প্রাচীন শাস্ত্র বলে দ্বাপর যুগের সেরা তীর্থক্ষেত্র গুলিছিল গঙ্গার তীরেই। কলিযুগেও সেই গঙ্গা আজ মানুষের পুজোর অন্যতম সেরা স্থান। সেই গঙ্গা এবং সাগরের মিলনস্থল বঙ্গোপসাগরের বুকে থাকা এই গঙ্গাসাগর (Gangasagar Mela 2023)।
কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হিন্দু ধর্মলম্বীদের কাছে এই তীর্থক্ষেত্রের গুরুত্ব অপরিসীম। এবারও মকর সংক্রান্তিতে সাগরসঙ্গমে পুণ্যস্নানের উদ্দেশ্যে ভক্তদের ব্যাপর ভিড় লক্ষ্য করা যাচ্ছে গঙ্গাসাগরে।
তিথি অনুযায়ী শনিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে শুরু হয়ে গিয়েছে মকর সংক্রান্তি। চলবে রবিবার সন্ধ্যার একই সময় পর্যন্ত। গতকাল থেকেই স্নান পর্ব শুরু হলেও রবিবারের ভোরে আলো ফুটতে না ফুটতে মানুষের চাদরে যেন ঢাকা পড়েছে গোটা গঙ্গাসাগর।
গঙ্গার ঘাটে যাতে কোনও বিপজ্জনক ঘটনা না ঘটে তার জন্য সদা প্রস্তুত রয়েছে এনডিআরএফ, কোস্টাল গার্ডের কর্মীরা। চলছে নজরদারি। স্নান সেরে বহু পুণ্যার্থীই রওনা দিচ্ছেন কপিল মুনির মন্দিরের উদ্দেশ্যে। সেখানে চলছে পুজো-অর্চনা। এখানেও ভিড় করেছেন লাখো লাখো মানুষ।
রবিবার সকাল থেকেই গোটা রাজ্যে চলছে কুয়াশার দাপট। রক্ষা পায়নি গঙ্গাসাগরও। সেখানে বর্তমানে নামখানা সহ একাধিক জায়গায় ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। খানিক সমস্যায় পড়েছেন পুণ্যার্থীরা।
কুয়াশা খানিক কাটলেই ফের পরিষেবা চালু করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বেলা যত বাড়ছে পুণ্যার্থীর সংখ্যা তত বাড়ছে গঙ্গাসাগরে। এখনও পর্যন্ত গঙ্গাসাগরে ৪০ লক্ষের বেশি মানুষের ভিড় হয়েছে বলে মনে করা হচ্ছে।