এক রাতেই পালাবে মুখের সমস্ত ব্রণ, শুতে যাওয়ার আগে করুন একাজ

Pimple Problem: কোথায় ঘুতে যাবেন, কিংবা কোনও পার্টিতে। আর ঠিক আগের দিনই দেখলেন মুখ ভর্তি ব্রণ গজিয়ে গিয়েছে। ব্যাস! মন খাপার করে বসে রইলেন সারাদিন। ভাবছেন কমতে এক সপ্তাহ লাগবে। সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়াতে গিয়ে অবাক হোন মাঝে মাঝে। রাতারাতি মুখের ত্বকের মধ্যে দেখা দিয়েছে ব্রণ।

| Updated on: Feb 15, 2024 | 4:00 PM
কোথায় ঘুতে যাবেন, কিংবা কোনও পার্টিতে। আর ঠিক আগের দিনই দেখলেন মুখ ভর্তি ব্রণ গজিয়ে গিয়েছে। ব্যাস! মন খাপার করে বসে রইলেন সারাদিন। ভাবছেন কমতে এক সপ্তাহ লাগবে।

কোথায় ঘুতে যাবেন, কিংবা কোনও পার্টিতে। আর ঠিক আগের দিনই দেখলেন মুখ ভর্তি ব্রণ গজিয়ে গিয়েছে। ব্যাস! মন খাপার করে বসে রইলেন সারাদিন। ভাবছেন কমতে এক সপ্তাহ লাগবে।

1 / 8
মানসিক চাপের কারণে কখনও কখনও খারাপ মেজাজ কখনও আবার সেই চাপ কমাতে গিয়ে বারবার কফির কাপে তুফান তোলার অভ্যাস রয়েছে অনেকেরই। স্ট্রেস, অস্বাস্থ্যকর খাবার সব কিছুই মুখের ত্বকের উপর প্রভাব ফেলে।

মানসিক চাপের কারণে কখনও কখনও খারাপ মেজাজ কখনও আবার সেই চাপ কমাতে গিয়ে বারবার কফির কাপে তুফান তোলার অভ্যাস রয়েছে অনেকেরই। স্ট্রেস, অস্বাস্থ্যকর খাবার সব কিছুই মুখের ত্বকের উপর প্রভাব ফেলে।

2 / 8
এবার সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়াতে গিয়ে অবাক হোন মাঝে মাঝে। রাতারাতি মুখের ত্বকের মধ্যে দেখা দিয়েছে ব্রণ। এমন অভিজ্ঞতার মুখোমুখি হন বহু মানুষ।

এবার সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়াতে গিয়ে অবাক হোন মাঝে মাঝে। রাতারাতি মুখের ত্বকের মধ্যে দেখা দিয়েছে ব্রণ। এমন অভিজ্ঞতার মুখোমুখি হন বহু মানুষ।

3 / 8
তাই ব্রণকে টাটা-বাই বাই বলতে ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন। ফলে এক রাতেই উধাও হবে ব্রণ। একটু পাকা পেঁপে রাতে শোওয়ার আগে পিম্পলের জায়গায় লাগিয়ে রাখলে সকালে উঠেই ব্রণ উধাও হবে।

তাই ব্রণকে টাটা-বাই বাই বলতে ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন। ফলে এক রাতেই উধাও হবে ব্রণ। একটু পাকা পেঁপে রাতে শোওয়ার আগে পিম্পলের জায়গায় লাগিয়ে রাখলে সকালে উঠেই ব্রণ উধাও হবে।

4 / 8
ত্বককে পরিস্কার রাখতে ও নিস্তজ ত্বককে উজ্জ্বল করতে কোনও রাসায়নিক পণ্য নয়, সাধারণ মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। আর যদি বাড়িতে চন্দন থাকে, তাহলে তো কথাই নেই।

ত্বককে পরিস্কার রাখতে ও নিস্তজ ত্বককে উজ্জ্বল করতে কোনও রাসায়নিক পণ্য নয়, সাধারণ মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। আর যদি বাড়িতে চন্দন থাকে, তাহলে তো কথাই নেই।

5 / 8
রাতে শুতে যাওয়ার আগে মুখের যেখানে যেখানে ব্রণ হয়েছে, সেখানে চন্দন লাগিয়ে নিন। তারপরে সকালে উঠে ধুয়ে ফেলুন। দেখবেন এক রাতের মধ্যেই উধাও হয়েছে সমস্ত ব্রণ।

রাতে শুতে যাওয়ার আগে মুখের যেখানে যেখানে ব্রণ হয়েছে, সেখানে চন্দন লাগিয়ে নিন। তারপরে সকালে উঠে ধুয়ে ফেলুন। দেখবেন এক রাতের মধ্যেই উধাও হয়েছে সমস্ত ব্রণ।

6 / 8
তবে ব্রণতে কখনওই হাত দেবেন না। বা আকারণে খুঁটবেন না। এতে দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে ব্রণ কমে গেলেও দাগ থেকে যাবে সপ্তাহ খানেক। তখন আবার সেই দাগ তুলতে অন্য ব্যবস্থা করতে হবে।

তবে ব্রণতে কখনওই হাত দেবেন না। বা আকারণে খুঁটবেন না। এতে দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে ব্রণ কমে গেলেও দাগ থেকে যাবে সপ্তাহ খানেক। তখন আবার সেই দাগ তুলতে অন্য ব্যবস্থা করতে হবে।

7 / 8
দাগ তুলতে টমাটোকে কাজে লাগাতে পারেন। মুখে টমাটোর জুস লাগিয়ে নিলে শুধু ব্রণর দাগই কাটে না, এতে ত্বকও উজ্জ্বল হয়। টমাটো কেটে ধিরে ধিরে তা মুখে লাগিয়ে নিন। এতেই মিলবে জেল্লা।

দাগ তুলতে টমাটোকে কাজে লাগাতে পারেন। মুখে টমাটোর জুস লাগিয়ে নিলে শুধু ব্রণর দাগই কাটে না, এতে ত্বকও উজ্জ্বল হয়। টমাটো কেটে ধিরে ধিরে তা মুখে লাগিয়ে নিন। এতেই মিলবে জেল্লা।

8 / 8
Follow Us: