Home Decor Tips: নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনছেন? অন্দরসজ্জায় কম খরচে থাক আভিজাত্যের ছোঁয়া

Home Decor Tips: নতুন করে সংসার পাততে চললেও মাথার রয়েছে বিশাল খরচের বোঝা। তবে চিন্তা নেই, কম খরচেও কিন্তু সুন্দর করে বাড়ি সাজানো সম্ভব। এই প্রতিবেদনে রইল সেই টিপস।

| Updated on: Aug 12, 2024 | 10:58 PM
সামনেই বিয়ের মরসুম। সুতরাং নতুন করে সংসার পাতবেন অনেকেই। আবার অনেকেই থাকার জন্য নতুন একটা ছাদ কিনেছেন! নতুন বাড়ি কেনা সব সময় আনন্দের।

সামনেই বিয়ের মরসুম। সুতরাং নতুন করে সংসার পাতবেন অনেকেই। আবার অনেকেই থাকার জন্য নতুন একটা ছাদ কিনেছেন! নতুন বাড়ি কেনা সব সময় আনন্দের।

1 / 8
তবে যতটা আনন্দের নতুন বাড়ি কেনা মানেই ততটা খাটনিরও। কারণ নতুন বাড়ি নতুন করে সাজানোর ঝক্কিও অনেক। তবে ফ্ল্যাট বা বাড়ি কেনার খরচ অনেক। তাই পকেটের হাল কি বেহাল? অনেকে অবশ্য এখন ঋণ নিয়ে বারি কেনেন। তবে সেই ক্ষেত্রেও মাস মাইনের একটা বড় অংশ চলে যায় ইএমআই দিতে।

তবে যতটা আনন্দের নতুন বাড়ি কেনা মানেই ততটা খাটনিরও। কারণ নতুন বাড়ি নতুন করে সাজানোর ঝক্কিও অনেক। তবে ফ্ল্যাট বা বাড়ি কেনার খরচ অনেক। তাই পকেটের হাল কি বেহাল? অনেকে অবশ্য এখন ঋণ নিয়ে বারি কেনেন। তবে সেই ক্ষেত্রেও মাস মাইনের একটা বড় অংশ চলে যায় ইএমআই দিতে।

2 / 8
তাই নতুন করে সংসার পাততে চললেও মাথার রয়েছে বিশাল খরচের বোঝা। তবে চিন্তা নেই, কম খরচেও কিন্তু সুন্দর করে বাড়ি সাজানো সম্ভব। এই প্রতিবেদনে রইল সেই টিপস।

তাই নতুন করে সংসার পাততে চললেও মাথার রয়েছে বিশাল খরচের বোঝা। তবে চিন্তা নেই, কম খরচেও কিন্তু সুন্দর করে বাড়ি সাজানো সম্ভব। এই প্রতিবেদনে রইল সেই টিপস।

3 / 8
ইদানিং বেশিরভাগ জায়গায় রট আয়রন বা স্টিলের আসবাব ব্যবহার করা হয়। তবে আপনি যদি বাড়িতে অন্যরকম ছোঁয়া দিতে চান তাহলে বরং ভরসা রাখুন কাঠের আসবাবে। আর তা যদি পুরনো দিনের নকশা কাটা আসবাব হয় তাহলে তো কথাই নেই। পালিশ করিয়ে নিলেই হল।

ইদানিং বেশিরভাগ জায়গায় রট আয়রন বা স্টিলের আসবাব ব্যবহার করা হয়। তবে আপনি যদি বাড়িতে অন্যরকম ছোঁয়া দিতে চান তাহলে বরং ভরসা রাখুন কাঠের আসবাবে। আর তা যদি পুরনো দিনের নকশা কাটা আসবাব হয় তাহলে তো কথাই নেই। পালিশ করিয়ে নিলেই হল।

4 / 8
বাড়িতে পুরনোর সঙ্গে নতুনের মিশেল রাখতে হলে রাখুন ইন্ডোর প্ল্যান্ট। তা ঘরের অন্দরের শোভা বাড়ানোর সঙ্গে সঙ্গেই পরিবেশ ভাল রাখে। এমন কিছু গাছ আছে যা ঘরের অক্সিজেনের মাত্রাও বাড়বে।

বাড়িতে পুরনোর সঙ্গে নতুনের মিশেল রাখতে হলে রাখুন ইন্ডোর প্ল্যান্ট। তা ঘরের অন্দরের শোভা বাড়ানোর সঙ্গে সঙ্গেই পরিবেশ ভাল রাখে। এমন কিছু গাছ আছে যা ঘরের অক্সিজেনের মাত্রাও বাড়বে।

5 / 8
বসার ঘর বা শোবার ঘরের শোভা বাড়াতে হলে ভরসা রাখুন ছবির উপরে। রং আর সাজের উপর নির্ভর করে কোনও বিশেষ ধরনের 'আর্ট ওয়ার্কে' রাখতে পারেন। তাহলে আসবে এক আভিজাত্যের ছোঁয়া।

বসার ঘর বা শোবার ঘরের শোভা বাড়াতে হলে ভরসা রাখুন ছবির উপরে। রং আর সাজের উপর নির্ভর করে কোনও বিশেষ ধরনের 'আর্ট ওয়ার্কে' রাখতে পারেন। তাহলে আসবে এক আভিজাত্যের ছোঁয়া।

6 / 8
এখন কম দামে নানা ধরনের রকমারি আলো পাওয়া যায়। দড়ি আলো, শিকল আলো বা সুন্দর একটি ঝাড়বাতি টাঙাতে পারেন ড্রয়িং রুমে। অনান্য ঘরের জন্য রাখতে পারেন সিলিং লাইট বা প্যানেল লাইট।

এখন কম দামে নানা ধরনের রকমারি আলো পাওয়া যায়। দড়ি আলো, শিকল আলো বা সুন্দর একটি ঝাড়বাতি টাঙাতে পারেন ড্রয়িং রুমে। অনান্য ঘরের জন্য রাখতে পারেন সিলিং লাইট বা প্যানেল লাইট।

7 / 8
ঘরের সাজে অভিনব ছোঁয়া আনতে আয়না ব্যবহার করতে পারেন। নানা কায়দায় রঙিন আয়না ঘরের দেওয়ালে লাগালে কম খরচে আকর্ষণীয় হয়ে উঠবে আপনার ঘরের অন্দরসজ্জা।

ঘরের সাজে অভিনব ছোঁয়া আনতে আয়না ব্যবহার করতে পারেন। নানা কায়দায় রঙিন আয়না ঘরের দেওয়ালে লাগালে কম খরচে আকর্ষণীয় হয়ে উঠবে আপনার ঘরের অন্দরসজ্জা।

8 / 8
Follow Us: