হিন্দি ছবিতে ছোট চরিত্রে অভিনয় দিয়ে যাত্রা শুরু করেছিলেন পঙ্কজ ত্রিপাঠী। পরবর্তীকালে তাঁর অভিনয় সকলের মন জয় করে। বর্তমানে তিনি বেশকিছু ব্র্যান্ডের মুখ। বড় বাজেটের ছবিতে অভিনয় করছেন। কিন্তু আপনি কি জানেন, 'লক্ষ্য' ছবিতে অভিনয় করেছিলেন পঙ্কজও। কিন্তু তাঁকে কেউ দেখতে পাননি।
দেখবেন কীভাবে! তাঁর অভিনীত অংশটি বাদ দেওয়া হয়েছিল ছবি থেকে। 'লক্ষ্য'তে সুবেদার কুলদীপ সিংয়ের চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ। সে সময় সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছিল।
কিন্তু ফাইনাল কাটের সময় পঙ্কজের সিন কেটে বাদ দেওয়া হয়। এই খবর পঙ্কজ জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে। তিনি বলেছিলেন, "'লক্ষ্য'র জন্য অডিশন দিয়েছিলাম আমি। লেহ-লাদাখে গিয়েছিলাম। শুটিং করেছিলাম। ছবি মুক্তির আগে পাটনাতে যাই।"
এই ঘটনাটি খুব খারাপ লেগেছিল পঙ্কজের। নিজেকে মিথ্যাবাদী বলে মনে হয়েছিল তাঁর।
এই ছবির পর হৃত্বিকের সঙ্গে 'অগ্নিপথ' ও 'সুপার ৩০'তেও কাজ করেছেন পঙ্কজ। কিন্তু 'লক্ষ্য' ছবির পরিচালক ফারহান আখতারকে পঙ্কজ কোনওদিনও জিজ্ঞেস করেননি কেন তাঁর দৃশ্যগুলো বাদ দেওয়া হয়েছিল ছবি থেকে।