Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jhulan Jatra 2024: রাধা-কৃষ্ণের ‘মিলন হবে কত দিনে’, জেনে নিন কখন, ক’টার সময়

Jhulan Jatra 2024: মথুরা, নবদ্বীপ বা মায়াপুর সহ দেশের নানা প্রান্তে নানা রীতি পালনের মাধ্যমে উদযাপন করা হয় এই অনুষ্ঠানকে। ঝুলনযাত্রা শুরু হয় একাদশী তিথিতে এবং শেষ হয় পূর্ণিমা তিথিতে। এই বারে কবে থেকে থেকে শুরু ঝুলন যাত্রা? কবে শেষ? রইল এই প্রতিবেদনে।

| Updated on: Aug 10, 2024 | 11:28 AM
এখন শ্রাবণ মাস। মানে শিবের মাস। তবে একা মহাদেব নয়, হিন্দু শাস্ত্র মতে এই মাসের আরও একটি গুরুত্ব রয়েছে। এই মাসেই মহা ধুমধামে পুজিত হন স্বয়ং দেবাদিদেবের আরাধ্য ভগবান সংসারের রক্ষাকর্তা বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ।

এখন শ্রাবণ মাস। মানে শিবের মাস। তবে একা মহাদেব নয়, হিন্দু শাস্ত্র মতে এই মাসের আরও একটি গুরুত্ব রয়েছে। এই মাসেই মহা ধুমধামে পুজিত হন স্বয়ং দেবাদিদেবের আরাধ্য ভগবান সংসারের রক্ষাকর্তা বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ।

1 / 8
হিন্দুরা, তাঁদের মধ্যে বিশেষত বৈষ্ণবদের কাছেও এই মাস খুব গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় বহু প্রতিক্ষীত ঝুলন যাত্রা। আসলে শ্রীকৃষ্ণ এবং রাধার অমর প্রেমকে উদযাপনের জন্যই এই বিশেষ পুজো।

হিন্দুরা, তাঁদের মধ্যে বিশেষত বৈষ্ণবদের কাছেও এই মাস খুব গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় বহু প্রতিক্ষীত ঝুলন যাত্রা। আসলে শ্রীকৃষ্ণ এবং রাধার অমর প্রেমকে উদযাপনের জন্যই এই বিশেষ পুজো।

2 / 8
কথিত, দ্বাপর যুগে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করেই সেজে উঠেছিল বৃন্দাবন ধাম। উৎসব মুখর হয়ে উঠেছিল চারিপাশ। আর সেই থেকেই বৈষ্ণব ধর্মালম্বী তথা হিন্দুদের কাছে এই উৎসবের মাহাত্ম্য অনেক।

কথিত, দ্বাপর যুগে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করেই সেজে উঠেছিল বৃন্দাবন ধাম। উৎসব মুখর হয়ে উঠেছিল চারিপাশ। আর সেই থেকেই বৈষ্ণব ধর্মালম্বী তথা হিন্দুদের কাছে এই উৎসবের মাহাত্ম্য অনেক।

3 / 8
মথুরা, নবদ্বীপ বা মায়াপুর সহ দেশের নানা প্রান্তে নানা রীতি পালনের মাধ্যমে উদযাপন করা হয় এই অনুষ্ঠানকে। ঝুলনযাত্রা শুরু হয় একাদশী তিথিতে এবং শেষ হয় পূর্ণিমা তিথিতে। এই বারে কবে থেকে থেকে শুরু ঝুলন যাত্রা? কবে শেষ? রইল এই প্রতিবেদনে।

মথুরা, নবদ্বীপ বা মায়াপুর সহ দেশের নানা প্রান্তে নানা রীতি পালনের মাধ্যমে উদযাপন করা হয় এই অনুষ্ঠানকে। ঝুলনযাত্রা শুরু হয় একাদশী তিথিতে এবং শেষ হয় পূর্ণিমা তিথিতে। এই বারে কবে থেকে থেকে শুরু ঝুলন যাত্রা? কবে শেষ? রইল এই প্রতিবেদনে।

4 / 8
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই বারে একাদশী তিথি শুরু ৩০ শ্রাবণ, বৃহস্পতিবার অর্থাৎ ১৫ অগস্ট সকাল ১০টা ২৮ মিনিটে। এবং একাদশী তিথি শেষ ৩১ শ্রাবণ, শুক্রবার অর্থাৎ ১৬ অগস্ট সকাল ৯টা ৪০ মিনিটে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই বারে একাদশী তিথি শুরু ৩০ শ্রাবণ, বৃহস্পতিবার অর্থাৎ ১৫ অগস্ট সকাল ১০টা ২৮ মিনিটে। এবং একাদশী তিথি শেষ ৩১ শ্রাবণ, শুক্রবার অর্থাৎ ১৬ অগস্ট সকাল ৯টা ৪০ মিনিটে।

5 / 8
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে একাদশী তিথি শুরু ৩০ শ্রাবণ, বৃহস্পতিবার অর্থাৎ ১৫ অগস্ট সকাল ৬টা ১১ মিনিট ৫৯ সেকেন্ডে। একাদশী তিথি শেষ ৩১ শ্রাবণ, শুক্রবার অর্থাৎ ১৬ অগস্ট সকাল ৬ টা ৩ মিনিট ৩১ সেকেন্ডে। মানে সকাল ৬টা ৩ মিনিট ৩১ সেকেন্ডের মধ্যে শ্রীকৃষ্ণের গন্ধর্বানুষ্ঠিত ঝুলনযাত্রা আরম্ভ করতে হবে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে একাদশী তিথি শুরু ৩০ শ্রাবণ, বৃহস্পতিবার অর্থাৎ ১৫ অগস্ট সকাল ৬টা ১১ মিনিট ৫৯ সেকেন্ডে। একাদশী তিথি শেষ ৩১ শ্রাবণ, শুক্রবার অর্থাৎ ১৬ অগস্ট সকাল ৬ টা ৩ মিনিট ৩১ সেকেন্ডে। মানে সকাল ৬টা ৩ মিনিট ৩১ সেকেন্ডের মধ্যে শ্রীকৃষ্ণের গন্ধর্বানুষ্ঠিত ঝুলনযাত্রা আরম্ভ করতে হবে।

6 / 8
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১ ভাদ্র, রবিবার অর্থাৎ ইংরেজির ১৮ অগস্ট রাত ২টো ৩৫ মিনিট ২৭ সেকেন্ডে। এবং পূর্ণিমা তিথি শেষ হবে ২ ভাদ্র, সোমবার অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের ১৯ অগস্ট রাত ১২টা ৪২ মিনিট ৪৪ সেকেন্ডে।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১ ভাদ্র, রবিবার অর্থাৎ ইংরেজির ১৮ অগস্ট রাত ২টো ৩৫ মিনিট ২৭ সেকেন্ডে। এবং পূর্ণিমা তিথি শেষ হবে ২ ভাদ্র, সোমবার অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের ১৯ অগস্ট রাত ১২টা ৪২ মিনিট ৪৪ সেকেন্ডে।

7 / 8
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি পড়ছে ২ ভাদ্র, রবিবার বা বলা ভাল সোমবার ভোররাতে ইংরেজির ১৮ অগস্ট রাত ৩টে ৬ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ৩ ভাদ্র, সোমবার অর্থাৎ ১৯ অগস্ট রাত ১১ টা ৫৬ মিনিটে। এই সময়ে শেষ হবে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি পড়ছে ২ ভাদ্র, রবিবার বা বলা ভাল সোমবার ভোররাতে ইংরেজির ১৮ অগস্ট রাত ৩টে ৬ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ৩ ভাদ্র, সোমবার অর্থাৎ ১৯ অগস্ট রাত ১১ টা ৫৬ মিনিটে। এই সময়ে শেষ হবে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা।

8 / 8
Follow Us: