Kitchen Hacks: রান্নাঘরের সব শিশিতে তেল চিটচিট করছে? লেবু-জল দিয়ে পরিষ্কার করুন এভাবে

Kitchen Tips: রান্নায় তেলের পরিমাণ কমিয়ে দিয়েছেন। কিন্তু সম্পূর্ণরূপে তেল বাদ দেওয়া যায় না। তাই না চাইতেও রান্নাঘরে তেলের কৌটো রাখতেই হয়। অলিভ অয়েল হোক বা সর্ষের তেল কিংবা সাদা তেল—যে কোনও তেলের শিশি চিটচিটে করে।

| Updated on: Aug 27, 2024 | 7:11 PM
রান্নায় তেলের পরিমাণ কমিয়ে দিয়েছেন। কিন্তু সম্পূর্ণরূপে তেল বাদ দেওয়া যায় না। তাই না চাইতেও রান্নাঘরে তেলের কৌটো রাখতেই হয়।

রান্নায় তেলের পরিমাণ কমিয়ে দিয়েছেন। কিন্তু সম্পূর্ণরূপে তেল বাদ দেওয়া যায় না। তাই না চাইতেও রান্নাঘরে তেলের কৌটো রাখতেই হয়।

1 / 8
অলিভ অয়েল হোক বা সর্ষের তেল কিংবা সাদা তেল—যে কোনও তেলের শিশি চিটচিটে করে। তেলের কৌটো তেলচিটে হয়ে যাওয়ায় নোংরাও জমে সবচেয়ে বেশি। 

অলিভ অয়েল হোক বা সর্ষের তেল কিংবা সাদা তেল—যে কোনও তেলের শিশি চিটচিটে করে। তেলের কৌটো তেলচিটে হয়ে যাওয়ায় নোংরাও জমে সবচেয়ে বেশি। 

2 / 8
বাসন মাজার সাবান দিয়ে তেলের শিশি পরিষ্কার করারও তেলচিটে ভাব যায় না। এক্ষেত্রে কোন টোটকায় শিশির তেলচিটে ভাব দূর করবেন?

বাসন মাজার সাবান দিয়ে তেলের শিশি পরিষ্কার করারও তেলচিটে ভাব যায় না। এক্ষেত্রে কোন টোটকায় শিশির তেলচিটে ভাব দূর করবেন?

3 / 8
শিশিগুলো প্রথমে গরম জলে ডুবিয়ে রাখুন। এতে শিশিতে থাকা সমস্ত তেল বেড়িয়ে যাবে। জল থেকে শিশিগুলো তুলে টিস্যু পেপার দিয়ে মুছে নিন। তোয়ালে দিয়েও মুছে নিতে পারেন।

শিশিগুলো প্রথমে গরম জলে ডুবিয়ে রাখুন। এতে শিশিতে থাকা সমস্ত তেল বেড়িয়ে যাবে। জল থেকে শিশিগুলো তুলে টিস্যু পেপার দিয়ে মুছে নিন। তোয়ালে দিয়েও মুছে নিতে পারেন।

4 / 8
এছাড়া শিশি বা জার বাসন মাজার তরল সাবান দিয়ে পরিষ্কার করুন। প্রথমে তরল সাবান ও স্ক্রাবার দিয়ে ভাল করে ঘষে নিন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।

এছাড়া শিশি বা জার বাসন মাজার তরল সাবান দিয়ে পরিষ্কার করুন। প্রথমে তরল সাবান ও স্ক্রাবার দিয়ে ভাল করে ঘষে নিন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।

5 / 8
ভিনিগার দিয়ে শিশি পরিষ্কার করতে পারেন। একটি পাত্রে জল নিন। এতে ভিনিগার ও লেবুর রস মিশিয়ে নিন। এতে তেলের শিশি, মশলার জার সবকিছু ডুবিয়ে রাখুন। তারপর সাবান দিয়ে মেজে ধুয়ে নিন।

ভিনিগার দিয়ে শিশি পরিষ্কার করতে পারেন। একটি পাত্রে জল নিন। এতে ভিনিগার ও লেবুর রস মিশিয়ে নিন। এতে তেলের শিশি, মশলার জার সবকিছু ডুবিয়ে রাখুন। তারপর সাবান দিয়ে মেজে ধুয়ে নিন।

6 / 8
বেকিং সোডা দিয়েও শিশি পরিষ্কার করতে পারেন। বেকিং সোডা তেলচিটে ভাব দূর করে দেয়। গরম জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। এতে শিশিগুলো ডুবিয়ে দিন। তারপর ভাল করে মেজে ধুয়ে নিলেই কাজ শেষ।

বেকিং সোডা দিয়েও শিশি পরিষ্কার করতে পারেন। বেকিং সোডা তেলচিটে ভাব দূর করে দেয়। গরম জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। এতে শিশিগুলো ডুবিয়ে দিন। তারপর ভাল করে মেজে ধুয়ে নিলেই কাজ শেষ।

7 / 8
এই উপায় রান্নাঘরের তাকে থাকা যে কোনও জার, শিশি পরিষ্কারের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। সপ্তাহে একদিন করে এভাবে তেলের শিশি, মশলার জার পরিষ্কার করতে পারেন। 

এই উপায় রান্নাঘরের তাকে থাকা যে কোনও জার, শিশি পরিষ্কারের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। সপ্তাহে একদিন করে এভাবে তেলের শিশি, মশলার জার পরিষ্কার করতে পারেন। 

8 / 8
Follow Us:
বিতর্কে কাঞ্চন মল্লিক, মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ
বিতর্কে কাঞ্চন মল্লিক, মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ
আদালতে শুনানির সময়ে নিজের মেয়ের ধর্ষক-খুনিকে পরপর গুলি!
আদালতে শুনানির সময়ে নিজের মেয়ের ধর্ষক-খুনিকে পরপর গুলি!
স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?
শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদল ইন্দিরার?
শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদল ইন্দিরার?
অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?
অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?
পৃথিবীর কান ঘেঁষে বেরোচ্ছে গ্রহাণু! আজ সাবধান, ঘুম হবে তো রাতে?
পৃথিবীর কান ঘেঁষে বেরোচ্ছে গ্রহাণু! আজ সাবধান, ঘুম হবে তো রাতে?
ফুটবলারের প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, চিনে নিন নায়িকার প্রেমিককে
ফুটবলারের প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, চিনে নিন নায়িকার প্রেমিককে