তৈলাক্ত ত্বকের যত্নে যে ৭ উপায়ে মাখবেন মধু

Home Remedies for Oily Skin: গরম আসতেই তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা নানা ধরনের সমস্যায় ভোগেন। ওপেন পোরস থেকে শুরু করে ব্রণর সমস্যা দেখা দেয়। পাশাপাশি নাকের দু'পাশ জুড়ে তেল গড়াতে থাকে। এই অবস্থায় আপনি মধুকে ব্যবহার করতে পারেন বিভিন্ন উপায়ে।

| Edited By: | Updated on: May 11, 2023 | 3:27 PM
গরম আসতেই তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা নানা ধরনের সমস্যায় ভোগেন। ওপেন পোরস থেকে শুরু করে ব্রণর সমস্যা দেখা দেয়। পাশাপাশি নাকের দু'পাশ জুড়ে তেল গড়াতে থাকে। এই অবস্থায় আপনি মধুকে ব্যবহার করতে পারেন বিভিন্ন উপায়ে।

গরম আসতেই তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা নানা ধরনের সমস্যায় ভোগেন। ওপেন পোরস থেকে শুরু করে ব্রণর সমস্যা দেখা দেয়। পাশাপাশি নাকের দু'পাশ জুড়ে তেল গড়াতে থাকে। এই অবস্থায় আপনি মধুকে ব্যবহার করতে পারেন বিভিন্ন উপায়ে।

1 / 8
ফেসওয়াশ হিসেবে ব্যবহার করুন মধু। ১/২ কাপ মধুর সঙ্গে ১/২ কাপ দুধ মিশিয়ে নিন। ভাল করে মিশ্রণটা ফেটিয়ে নেবেন। তারপর এটা ত্বকের উপর লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনে একবার এই উপায়ে মুখ পরিষ্কার করতে পারেন মধু দিয়ে।

ফেসওয়াশ হিসেবে ব্যবহার করুন মধু। ১/২ কাপ মধুর সঙ্গে ১/২ কাপ দুধ মিশিয়ে নিন। ভাল করে মিশ্রণটা ফেটিয়ে নেবেন। তারপর এটা ত্বকের উপর লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনে একবার এই উপায়ে মুখ পরিষ্কার করতে পারেন মধু দিয়ে।

2 / 8
মধু দিয়ে বানিয়ে নিন ফেস স্ক্রাব। ১ চামচ চিনি নিন। এর সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে ত্বকের উপর লাগান। হালকা হাতে মুখের উপর সার্কুলেশন মোশনে ঘষতে থাকুন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এতে মুখের উপরিতলে জমে থাকা মৃত কোষ দূর হয়ে যাবে।

মধু দিয়ে বানিয়ে নিন ফেস স্ক্রাব। ১ চামচ চিনি নিন। এর সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে ত্বকের উপর লাগান। হালকা হাতে মুখের উপর সার্কুলেশন মোশনে ঘষতে থাকুন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এতে মুখের উপরিতলে জমে থাকা মৃত কোষ দূর হয়ে যাবে।

3 / 8
তৈলাক্ত ত্বকে ওপেন পোরসের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। এক্ষেত্রে আপনি ওটসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকের উপর লাগাতে পারেন। ওটসকে গুঁড়ো করে তারপর ত্বকের উপর ব্যবহার করবেন। সপ্তাহে একদিন আপনি এই উপায়ে মধু ব্যবহার করতে পারেন। এতে ত্বকে সংক্রমণের ঝুঁকিও কমে যাবে।

তৈলাক্ত ত্বকে ওপেন পোরসের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। এক্ষেত্রে আপনি ওটসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকের উপর লাগাতে পারেন। ওটসকে গুঁড়ো করে তারপর ত্বকের উপর ব্যবহার করবেন। সপ্তাহে একদিন আপনি এই উপায়ে মধু ব্যবহার করতে পারেন। এতে ত্বকে সংক্রমণের ঝুঁকিও কমে যাবে।

4 / 8
নাকের দু'পাশে আর কপাল দিয়ে তেল গড়াতে থাকে? এই সমস্যাকে রুখে দিতে পারে মধু ও ডিমের ফেসপ্যাক। ১টা ডিমের সাদা অংশের সঙ্গে ১/২ চামচ মধু ও ১ চামচ লেবুর রস মিশিয়ে ত্বকের উপর লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ফেসপ্যাক আপনার ত্বকের তেলতেলে ভাবকে নিয়ন্ত্রণ করবে।

নাকের দু'পাশে আর কপাল দিয়ে তেল গড়াতে থাকে? এই সমস্যাকে রুখে দিতে পারে মধু ও ডিমের ফেসপ্যাক। ১টা ডিমের সাদা অংশের সঙ্গে ১/২ চামচ মধু ও ১ চামচ লেবুর রস মিশিয়ে ত্বকের উপর লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ফেসপ্যাক আপনার ত্বকের তেলতেলে ভাবকে নিয়ন্ত্রণ করবে।

5 / 8
তৈলাক্ত ত্বক হওয়ায় মুখ সবসময় ম্লান দেখায়। এক্ষেত্রে আপনি লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখতে পারেন। ১০-১৫ মিনিট রেখে মুখে ধুয়ে ফেললেই আপনি পেয়ে যাবেন জেল্লাদার ত্বক। সপ্তাহে দু থেকে তিনবার এই উপায়ে তৈলাক্ত ত্বকের যত্ন নিতে পারেন।

তৈলাক্ত ত্বক হওয়ায় মুখ সবসময় ম্লান দেখায়। এক্ষেত্রে আপনি লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখতে পারেন। ১০-১৫ মিনিট রেখে মুখে ধুয়ে ফেললেই আপনি পেয়ে যাবেন জেল্লাদার ত্বক। সপ্তাহে দু থেকে তিনবার এই উপায়ে তৈলাক্ত ত্বকের যত্ন নিতে পারেন।

6 / 8
তৈলাক্ত ত্বকে সবচেয়ে বেশি ব্রণর সমস্যা দেখা দেয়। ব্রণর সমস্যাকে নিয়ন্ত্রণ করতে ১ চামচ মধুর সঙ্গে ১ চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিয়ে ব্রণর উপর লাগান। ১০ মিনিট রাখার পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এটি ব্যবহার করতে পারেন।

তৈলাক্ত ত্বকে সবচেয়ে বেশি ব্রণর সমস্যা দেখা দেয়। ব্রণর সমস্যাকে নিয়ন্ত্রণ করতে ১ চামচ মধুর সঙ্গে ১ চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিয়ে ব্রণর উপর লাগান। ১০ মিনিট রাখার পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এটি ব্যবহার করতে পারেন।

7 / 8
তৈলাক্ত ত্বকের উপর আপনি মধুকে ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। ১/২ কাপ মুলতানি মাটির সঙ্গে ২ চামচ মধু ভাল করে মিশিয়ে নিয়ে ত্বকের উপর লাগান। এটা মুখে ও গলায় ভাল করে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের উপর আপনি মধুকে ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। ১/২ কাপ মুলতানি মাটির সঙ্গে ২ চামচ মধু ভাল করে মিশিয়ে নিয়ে ত্বকের উপর লাগান। এটা মুখে ও গলায় ভাল করে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

8 / 8
Follow Us:
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'