ধূপগুড়ি জলঢাকা ময়নাতলি গ্রামের মধ্যে একটি ছোটো চা বাগান। তার মধ্যে গতকাল একটি চিতা বাঘ দেখতে পান বাসিন্দারা। কখনো দুয়ারে হাতি, কখনো দুয়ারে অজগর আর এবার দুয়ারে চিতা। গতকাল মোগলকাটার ধানক্ষেতে পাওয়া যায় হাতি আর সন্ধায় ধূপগুড়ির ঝুমুর এলাকার ধানক্ষেতে দেখা মেলে অজগরের। রাত পোহাতেই এবার ধূপগুড়ির ময়নাতলিতে চিতাবাঘ। তবে সাধারণ মানুষের উপচেপড়া ভিড়ে বাঘটিকে উদ্ধার করে জঙ্গলে ফেরানো সম্ভব হয়নি বন কর্মীদের পক্ষে।
স্থানীয় বাসিন্দারা জানান,গতকাল স্থানীয় এক ব্যক্তির পোষ্য শুয়োর বাড়ি ফিরেনি। অনেক খুঁজেও পাওয়া না যাওয়ায় বৃহস্পতিবার সেই শুয়োর খুঁজতে বার হন বেশ কয়েকজন। কিন্তু শুয়োরের খোঁজে মিলল বাঘের দেখা। প্রথমে বিশ্বাস হচ্ছিল না তাদের কিন্তু পরে বাঘের দেখা মিলতেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। মূহুর্তের মধ্যে প্রচুর মানুষ বাঘ দেখতে ভিড় করেন চা বাগানে।
তবে বাঘ মামা ঘুমটি মেরে বসে রয়েছেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনার খবর পেয়েই একে একে পৌছায় ডায়না, মরাঘাট, রামশাই ও বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা। এদিকে বাঘটি ছোট চাবাগানের মাঝে আশ্রয় নিয়েছে। বনদফতরের পক্ষ থেকে গোটা চা বাগানটিকে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে।
তবে বাঘটি কোন জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছে তা এখনো পরিষ্কার নয়। এদিকে, চিতাবাঘ বনকর্মীরা ধরতে না পারায় গ্রামবাসীরা বনকর্মীদের আটকে রাখেন গ্রামে। রীতিমত তাদের গাড়ি আটকে দেখাচ্ছেন বিক্ষোভ দেখাতে থাকেন তারা।
এদিকে বনদফতর সূত্রে খবর, বাঘটিকে জঙ্গলে ফেরানো হয়েছে। এইবিষয়ে বিন্নাগুরি বন্যপ্রাণ বিভাগের রেঞ্জার শুভাশিস রায় জানান,"দীর্ঘক্ষণ চেষ্টার পর বনকর্মীরা বাঘটিকে সেখান থেকে অন্যত্র জঙ্গলে পাঠাতে সক্ষম হয়েছে।"