Tollywood: মধ্যবিত্ত পরিবারের মেয়ের গল্প, প্রায় নো-মেকআপ লুকেই গোটা ছবির শুট করেছি: দর্শনা

বড় পর্দাতেই আসতে চলেছে সৌম্যজিৎ আদকের প্রথম ফিচার ছবি। ছবির নাম 'অল্প হলেও সত্যি'। অভিনয় করেছেন টলিউডের বেশ কিছু চেনা মুখ। সেই ছবির চরিত্রদেরই প্রথম লুক প্রকাশ্যে... দেখে নিন।

| Edited By: | Updated on: Sep 24, 2021 | 4:23 PM
ঠিক ছিল ওটিটি হিসেবে মুক্তি পাবে ছবিটি। কিন্তু না, বড় পর্দাতেই আসতে চলেছে সৌম্যজিৎ আদকের প্রথম ফিচার ছবি। ছবির নাম 'অল্প হলেও সত্যি'। অভিনয় করেছেন টলিউডের বেশ কিছু চেনা মুখ। সেই ছবির চরিত্রদেরই প্রথম লুক প্রকাশ্যে... দেখে নিন।

ঠিক ছিল ওটিটি হিসেবে মুক্তি পাবে ছবিটি। কিন্তু না, বড় পর্দাতেই আসতে চলেছে সৌম্যজিৎ আদকের প্রথম ফিচার ছবি। ছবির নাম 'অল্প হলেও সত্যি'। অভিনয় করেছেন টলিউডের বেশ কিছু চেনা মুখ। সেই ছবির চরিত্রদেরই প্রথম লুক প্রকাশ্যে... দেখে নিন।

1 / 6
ছবিতে রয়েছেন সৌরভ দাস। এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।

ছবিতে রয়েছেন সৌরভ দাস। এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।

2 / 6
রয়েছে দর্শনা বণিকও। একজন নার্সের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবি নিয়ে তিনি বলেন, "মধ্যবিত্ত পরিবারের মেয়ের গল্প, প্রায় নো-মেকআপ লুকেই গোটা ছবির শুট করেছি"।

রয়েছে দর্শনা বণিকও। একজন নার্সের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবি নিয়ে তিনি বলেন, "মধ্যবিত্ত পরিবারের মেয়ের গল্প, প্রায় নো-মেকআপ লুকেই গোটা ছবির শুট করেছি"।

3 / 6
এ ছাড়াও ছবিতে দেখা যাবে ঋষভ বসু এবং সৃজনী মিত্রকে।

এ ছাড়াও ছবিতে দেখা যাবে ঋষভ বসু এবং সৃজনী মিত্রকে।

4 / 6
দর্শনার চরিত্রটি প্রথমে করার কথা ছিল স্বস্তিকা দত্তর। পরে যদিও অভিনেত্রীর ডেট জনিত সমস্যার কারণে তা ভেস্তে যায়।

দর্শনার চরিত্রটি প্রথমে করার কথা ছিল স্বস্তিকা দত্তর। পরে যদিও অভিনেত্রীর ডেট জনিত সমস্যার কারণে তা ভেস্তে যায়।

5 / 6
প্রযোজনা সংস্থা রূপ প্রোডাকশনের ব্যানারেই এই ছবি মুক্তি পাবে পুজোর ঠিক পরেই।

প্রযোজনা সংস্থা রূপ প্রোডাকশনের ব্যানারেই এই ছবি মুক্তি পাবে পুজোর ঠিক পরেই।

6 / 6
Follow Us: