Kitchen Hacks: রান্নাঘরের সব শিশিতে তেল চিটচিট করছে? লেবু-জল দিয়ে পরিষ্কার করুন এভাবে

Kitchen Tips: রান্নায় তেলের পরিমাণ কমিয়ে দিয়েছেন। কিন্তু সম্পূর্ণরূপে তেল বাদ দেওয়া যায় না। তাই না চাইতেও রান্নাঘরে তেলের কৌটো রাখতেই হয়। অলিভ অয়েল হোক বা সর্ষের তেল কিংবা সাদা তেল—যে কোনও তেলের শিশি চিটচিটে করে।

| Updated on: Aug 27, 2024 | 7:11 PM
রান্নার তেলের দাম বৃদ্ধি

রান্নার তেলের দাম বৃদ্ধি

1 / 8
অলিভ অয়েল হোক বা সর্ষের তেল কিংবা সাদা তেল—যে কোনও তেলের শিশি চিটচিটে করে। তেলের কৌটো তেলচিটে হয়ে যাওয়ায় নোংরাও জমে সবচেয়ে বেশি। 

অলিভ অয়েল হোক বা সর্ষের তেল কিংবা সাদা তেল—যে কোনও তেলের শিশি চিটচিটে করে। তেলের কৌটো তেলচিটে হয়ে যাওয়ায় নোংরাও জমে সবচেয়ে বেশি। 

2 / 8
বাসন মাজার সাবান দিয়ে তেলের শিশি পরিষ্কার করারও তেলচিটে ভাব যায় না। এক্ষেত্রে কোন টোটকায় শিশির তেলচিটে ভাব দূর করবেন?

বাসন মাজার সাবান দিয়ে তেলের শিশি পরিষ্কার করারও তেলচিটে ভাব যায় না। এক্ষেত্রে কোন টোটকায় শিশির তেলচিটে ভাব দূর করবেন?

3 / 8
শিশিগুলো প্রথমে গরম জলে ডুবিয়ে রাখুন। এতে শিশিতে থাকা সমস্ত তেল বেড়িয়ে যাবে। জল থেকে শিশিগুলো তুলে টিস্যু পেপার দিয়ে মুছে নিন। তোয়ালে দিয়েও মুছে নিতে পারেন।

শিশিগুলো প্রথমে গরম জলে ডুবিয়ে রাখুন। এতে শিশিতে থাকা সমস্ত তেল বেড়িয়ে যাবে। জল থেকে শিশিগুলো তুলে টিস্যু পেপার দিয়ে মুছে নিন। তোয়ালে দিয়েও মুছে নিতে পারেন।

4 / 8
এছাড়া শিশি বা জার বাসন মাজার তরল সাবান দিয়ে পরিষ্কার করুন। প্রথমে তরল সাবান ও স্ক্রাবার দিয়ে ভাল করে ঘষে নিন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।

এছাড়া শিশি বা জার বাসন মাজার তরল সাবান দিয়ে পরিষ্কার করুন। প্রথমে তরল সাবান ও স্ক্রাবার দিয়ে ভাল করে ঘষে নিন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।

5 / 8
ভিনিগার দিয়ে শিশি পরিষ্কার করতে পারেন। একটি পাত্রে জল নিন। এতে ভিনিগার ও লেবুর রস মিশিয়ে নিন। এতে তেলের শিশি, মশলার জার সবকিছু ডুবিয়ে রাখুন। তারপর সাবান দিয়ে মেজে ধুয়ে নিন।

ভিনিগার দিয়ে শিশি পরিষ্কার করতে পারেন। একটি পাত্রে জল নিন। এতে ভিনিগার ও লেবুর রস মিশিয়ে নিন। এতে তেলের শিশি, মশলার জার সবকিছু ডুবিয়ে রাখুন। তারপর সাবান দিয়ে মেজে ধুয়ে নিন।

6 / 8
বেকিং সোডা দিয়েও শিশি পরিষ্কার করতে পারেন। বেকিং সোডা তেলচিটে ভাব দূর করে দেয়। গরম জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। এতে শিশিগুলো ডুবিয়ে দিন। তারপর ভাল করে মেজে ধুয়ে নিলেই কাজ শেষ।

বেকিং সোডা দিয়েও শিশি পরিষ্কার করতে পারেন। বেকিং সোডা তেলচিটে ভাব দূর করে দেয়। গরম জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। এতে শিশিগুলো ডুবিয়ে দিন। তারপর ভাল করে মেজে ধুয়ে নিলেই কাজ শেষ।

7 / 8
এই উপায় রান্নাঘরের তাকে থাকা যে কোনও জার, শিশি পরিষ্কারের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। সপ্তাহে একদিন করে এভাবে তেলের শিশি, মশলার জার পরিষ্কার করতে পারেন। 

এই উপায় রান্নাঘরের তাকে থাকা যে কোনও জার, শিশি পরিষ্কারের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। সপ্তাহে একদিন করে এভাবে তেলের শিশি, মশলার জার পরিষ্কার করতে পারেন। 

8 / 8
Follow Us: