Surrogate Bollywood Parents: সারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন যেসব বলিউড তারকা তাঁদের সম্বন্ধে জেনে নিন এক নজরে…

এখন বিশ্বের বিভিন্ন দেশে সারোগেসি বা গর্ভ ভাড়া করে বাবা-মা হচ্ছেন অনেকেই। এতে পিছিয়ে নেই বলিউড তারকারাও। শোনা গিয়েছে সলমন খানও এই পথেরই পথিক হতে পারেন। সারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন যেসব বলিউড তারকা...

| Edited By: | Updated on: Jan 10, 2022 | 11:59 AM
২০১৩ সালে শাহরুখ খান ও গৌরী খানের ছোট ছেলে আব্রামের জন্ম হয় সারোগেসির মাধ্যমে।

২০১৩ সালে শাহরুখ খান ও গৌরী খানের ছোট ছেলে আব্রামের জন্ম হয় সারোগেসির মাধ্যমে।

1 / 6
করণ জোহর একক পিতা। যশ ও রুহির জন্ম সারোগেসির মাধ্যমে।

করণ জোহর একক পিতা। যশ ও রুহির জন্ম সারোগেসির মাধ্যমে।

2 / 6
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার মেয়ে সারোগেসির মাধ্যমে জন্মেছে।

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার মেয়ে সারোগেসির মাধ্যমে জন্মেছে।

3 / 6
ফারহা খান আইভিএফের মাধ্যমে একবারে তিন সন্তানের মা হয়েছেন।

ফারহা খান আইভিএফের মাধ্যমে একবারে তিন সন্তানের মা হয়েছেন।

4 / 6
প্রথম সন্তান হিসেবে নিশাকে দত্তক নেওয়ার পর সানি লিওন ও তার স্বামী ড্যানিয়ের ওয়েবার সারোগেসির মাধ্যমে দুই সন্তানের বাবা-মা হয়েছেন। তাদের নাম আশের ও নোয়া।

প্রথম সন্তান হিসেবে নিশাকে দত্তক নেওয়ার পর সানি লিওন ও তার স্বামী ড্যানিয়ের ওয়েবার সারোগেসির মাধ্যমে দুই সন্তানের বাবা-মা হয়েছেন। তাদের নাম আশের ও নোয়া।

5 / 6
আমির খান ও কিরণ রাওয়ের ছেলে আজাদের জন্ম সারোগেসির মাধ্যমে।

আমির খান ও কিরণ রাওয়ের ছেলে আজাদের জন্ম সারোগেসির মাধ্যমে।

6 / 6
Follow Us: