Bollywood marriage: রণবীর-আলিয়া  এবং বেশ কয়েকজন সেলেব খুবই ঘরোয়া বিয়ে করেছেন, এটাই কি ট্রেন্ড হবে আগামী দিনে বলিউড বিয়েতে?

Bollywood marriage:  বি-টাউনে কান পাতলেই মালাইকা-অর্জুন, সোনাক্ষী-জহির, আথিয়া-কেএল রাহুল-এই তিনটি বিয়ে নিয়ে জল্পনা। বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটির মতো গোপনে বা ঘরোয়া বিয়ে করবেন তাঁরা, নাকি জমকালো হবে অনুষ্ঠান।

| Edited By: | Updated on: Jul 23, 2022 | 10:53 PM
বলিউডে জমকালো বিয়ের পাশাপাশি গোপনে বা ঘরোয়া বিয়ে করারও একটি রেওয়াজ রয়েছে। যেমন, রণবীর কাপুর-আলিয়া ভাট করলেন একেবারে ঘরোয়া বিয়ে। পরিবার আর খুব কাছের মানুষদের নিয়ে ১৪ এপ্রিল বিয়ে করেন তাঁরা। প্রথম সন্তান হওয়ার খবরও এর মধ্যে দিয়ে দিয়েছেন তাঁরা।

বলিউডে জমকালো বিয়ের পাশাপাশি গোপনে বা ঘরোয়া বিয়ে করারও একটি রেওয়াজ রয়েছে। যেমন, রণবীর কাপুর-আলিয়া ভাট করলেন একেবারে ঘরোয়া বিয়ে। পরিবার আর খুব কাছের মানুষদের নিয়ে ১৪ এপ্রিল বিয়ে করেন তাঁরা। প্রথম সন্তান হওয়ার খবরও এর মধ্যে দিয়ে দিয়েছেন তাঁরা।

1 / 8
রানি মুখোপধ্যায় এবং আদিত্য চোপড়া বহুদিন ধরেই সম্পর্কে ছিলেন। তাঁরা ইতালিতে খুব ঘনিষ্ঠ মানুষদের নিয়ে বিয়ে করেন ২১ এপ্রিল, ২০১৪ সালে। কিন্তু তাঁদের বিয়ের ছবি কোনও সোশ্যাল মিডিয়াতে ভাগ করেননি তাঁরা। বিয়ের পর সকলে জানতে পারেন, তাঁরা সাত পাকে বাঁধা পড়েছেন।

রানি মুখোপধ্যায় এবং আদিত্য চোপড়া বহুদিন ধরেই সম্পর্কে ছিলেন। তাঁরা ইতালিতে খুব ঘনিষ্ঠ মানুষদের নিয়ে বিয়ে করেন ২১ এপ্রিল, ২০১৪ সালে। কিন্তু তাঁদের বিয়ের ছবি কোনও সোশ্যাল মিডিয়াতে ভাগ করেননি তাঁরা। বিয়ের পর সকলে জানতে পারেন, তাঁরা সাত পাকে বাঁধা পড়েছেন।

2 / 8
ইয়ামি গৌতম এবং পরিচালক আদিত্য ধর সম্পর্কে ছিলেন তা খুব কম মানুষই জানতেন। এমনকি তাঁদের বিয়েতেও  বলিউডের কেউ ছিলেন না। গত বছর ৪ জুন হিমাচলের মান্ডিতে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন এই দম্পতি। ইয়ামিকে তাঁর বিয়ের ছবিতে অপূর্ব লাগছিল। হিমাচলী রীতি মেনেই বিয়ে হয়।

ইয়ামি গৌতম এবং পরিচালক আদিত্য ধর সম্পর্কে ছিলেন তা খুব কম মানুষই জানতেন। এমনকি তাঁদের বিয়েতেও বলিউডের কেউ ছিলেন না। গত বছর ৪ জুন হিমাচলের মান্ডিতে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন এই দম্পতি। ইয়ামিকে তাঁর বিয়ের ছবিতে অপূর্ব লাগছিল। হিমাচলী রীতি মেনেই বিয়ে হয়।

3 / 8
প্রীতি জিন্টা লস অ্যাঞ্জেলসে ২৯ ফেব্রুয়ারি ২০১৬ সালে বিয়ে করেন। জিন গুডএনাফ-এর সঙ্গে তাঁর বিয়ের খবর বলিউডে কেউ জানতেন না। বিয়ের পর সোশ্যাল মিডিয়াতে তাঁদের ছবি দেখে জানতে পারেন সকলে।

প্রীতি জিন্টা লস অ্যাঞ্জেলসে ২৯ ফেব্রুয়ারি ২০১৬ সালে বিয়ে করেন। জিন গুডএনাফ-এর সঙ্গে তাঁর বিয়ের খবর বলিউডে কেউ জানতেন না। বিয়ের পর সোশ্যাল মিডিয়াতে তাঁদের ছবি দেখে জানতে পারেন সকলে।

4 / 8
আমির খান এবং কিরণ রাও এখন আলাদা। কিন্তু যখন তাঁরা ২০০৫ সালে ডিসেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন, তখন তাঁদের সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের মানুষজন। পাঁচগনিতে হয় আমিরের দ্বিতীয় বিয়ে। খুব ঘরোয়া ছিল এই বিয়ে।

আমির খান এবং কিরণ রাও এখন আলাদা। কিন্তু যখন তাঁরা ২০০৫ সালে ডিসেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন, তখন তাঁদের সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের মানুষজন। পাঁচগনিতে হয় আমিরের দ্বিতীয় বিয়ে। খুব ঘরোয়া ছিল এই বিয়ে।

5 / 8
মোহসিন আখতার মীরকে ৩ মার্চ ২০১৬ সালে বিয়ে করেন বলিউডের ‘মস্ত মস্ত গার্ল’ উর্মিলা মাতন্ডকর। বয়সে ১০ বছরের ছোট মডেল মোহসিনের সঙ্গে সম্পর্ক-বিয়ে কিছুই টের পায়নি বলিউডের কেউ-ই। বিয়ের পর সকলে জানতে পারেন খবরটি।

মোহসিন আখতার মীরকে ৩ মার্চ ২০১৬ সালে বিয়ে করেন বলিউডের ‘মস্ত মস্ত গার্ল’ উর্মিলা মাতন্ডকর। বয়সে ১০ বছরের ছোট মডেল মোহসিনের সঙ্গে সম্পর্ক-বিয়ে কিছুই টের পায়নি বলিউডের কেউ-ই। বিয়ের পর সকলে জানতে পারেন খবরটি।

6 / 8
জন আব্রাহাম এবং প্রিয়া রুঞ্চালের বিয়ে তাঁদের ভক্তদের জন্য একটি চমক ছিল। অভিনেতা তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি কথা বলেন না এবং তাঁর বিয়ের বিষয়টিও গোপন রেখেছিলেন। ৫ জুন, ২০১৪ সালে বিয়ে করেন দুইজনে। বিপাশা বসুর সঙ্গে প্রেম ভাঙার পর প্রিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান জন। কিন্তু প্রেম ভাঙা নিয়ে যেমন তিনি কিছু বলেননি, তেমনই বিয়ে নিয়েও কিছু না।

জন আব্রাহাম এবং প্রিয়া রুঞ্চালের বিয়ে তাঁদের ভক্তদের জন্য একটি চমক ছিল। অভিনেতা তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি কথা বলেন না এবং তাঁর বিয়ের বিষয়টিও গোপন রেখেছিলেন। ৫ জুন, ২০১৪ সালে বিয়ে করেন দুইজনে। বিপাশা বসুর সঙ্গে প্রেম ভাঙার পর প্রিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান জন। কিন্তু প্রেম ভাঙা নিয়ে যেমন তিনি কিছু বলেননি, তেমনই বিয়ে নিয়েও কিছু না।

7 / 8
নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদিও চুপচাপ বিয়ে করেছিলেন। ১০ মার্চ, ২০১৮ সালে বিয়ে করেন তাঁরা। অভিনেত্রী বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন এবং দম্পতি দ্রুত তাঁদের বিয়ের পরিকল্পনা করেছিলেন এবং দিল্লিতে সাত পাকে বাঁধা পড়েন।

নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদিও চুপচাপ বিয়ে করেছিলেন। ১০ মার্চ, ২০১৮ সালে বিয়ে করেন তাঁরা। অভিনেত্রী বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন এবং দম্পতি দ্রুত তাঁদের বিয়ের পরিকল্পনা করেছিলেন এবং দিল্লিতে সাত পাকে বাঁধা পড়েন।

8 / 8
Follow Us: