Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Retro Gossip: বলিউডে শশী কাপুর-অমিতাভ ঝড়, একের পর এক ছবি থেকে বাতিল রাজ বব্বর

Struggle: বলিউডে নেপোটিজ়মের শিকার রাজ বব্বর। তিনি যখন কেরিয়ার শুরু করেছিলেন, তখন এক অন্য ছবি বক্স অফিসে। একদিকে অমিতাভ বচ্চন, অন্য দিকে শশী কাপুর। কোথাও গিয়ে যেন সেই প্রতিযোগিতার মধ্যে হারিয়ে যাচ্ছিলেন তিনি।

| Edited By: | Updated on: Jun 28, 2022 | 6:55 PM
কেরিয়ারের শুরুতেই বড় ধাক্কা। বলিউডে নেপোটিজ়মের শিকার রাজ বব্বর। তিনি যখন কেরিয়ার শুরু করেছিলেন, তখন এক অন্য ছবি বক্স অফিসে। একদিকে অমিতাভ বচ্চন, অন্য দিকে শশী কাপুর। কোথাও গিয়ে যেন সেই প্রতিযোগিতার মধ্যে হারিয়ে যাচ্ছিলেন তিনি।

কেরিয়ারের শুরুতেই বড় ধাক্কা। বলিউডে নেপোটিজ়মের শিকার রাজ বব্বর। তিনি যখন কেরিয়ার শুরু করেছিলেন, তখন এক অন্য ছবি বক্স অফিসে। একদিকে অমিতাভ বচ্চন, অন্য দিকে শশী কাপুর। কোথাও গিয়ে যেন সেই প্রতিযোগিতার মধ্যে হারিয়ে যাচ্ছিলেন তিনি।

1 / 6
একের পর এক ভাল ছবি হাতছাড়া হচ্ছিল তাঁর। ছবির নাম  শক্তি। ১৯৮২ সালে তিনি এই ছবির প্রস্তাব পেয়েছিলেন। কিছুদিনের পর জানতে পারেন যে তাঁকে সরিয়ে অমিতাভ বচ্চনকে নেওয়া হচ্ছে।

একের পর এক ভাল ছবি হাতছাড়া হচ্ছিল তাঁর। ছবির নাম শক্তি। ১৯৮২ সালে তিনি এই ছবির প্রস্তাব পেয়েছিলেন। কিছুদিনের পর জানতে পারেন যে তাঁকে সরিয়ে অমিতাভ বচ্চনকে নেওয়া হচ্ছে।

2 / 6
অভিনয় জগতে অনেকটা পথ পেরিয়ে এই কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন রাজ বব্বর। জানিয়েছিলেন, প্রতিটা ধাপে তিনি কীভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। একইভাবে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল নমক হালাল ছবি থেকে।

অভিনয় জগতে অনেকটা পথ পেরিয়ে এই কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন রাজ বব্বর। জানিয়েছিলেন, প্রতিটা ধাপে তিনি কীভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। একইভাবে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল নমক হালাল ছবি থেকে।

3 / 6
এই ছবিতে তাঁর বদলে নেওয়া হয় শশী কাপুরকে। তিনি অবাক হয়েছিলেন, যে কেন তাঁকে কেউ কোনও ছবিতে নিতে চাইছেন না। এই প্রশ্ন শক্তি ছবির নির্মাতাকে করায় মিলেছিল স্পষ্ট উত্তর।

এই ছবিতে তাঁর বদলে নেওয়া হয় শশী কাপুরকে। তিনি অবাক হয়েছিলেন, যে কেন তাঁকে কেউ কোনও ছবিতে নিতে চাইছেন না। এই প্রশ্ন শক্তি ছবির নির্মাতাকে করায় মিলেছিল স্পষ্ট উত্তর।

4 / 6
অমিতাভ বচ্চন তখন সুপারস্টার। তাঁকে ছবিতে নিতে অনেক বেশি ব্যবসা করার সম্ভাবনা রয়েছে। তিনি নতুন মুখ, ঠিক সেই কারণেই ঝুঁকি নিতে নারাজ ছিলেন ছবির নির্মাতারা। নিজেই এক সাক্ষাৎকারে আক্ষেপের কথা জানান রাজ বব্বর।

অমিতাভ বচ্চন তখন সুপারস্টার। তাঁকে ছবিতে নিতে অনেক বেশি ব্যবসা করার সম্ভাবনা রয়েছে। তিনি নতুন মুখ, ঠিক সেই কারণেই ঝুঁকি নিতে নারাজ ছিলেন ছবির নির্মাতারা। নিজেই এক সাক্ষাৎকারে আক্ষেপের কথা জানান রাজ বব্বর।

5 / 6
বলিউডের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আবেগঘন রাজ বব্বর জানিয়েছিলেন, যে তাঁর সঙ্গে এমনটাই হয়ে এসেছে। তাঁর থেকে সকলেই কাজ ছিনিয়ে নিয়ে নিয়েছে। যদিও নিজের কথা ফিরিয়ে নিয়ে বেশ কিছু কাজ ও চরিত্রকেই দোষ দিয়েছিলেন তিনি, যা তাঁর কেরিয়ারে বেশ সমস্যা সৃষ্টি করেছিল।

বলিউডের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আবেগঘন রাজ বব্বর জানিয়েছিলেন, যে তাঁর সঙ্গে এমনটাই হয়ে এসেছে। তাঁর থেকে সকলেই কাজ ছিনিয়ে নিয়ে নিয়েছে। যদিও নিজের কথা ফিরিয়ে নিয়ে বেশ কিছু কাজ ও চরিত্রকেই দোষ দিয়েছিলেন তিনি, যা তাঁর কেরিয়ারে বেশ সমস্যা সৃষ্টি করেছিল।

6 / 6
Follow Us: