নতুন চ্যালেঞ্জ নিতে চান। তাই রিয়াল মাদ্রিদের সঙ্গে এতবছরের সম্পর্ক ত্যাগ করে প্রিমিয়র লিগের পথে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্য়াসেমিরো। (ছবি:টুইটার)
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বর্তমান ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিতে চলেছেন ক্য়াসেমিরো। তিনি নিজে মুখ না খুললেও রিয়াল কোচ কার্লো আনচেলত্তি খবর নিশ্চিত করেছেন।(ছবি:টুইটার)
২০১৮ সালে নতুন চ্যালেঞ্জ নেওয়ার বার্তা দিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একইভাবে রিয়াল কোচ জানিয়েছেন, "ক্যাসেমিরো নয়া চ্যালেঞ্জ নিতে চান। আমরা ওর সিদ্ধান্তকে সম্মান জানাই।"(ছবি:টুইটার)
বছর তিরিশের ক্যাসেমিরোর জন্য ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রিয়ালের সঙ্গে কথাবার্তাও পাকা হয়ে গিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।(ছবি:টুইটার)
রিয়ালের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনবার স্প্যানিশ লা লিগা খেতাব জয়ের নজির রয়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের। (ছবি:টুইটার)