বেশ কিছু সেলেব রয়েছে যাঁরা যে কোনও বিষয় স্পষ্ট মন্তব্য করতে পিছপা হন না। তবে তার জেরে একাধিকবার বিতর্কের শিকারও হতে হয় তাঁদের। সেই তালিকায় থাকা অন্যতম নাম মল্লিকা শেরাওয়াত।
দেশের বুকে বারে বারে ধর্ষণের মতো নোংরা অপরাধ ঘটার খবর যখন সামনে উঠে আসতে দেখা যায়, তখনই একে একে সেলেব এই প্রসঙ্গে মুখ খুলতে শুরু করেন।
সেই তালিকাতে নাম লিখিয়েছিলেন মল্লিকা শেরাওয়াতও। তিনি এই প্রসঙ্গে প্রতিবাদ জানালে গিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসেন। যা ঘিরে বচসা ওঠে তুঙ্গে। দেশের নামে এ কেমন মন্তব্য, প্রশ্ন তুলেছিলেন বিশিষ্টজনেরাও।
তাঁর কথায়- 'ভারত ধর্ষকদের দেশ'। এই মন্তব্য করার পরই চরম কটাক্ষের শিকার হয়েছিলেন মল্লিকা শেরাওয়াত। রীতিমত নাজেহাল হতে হয় তাঁকে। উঠেছিল বয়কটের ডাকও। চরম বিপাকে পড়েছিলেন তিনি।
যদিও এই একটি মন্তব্যই নয়, পরবর্তীতে একাধিকবার তাঁকে সমস্যায় পড়তে হয়েছে তাঁর বিস্ফোরক মন্তব্যের জন্যে। মল্লিকা যদিও নিজের স্বপক্ষে এ বিষয় কোনও সাফাই দেননি।