Paras-Urfi: ৮ মাসের সম্পর্ক, ব্রেকআপের পর উরফির নামে পায়ে ট্যাটু করান পরশ!

উরফি তাঁর কো-স্টার পরশের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বছর কয়েক আগে। কিন্তু মাত্র ৮ মাসে মাথাতেই ভেস্তে যায় প্রেম। ব্রেক আপ করেন উরফিই। ব্রেকআপের ঠিক পরেই পরশ তাঁর পায়ে গোড়ালির কাছে উরফির নামে ট্যাটু করান। বিচ্ছেদের পর প্রাক্তন প্রেমিকার নামে ট্যাটু! কেন? উত্তর দিয়েছিলেন পরশই

| Edited By: | Updated on: Nov 19, 2021 | 9:19 AM
উরফি জাভেদ, হালফিলে যে নাম ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। কখনও তাঁর বিতর্কিত মন্তব্য আবার কখনও বা তাঁর পোশাক উঠে আসে চর্চায়। কেউ কেউ আবার তাঁকে জাভেদ আখতারের নাতনির আখ্যাও দিয়ে থাকেন। এ হেন উরফি তাঁর কোস্টার পরশের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বছর কয়েক আগে। কিন্তু মাত্র ৮ মাসে মাথাতেই ভেস্তে যায় প্রেম। ব্রেক আপ করেন উরফিই। ব্রেকআপের ঠিক পরেই পরশ তাঁর পায়ে গোড়ালির কাছে উরফির নামে ট্যাটু করান। বিচ্ছেদের পর প্রাক্তন প্রেমিকার নামে ট্যাটু! কেন? উত্তর দিয়েছিলেন পরশই।

উরফি জাভেদ, হালফিলে যে নাম ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। কখনও তাঁর বিতর্কিত মন্তব্য আবার কখনও বা তাঁর পোশাক উঠে আসে চর্চায়। কেউ কেউ আবার তাঁকে জাভেদ আখতারের নাতনির আখ্যাও দিয়ে থাকেন। এ হেন উরফি তাঁর কোস্টার পরশের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বছর কয়েক আগে। কিন্তু মাত্র ৮ মাসে মাথাতেই ভেস্তে যায় প্রেম। ব্রেক আপ করেন উরফিই। ব্রেকআপের ঠিক পরেই পরশ তাঁর পায়ে গোড়ালির কাছে উরফির নামে ট্যাটু করান। বিচ্ছেদের পর প্রাক্তন প্রেমিকার নামে ট্যাটু! কেন? উত্তর দিয়েছিলেন পরশই।

1 / 6
সূত্র বছরে উরফির সঙ্গে প্রেম নিয়ে বেশ সিরিয়াস ছিলেন পরশ কালনাওয়াত। কিন্তু উরফির হঠাৎ করে ব্রেকআপে সিদ্ধান্তে তিনি ভেঙে পড়েছিলেন।

সূত্র বছরে উরফির সঙ্গে প্রেম নিয়ে বেশ সিরিয়াস ছিলেন পরশ কালনাওয়াত। কিন্তু উরফির হঠাৎ করে ব্রেকআপে সিদ্ধান্তে তিনি ভেঙে পড়েছিলেন।

2 / 6
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আমি জানি না ও কেন ব্রেকআপ করল। ও আমায় কোনও কারণ বলল না। আমি ওর সঙ্গে কথা বলার কত চেষ্টা করেছি। কিন্তু ও যে সব কারণ দেখিয়েছিল সেগুলো হজম করা যায় না।"

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আমি জানি না ও কেন ব্রেকআপ করল। ও আমায় কোনও কারণ বলল না। আমি ওর সঙ্গে কথা বলার কত চেষ্টা করেছি। কিন্তু ও যে সব কারণ দেখিয়েছিল সেগুলো হজম করা যায় না।"

3 / 6
তিনি আরও যোগ করেছিলেন, "প্রতিদিন ক্লাবে পাবে আমি প্রেমের অফার পাই, কিন্তু এই মুহূর্তে কন্য কারও সঙ্গে সম্পর্কে জড়াতে আমি একেবারে রাজি নই।"

তিনি আরও যোগ করেছিলেন, "প্রতিদিন ক্লাবে পাবে আমি প্রেমের অফার পাই, কিন্তু এই মুহূর্তে কন্য কারও সঙ্গে সম্পর্কে জড়াতে আমি একেবারে রাজি নই।"

4 / 6
আর ট্যাটু? সে ব্যাখ্যাও দিয়েছিলেন পরশ। তিনি বলেন, "ও যা যা উপহার দিয়েছিল তার সব কটা আমি ফিরিয়ে দিয়েছি। ভাবলাম এই ভাবেই যদি ওর কাছাকাছি থাকা যায়, তাই ওর নাম সারাজীবনের জন্য জীবনের সঙ্গে জুড়ে নিলাম।"

আর ট্যাটু? সে ব্যাখ্যাও দিয়েছিলেন পরশ। তিনি বলেন, "ও যা যা উপহার দিয়েছিল তার সব কটা আমি ফিরিয়ে দিয়েছি। ভাবলাম এই ভাবেই যদি ওর কাছাকাছি থাকা যায়, তাই ওর নাম সারাজীবনের জন্য জীবনের সঙ্গে জুড়ে নিলাম।"

5 / 6
যদিও সে সব এখন অতীত। এই মুহূর্তে সম্পর্কে রয়েছে পরশ। অন্যদিকে প্রত্যেক দিনে নতুন নতুন বিতর্ক সৃষ্টি করে ট্রেন্ডিং উরফি জাভেদ।

যদিও সে সব এখন অতীত। এই মুহূর্তে সম্পর্কে রয়েছে পরশ। অন্যদিকে প্রত্যেক দিনে নতুন নতুন বিতর্ক সৃষ্টি করে ট্রেন্ডিং উরফি জাভেদ।

6 / 6
Follow Us: