Pedicure at Home: ফাটা গোড়ালি ঝকঝকে হবে, লোকসমাজে আর লজ্জা পেতে হবে না যদি এই উপায়টি মেনে চলেন

Pedicure at Home in 5 Easy Steps: পা ফাটলে পায়ে ব্যথা হয়। আর লোকের সামনে লজ্জাও লাগে। পায়ের ফাটা অংশ কালো হয়ে থাকে। তাই যদি রোজ বাড়িতে ফিরে ঘুমোতে যাওয়ার আগে গরম জলে পা ধুয়ে নিতে পারেন তাহলে পা নরম থাকবে আর ব্যথাও হবে না

| Edited By: | Updated on: Mar 05, 2024 | 9:37 AM
ফাটা গোড়ালি দেখতে মোটেই ভাল লাগে না। আর সেখান থেকে সংক্রমণের সম্ভাবনাও থাকে। মুখ, চুলের যে ভাবে যত্ন নেওয়া য় ঠিক একই ভাবে পায়ের যত্ন নিতে হবে। নইলে চামড়া মোটা হয়ে যাবে, পায়ে কড়াও পড়ে যায়

ফাটা গোড়ালি দেখতে মোটেই ভাল লাগে না। আর সেখান থেকে সংক্রমণের সম্ভাবনাও থাকে। মুখ, চুলের যে ভাবে যত্ন নেওয়া য় ঠিক একই ভাবে পায়ের যত্ন নিতে হবে। নইলে চামড়া মোটা হয়ে যাবে, পায়ে কড়াও পড়ে যায়

1 / 8
আমাদের সারাদিনের যাবতীয় পরিশ্রম হয় এই পা দিয়েই। হাঁটা চলা, এদিক ওদিক যাওয়া। পা ঠিকমতো না ধুলে সেখান থেকে রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে। অনেক জীবানুও বাড়িতে প্রবেশ করে। তাই বাইরে থেকে এলে সাবান দিয়ে পা ধুতে বলা হয়

আমাদের সারাদিনের যাবতীয় পরিশ্রম হয় এই পা দিয়েই। হাঁটা চলা, এদিক ওদিক যাওয়া। পা ঠিকমতো না ধুলে সেখান থেকে রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে। অনেক জীবানুও বাড়িতে প্রবেশ করে। তাই বাইরে থেকে এলে সাবান দিয়ে পা ধুতে বলা হয়

2 / 8
পা ফাটলে পায়ে ব্যথা হয়। আর লোকের সামনে লজ্জাও লাগে। পায়ের ফাটা অংশ কালো হয়ে থাকে। তাই যদি রোজ বাড়িতে ফিরে ঘুমোতে যাওয়ার আগে গরম জলে পা ধুয়ে নিতে পারেন তাহলে পা নরম থাকবে আর ব্যথাও হবে না

পা ফাটলে পায়ে ব্যথা হয়। আর লোকের সামনে লজ্জাও লাগে। পায়ের ফাটা অংশ কালো হয়ে থাকে। তাই যদি রোজ বাড়িতে ফিরে ঘুমোতে যাওয়ার আগে গরম জলে পা ধুয়ে নিতে পারেন তাহলে পা নরম থাকবে আর ব্যথাও হবে না

3 / 8
অনেকেই পার্লারে গিয়ে পেডিকিওর করান। এতেও পা ভাল থাকে। তবে প্রতি মাসে পার্লারে গিয়ে অতটা খরচ করা সবার পক্ষে সম্ভব হয় না। আর তাই চেষ্টা করুন বাড়িতেই পায়ের যত্ন নিতে। এভাবে যত্ন নিলে পা সুন্দর নরম থাকবে

অনেকেই পার্লারে গিয়ে পেডিকিওর করান। এতেও পা ভাল থাকে। তবে প্রতি মাসে পার্লারে গিয়ে অতটা খরচ করা সবার পক্ষে সম্ভব হয় না। আর তাই চেষ্টা করুন বাড়িতেই পায়ের যত্ন নিতে। এভাবে যত্ন নিলে পা সুন্দর নরম থাকবে

4 / 8
আর তাই আজ থাকল দারুণ রেমেডির খোঁজ। এতে পা থাকবে নরম। ফাটা ভাবও কমবে অনেকটাই। ২ চামচ আটা আর সরষের তেল ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে তা মেখে নিতে হবে। খুব বেশি পাতলা করবেন না

আর তাই আজ থাকল দারুণ রেমেডির খোঁজ। এতে পা থাকবে নরম। ফাটা ভাবও কমবে অনেকটাই। ২ চামচ আটা আর সরষের তেল ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে তা মেখে নিতে হবে। খুব বেশি পাতলা করবেন না

5 / 8
এর মধ্যে যে কোনও সাদা পেস্ট মিশিয়ে নিন। এতে ময়লা খুব ভাল পরিষ্কার হয়। পায়ের ফাটা অংশে এই পেস্ট প্রথমে লাগিয়ে নিতে হবে। শুষ্ক পায়েই লাগাবেন। এই প্যাক লাগানোর আগে পা ধোওয়ার প্রয়োজন নেই। ১০-১৫ মিনিট এভাবেই তা রাখতে হবে

এর মধ্যে যে কোনও সাদা পেস্ট মিশিয়ে নিন। এতে ময়লা খুব ভাল পরিষ্কার হয়। পায়ের ফাটা অংশে এই পেস্ট প্রথমে লাগিয়ে নিতে হবে। শুষ্ক পায়েই লাগাবেন। এই প্যাক লাগানোর আগে পা ধোওয়ার প্রয়োজন নেই। ১০-১৫ মিনিট এভাবেই তা রাখতে হবে

6 / 8
একটা টমেটোর স্লাইস নিয়ে ফাটা গোড়ালির উপর টমেটো নিয়ে ঘষতে হবে। এতে ট্যান তো উঠবেই সেই সঙ্গে চামড়া নরম হবে। নোংরা ময়লা উঠবে। ৫ মিনিট এভাবে স্ক্রাব করে ইষদুষ্ণ জলে পা ধুয়ে নিতে হবে

একটা টমেটোর স্লাইস নিয়ে ফাটা গোড়ালির উপর টমেটো নিয়ে ঘষতে হবে। এতে ট্যান তো উঠবেই সেই সঙ্গে চামড়া নরম হবে। নোংরা ময়লা উঠবে। ৫ মিনিট এভাবে স্ক্রাব করে ইষদুষ্ণ জলে পা ধুয়ে নিতে হবে

7 / 8
এক চামচ সরষের তেলে একটু ভেসলিন মিশিয়ে নিতে হবে। এতে কয়েক ফোঁটা গ্লিসারিন মেশান। পায়ের রুক্ষ্মভাব দূর করতে, পা নরম রাখতে এই ক্রিমের কোনও তুলনা নেই। পা শুকনো করে মুছে এই ক্রিম সারা পায়ে লাগিয়ে নিতে হবে। এরপর মোজা পরে নিন। এভাবে ঘুমোতে যেমন আরাম লাগবে তেমনই পা নরম থাকবে

এক চামচ সরষের তেলে একটু ভেসলিন মিশিয়ে নিতে হবে। এতে কয়েক ফোঁটা গ্লিসারিন মেশান। পায়ের রুক্ষ্মভাব দূর করতে, পা নরম রাখতে এই ক্রিমের কোনও তুলনা নেই। পা শুকনো করে মুছে এই ক্রিম সারা পায়ে লাগিয়ে নিতে হবে। এরপর মোজা পরে নিন। এভাবে ঘুমোতে যেমন আরাম লাগবে তেমনই পা নরম থাকবে

8 / 8
Follow Us: