Republic Day 2022: প্রজাতন্ত্র দিবসে বীর সেনাদের শ্রদ্ধার্ঘ! দেশের গুরুত্বপূর্ণ সেনা যাদুঘর কোনগুলি, দেখুন ছবিতে…

ওমিক্রনের আতঙ্ককে মাথায় নিয়েই পালিত হচ্ছে দেশের ৭৩তম প্রজাতন্ত্র দিবস। ভারতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সামরিক ও যুদ্ধের যাদুঘর রয়েছে। যেখানে যুদ্ধে ভারতের সৈনিকদের বীরত্বের কথা, যুদ্ধের সরঞ্জাম ও দেশের মাটিকে বাঁচানোর নানান অজানা কথা জানতে পারি।

| Edited By: | Updated on: Jan 26, 2022 | 9:09 AM
ওমিক্রনের আতঙ্ককে মাথায় নিয়েই পালিত হচ্ছে দেশের ৭৩তম প্রজাতন্ত্র দিবস। ভারতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সামরিক ও যুদ্ধের যাদুঘর রয়েছে।  যেখানে যুদ্ধে ভারতের সৈনিকদের বীরত্বের কথা, যুদ্ধের সরঞ্জাম ও দেশের মাটিকে বাঁচানোর নানান অজানা কথা জানতে পারি।

ওমিক্রনের আতঙ্ককে মাথায় নিয়েই পালিত হচ্ছে দেশের ৭৩তম প্রজাতন্ত্র দিবস। ভারতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সামরিক ও যুদ্ধের যাদুঘর রয়েছে। যেখানে যুদ্ধে ভারতের সৈনিকদের বীরত্বের কথা, যুদ্ধের সরঞ্জাম ও দেশের মাটিকে বাঁচানোর নানান অজানা কথা জানতে পারি।

1 / 6
সীমান্তে কঠিন ও চরম প্রতিকূল পরিস্থিতিতে গোটা দেশকে বুক দিয়ে রক্ষাকারীদের কথা কতজন জানেন? ভারতীয় সেনাদের সম্পর্কে জানাপ জন্য এই মিলিটারি ও ওয়ার মিউডিয়ামগুসি প্রতিটি নাগরিকের জন্যই গুরুত্বপূর্ণ।

সীমান্তে কঠিন ও চরম প্রতিকূল পরিস্থিতিতে গোটা দেশকে বুক দিয়ে রক্ষাকারীদের কথা কতজন জানেন? ভারতীয় সেনাদের সম্পর্কে জানাপ জন্য এই মিলিটারি ও ওয়ার মিউডিয়ামগুসি প্রতিটি নাগরিকের জন্যই গুরুত্বপূর্ণ।

2 / 6
ইন্ডিয়ান এয়ার ফোর্স মিউজিয়াম, পালাম- দিল্লির কাছেই পালামে ভারতীয় বিমানবাহিনী যাদুঘরটি অবস্থিত। দেশের সামরিক বিমান চলাচল ও বিমান বাহিনীর ইতিহাস সম্পর্কে এখানে অনেক কিছু জানা যায়। প্রথম বিশ্বযুদ্ধ এবং কারগিল যুদ্ধের মতো ভারতীয় বিমান বাহিনীর অপারেশন নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন এখানে। অন্দরে রয়েছে ঐতিহাসিক ছবি, ইউনিফর্ম এবং আইএএফের অস্ত্র, ছোট বিমানের মডেল এবং বন্দুক।

ইন্ডিয়ান এয়ার ফোর্স মিউজিয়াম, পালাম- দিল্লির কাছেই পালামে ভারতীয় বিমানবাহিনী যাদুঘরটি অবস্থিত। দেশের সামরিক বিমান চলাচল ও বিমান বাহিনীর ইতিহাস সম্পর্কে এখানে অনেক কিছু জানা যায়। প্রথম বিশ্বযুদ্ধ এবং কারগিল যুদ্ধের মতো ভারতীয় বিমান বাহিনীর অপারেশন নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন এখানে। অন্দরে রয়েছে ঐতিহাসিক ছবি, ইউনিফর্ম এবং আইএএফের অস্ত্র, ছোট বিমানের মডেল এবং বন্দুক।

3 / 6
নেভাল এভিয়েশন মিউজিয়াম, গোয়া- দিল্লির পরই গোয়ার এই জাদুঘরটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মিউজিয়াম হিসেবে পরিচিত। গোয়ার ডাবোলিমের কাছে বগমালো সমুদ্র সৈকতে অবস্থিত মিউজিয়ামে ভারতীয় নৌবাহিনী এবং তাদের অপারেশন সম্পর্কে নানান তথ্য জানা যায়। জাদুঘরে বিমানের একটি সংগ্রহ রয়েছে, যার মধ্যে লকহিড নক্ষত্র হল বৃহত্তম বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরী ফায়ারফ্লাই-এর মতো বিমানও রয়েছে।

নেভাল এভিয়েশন মিউজিয়াম, গোয়া- দিল্লির পরই গোয়ার এই জাদুঘরটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মিউজিয়াম হিসেবে পরিচিত। গোয়ার ডাবোলিমের কাছে বগমালো সমুদ্র সৈকতে অবস্থিত মিউজিয়ামে ভারতীয় নৌবাহিনী এবং তাদের অপারেশন সম্পর্কে নানান তথ্য জানা যায়। জাদুঘরে বিমানের একটি সংগ্রহ রয়েছে, যার মধ্যে লকহিড নক্ষত্র হল বৃহত্তম বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরী ফায়ারফ্লাই-এর মতো বিমানও রয়েছে।

4 / 6
আইএনএস বিক্রান্ত, মুম্বই- মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে অবস্থিত, এই ধ্বংসপ্রাপ্ত হালকা বিমানবাহী জাহাজটি এখন একটি ভাসমান জাদুঘর। ১৯৭১ সালের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই সুবিশাল যুদ্ধজাহাজটি। তবে এই যুদ্ধজাহাজটি বছরের পর বছর ধরে জনসাধারণের জন্য খোলা থাকে না।

আইএনএস বিক্রান্ত, মুম্বই- মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে অবস্থিত, এই ধ্বংসপ্রাপ্ত হালকা বিমানবাহী জাহাজটি এখন একটি ভাসমান জাদুঘর। ১৯৭১ সালের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই সুবিশাল যুদ্ধজাহাজটি। তবে এই যুদ্ধজাহাজটি বছরের পর বছর ধরে জনসাধারণের জন্য খোলা থাকে না।

5 / 6
ওয়ার মিউজিয়াম, জয়সালমীর- রাজস্থানের জয়সালমের ওয়ার মিউজিয়াম, যা জেডব্লিউএম নামে পরিচিত। এখানে পরম বীর চক্র এবং মহা বীর চক্র বীরত্ব পুরস্কার বিজয়ীদের নাম খোদাই করা আছে। ইন্ডিয়ান আর্মি হল এবং লংগেওয়ালা হল নামে দুটি হল, একটি অডিও-ভিজ্যুয়াল রুম, একটি স্যুভেনির শপ এবং একটি ক্যাফেটেরিয়া রয়েছে। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সুবর্ণ জয়ন্তী স্মরণে নির্মিত হয়েছিল এই মিউজিয়ামটি।

ওয়ার মিউজিয়াম, জয়সালমীর- রাজস্থানের জয়সালমের ওয়ার মিউজিয়াম, যা জেডব্লিউএম নামে পরিচিত। এখানে পরম বীর চক্র এবং মহা বীর চক্র বীরত্ব পুরস্কার বিজয়ীদের নাম খোদাই করা আছে। ইন্ডিয়ান আর্মি হল এবং লংগেওয়ালা হল নামে দুটি হল, একটি অডিও-ভিজ্যুয়াল রুম, একটি স্যুভেনির শপ এবং একটি ক্যাফেটেরিয়া রয়েছে। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সুবর্ণ জয়ন্তী স্মরণে নির্মিত হয়েছিল এই মিউজিয়ামটি।

6 / 6
Follow Us: