বসিরহাটের মেয়ে মনামী ঘোষ। প্রেম করার ব্যাপারে বেশ ভয় পেতেন অভিনেত্রী। একটি টক শোতে এসে জানিয়েছিলেন ক্লাস ৬-৭ থেকেই তাঁর জন্য বিয়ের সম্বন্ধ আসত।
সেলেব্রিটি হওয়ার আগে থেকেই বহু ছেলের ভাল লাগত মনামীকে। কিন্তু তিনি ভয় পেতেন বিষয়টি।
একবার একটি অদ্ভুত বিয়ের সম্বন্ধ এসেছিল তাঁর জন্য। একটি ছেলে তাঁকে বিয়ে করবেন বলে তাঁর বাড়িতে নিজের পরিবারের লোকদের নিয়ে চলে গিয়েছিলেন।
এখানেই থেমে থাকেনি ব্যাপারটা। মনামীর বাড়িতে আসা-যাওয়া শুরু করে দিয়েছিলেন সেই পাত্র।
কেবল তাই নয়। রাস্তায় গাড়ি কিংবা বাইক নিয়ে মনামীকে ফলো করতে শুরু করেছিলেন তিনি। সে সময় ক্লাস ৭-এ পড়তেন মনামী।
একদিন-দু'দিন পালিয়ে বাড়িতে ধুকেছিলেন মনামী। সেই পাত্রপক্ষ মনামীর বাবাকে বলেছিল কথাবার্তা এগিয়ে রাখতে, মাধ্যমিকের পর বিয়ে দিয়ে দেবে মনামী ও সেই পাত্রের। তাতে বেশ ভয় পেয়েছিলেন মনামী। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।