Pet Health: আপনি অবসাদে থাকলে গন্ধ শুকেই তা বুঝতে পারে পোষ্য? কী বলছে গবেষণা?

Pet Health: সম্প্রতি 'সায়ান্টাফিক রিপোর্টস' জার্নালে প্রকাশিত একটি গবেষণা পত্র বলছে, আপনি যদি মানসিক চাপের মধ্যে থাকেন, তবে তার ঘ্রাণ পায় আপনার পোষা কুকুরটিও।

| Updated on: Aug 29, 2024 | 10:31 PM
আচ্ছা আপনার কি কোনও কারণে মন ভাল নেই? অবসাদে ভুগছেন? জানেন আপনার বাড়িতে যদি পোষ্য থাকে তা হলে আপনার মনের স্বাস্থ্যের প্রভাব কিন্তু পরে আপনার পোষ্যের মানসিক স্বাস্থ্যেও। এমনটাই বলছে গবেষণা।

আচ্ছা আপনার কি কোনও কারণে মন ভাল নেই? অবসাদে ভুগছেন? জানেন আপনার বাড়িতে যদি পোষ্য থাকে তা হলে আপনার মনের স্বাস্থ্যের প্রভাব কিন্তু পরে আপনার পোষ্যের মানসিক স্বাস্থ্যেও। এমনটাই বলছে গবেষণা।

1 / 8
সম্প্রতি 'সায়ান্টাফিক রিপোর্টস' জার্নালে প্রকাশিত একটি গবেষণা পত্র বলছে, আপনি যদি মানসিক চাপের মধ্যে থাকেন, তবে তার ঘ্রাণ পায় আপনার পোষা কুকুরটিও। ব্রিস্টল ইউনিভার্সিটি, কার্ডিফ ইউনিভার্সিটি এবং ব্রিটিশ চ্যারিটি মেডিক্যাল ডিটেকশন ডগস-এর যৌথ উদ্যোগে এক গবেষণাতে উঠে এসেছে এই তথ্য।

সম্প্রতি 'সায়ান্টাফিক রিপোর্টস' জার্নালে প্রকাশিত একটি গবেষণা পত্র বলছে, আপনি যদি মানসিক চাপের মধ্যে থাকেন, তবে তার ঘ্রাণ পায় আপনার পোষা কুকুরটিও। ব্রিস্টল ইউনিভার্সিটি, কার্ডিফ ইউনিভার্সিটি এবং ব্রিটিশ চ্যারিটি মেডিক্যাল ডিটেকশন ডগস-এর যৌথ উদ্যোগে এক গবেষণাতে উঠে এসেছে এই তথ্য।

2 / 8
এই গবেষণা করার সময় বিজ্ঞানীরা ১৮ জোড়া কুকুর এবং তাঁদের মালিকদের বেছে নেন। পোষ্যদের তাঁদের মালিকের থেকে আলাদা জায়গায় রাখেন, যেখানে তাঁদের খেলা সামগ্রী দেওয়া হয় এবং খোলামেলা পরিবেশে রাখা হয় যাতে তাঁরা চাপমুক্ত থাকে। তবে গবেষকরা কুকুরের মালিককে মানুষিক চাপের মধ্যে রাখেন।

এই গবেষণা করার সময় বিজ্ঞানীরা ১৮ জোড়া কুকুর এবং তাঁদের মালিকদের বেছে নেন। পোষ্যদের তাঁদের মালিকের থেকে আলাদা জায়গায় রাখেন, যেখানে তাঁদের খেলা সামগ্রী দেওয়া হয় এবং খোলামেলা পরিবেশে রাখা হয় যাতে তাঁরা চাপমুক্ত থাকে। তবে গবেষকরা কুকুরের মালিককে মানুষিক চাপের মধ্যে রাখেন।

3 / 8
তারপর তার কুকুরের সামনে সেই ব্যাক্তির ঘামযুক্ত একটি কাপর এবং খাবারের পাত্র রাখা হয়। দেখা যায় ঘামের গন্ধে অভিভাবকের উদ্বেগের বিষয়টি বুঝতে পারে তাঁদের পোষ্যরা।

তারপর তার কুকুরের সামনে সেই ব্যাক্তির ঘামযুক্ত একটি কাপর এবং খাবারের পাত্র রাখা হয়। দেখা যায় ঘামের গন্ধে অভিভাবকের উদ্বেগের বিষয়টি বুঝতে পারে তাঁদের পোষ্যরা।

4 / 8
এমনকি তাঁরা এতটাই উদ্বেগের মধ্যে ছিল যে, মুখের সামনে পছন্দের খাবারের বাটি ধরলেও খাবারের প্রতি তাঁদের আগ্রহ ছিল না। পোষ্যের চনমনে ভাব উধাও হয়ে গিয়েছিল। অবসাদের গন্ধে কেবল আচরণ নয়, সারমেয়দের স্বাভাবিক জীবনও ব্যাহত হতে পারে।

এমনকি তাঁরা এতটাই উদ্বেগের মধ্যে ছিল যে, মুখের সামনে পছন্দের খাবারের বাটি ধরলেও খাবারের প্রতি তাঁদের আগ্রহ ছিল না। পোষ্যের চনমনে ভাব উধাও হয়ে গিয়েছিল। অবসাদের গন্ধে কেবল আচরণ নয়, সারমেয়দের স্বাভাবিক জীবনও ব্যাহত হতে পারে।

5 / 8
এই বিষয়ে চিকিৎসক এন আর প্রধান বলেন, "মানুষের স্বাভাবিক স্বভাবে পরিবর্তন হলেই কুকুররা তা বুঝতে পারে। এর প্রভাব তাঁদের মানসিক স্বাস্থ্যের উপরেও পড়ে।

এই বিষয়ে চিকিৎসক এন আর প্রধান বলেন, "মানুষের স্বাভাবিক স্বভাবে পরিবর্তন হলেই কুকুররা তা বুঝতে পারে। এর প্রভাব তাঁদের মানসিক স্বাস্থ্যের উপরেও পড়ে।

6 / 8
কুকুরের চনমনে ভাব কমে যায়। যা তাঁদের শারীরিক স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে। এমনকি অভিভাবক অসুস্থ থাকলে কুকুরদের চোখ দিয়ে জল পড়তেও দেখা যায়। তাঁরা অভিভাবকের পাশে গিয়ে চুপ করে বসে থাকে। এমনকি খাওয়া দাওয়াতেও অনীহা দেখা যায়।"

কুকুরের চনমনে ভাব কমে যায়। যা তাঁদের শারীরিক স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে। এমনকি অভিভাবক অসুস্থ থাকলে কুকুরদের চোখ দিয়ে জল পড়তেও দেখা যায়। তাঁরা অভিভাবকের পাশে গিয়ে চুপ করে বসে থাকে। এমনকি খাওয়া দাওয়াতেও অনীহা দেখা যায়।"

7 / 8
তাই ,কুকুরের স্বাস্থ্য ঠিক রাখতে হলে নিজেদের কিন্তু আরও সচেতন হতে হবে। না হলে সারমেয়দের স্বাভাবিক স্বাস্থ্যের উপরে প্রভাব পড়তে পারে। তাঁদের জীবনও ব্যহত হতে পারে।

তাই ,কুকুরের স্বাস্থ্য ঠিক রাখতে হলে নিজেদের কিন্তু আরও সচেতন হতে হবে। না হলে সারমেয়দের স্বাভাবিক স্বাস্থ্যের উপরে প্রভাব পড়তে পারে। তাঁদের জীবনও ব্যহত হতে পারে।

8 / 8
Follow Us:
বিতর্কে কাঞ্চন মল্লিক, মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ
বিতর্কে কাঞ্চন মল্লিক, মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ
আদালতে শুনানির সময়ে নিজের মেয়ের ধর্ষক-খুনিকে পরপর গুলি!
আদালতে শুনানির সময়ে নিজের মেয়ের ধর্ষক-খুনিকে পরপর গুলি!
স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?
শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদল ইন্দিরার?
শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদল ইন্দিরার?
অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?
অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?
পৃথিবীর কান ঘেঁষে বেরোচ্ছে গ্রহাণু! আজ সাবধান, ঘুম হবে তো রাতে?
পৃথিবীর কান ঘেঁষে বেরোচ্ছে গ্রহাণু! আজ সাবধান, ঘুম হবে তো রাতে?
ফুটবলারের প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, চিনে নিন নায়িকার প্রেমিককে
ফুটবলারের প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, চিনে নিন নায়িকার প্রেমিককে