Russia-Ukraine Conflict: রক্ত ঝরছে চারিদিকে, জ্বলে-পুড়ে খাক হয়ে যাওয়া স্মৃতি আঁকড়েই নতুন ভোরের স্বপ্ন ইউক্রেনীয়দের চোখে

Russia-Ukraine Conflict: যুদ্ধ লাগতেই শুরু হয়েছে দেশ ছাড়ার হিড়িক। ইউক্রেন প্রশাসনের তরফে যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, তাতে চেপেই শয়ে শয়ে মানুষ দেশের পশ্চিম অংশে ছুটছেন।

| Edited By: | Updated on: Mar 03, 2022 | 3:22 PM
সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখনও যুদ্ধ থামার নাম নেই ইউক্রেন-রাশিয়ার মধ্যে। বরং সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধের ভয়াবহতাও ক্রমশ বেড়েই চলেছে।  এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ঠাই হয়েছে বম্ব শেল্টারগুলিতেই।  ছবি :PTI

সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখনও যুদ্ধ থামার নাম নেই ইউক্রেন-রাশিয়ার মধ্যে। বরং সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধের ভয়াবহতাও ক্রমশ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ঠাই হয়েছে বম্ব শেল্টারগুলিতেই। ছবি :PTI

1 / 7
 যুদ্ধ লাগতেই শুরু হয়েছে দেশ ছাড়ার হিড়িক। ইউক্রেন প্রশাসনের তরফে যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, তাতে চেপেই শয়ে শয়ে মানুষ দেশের পশ্চিম অংশে ছুটছেন। সেখান থেকেই সীমান্ত পার হয়ে পার্শ্ববর্তী দেশগুলিতে চলে যাচ্ছেন। লিভিভের স্টেশনে দেখা গেল ইউক্রেনীয়দের উপচে পড়া ভিড়।  ছবি :PTI

যুদ্ধ লাগতেই শুরু হয়েছে দেশ ছাড়ার হিড়িক। ইউক্রেন প্রশাসনের তরফে যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, তাতে চেপেই শয়ে শয়ে মানুষ দেশের পশ্চিম অংশে ছুটছেন। সেখান থেকেই সীমান্ত পার হয়ে পার্শ্ববর্তী দেশগুলিতে চলে যাচ্ছেন। লিভিভের স্টেশনে দেখা গেল ইউক্রেনীয়দের উপচে পড়া ভিড়। ছবি :PTI

2 / 7
একদিকে যখন সবাই দেশ ছাড়ছেন, সেই সময়ই অনেকে এমনও রয়েছেন, যারা দেশের মাটি রক্ষা করতে ইউক্রেনে ফিরে আসতে। এমনই দুই ব্যক্তির দেখা মিলল পোল্যান্ড সীমান্তে। তারা বাক্স-প্যাটরা গুছিয়ে ইউক্রেনে যাচ্ছেন যুদ্ধে অংশ নিতে। ছবি :PTI

একদিকে যখন সবাই দেশ ছাড়ছেন, সেই সময়ই অনেকে এমনও রয়েছেন, যারা দেশের মাটি রক্ষা করতে ইউক্রেনে ফিরে আসতে। এমনই দুই ব্যক্তির দেখা মিলল পোল্যান্ড সীমান্তে। তারা বাক্স-প্যাটরা গুছিয়ে ইউক্রেনে যাচ্ছেন যুদ্ধে অংশ নিতে। ছবি :PTI

3 / 7
দেশজু়ড়ে রক্ত ঝরছে, তারই মাঝে নতুন প্রাণ এল। তবে এই শিশুর ভবিষ্যত কী হতে চলেছে, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। সেই দুশ্চিতাই ফুটে উঠল মায়ের মুখে। ছবি :PTI

দেশজু়ড়ে রক্ত ঝরছে, তারই মাঝে নতুন প্রাণ এল। তবে এই শিশুর ভবিষ্যত কী হতে চলেছে, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। সেই দুশ্চিতাই ফুটে উঠল মায়ের মুখে। ছবি :PTI

4 / 7
একসময়ে জনবসতি ছিল এখানে। বর্তমানে পড়ে রয়েছে কেবল কাঠামো ও পোড়া অংশের ধ্বংসস্তূপ। রাশিয়ার গোলাবর্ষণে ধ্বংস হয়ে যাওয়া এমনই একটি বাড়িতে বাবা ও ছেলেকে পোড়া স্মৃতির খোঁজ করতে দেখা গেল। ছবি :PTI

একসময়ে জনবসতি ছিল এখানে। বর্তমানে পড়ে রয়েছে কেবল কাঠামো ও পোড়া অংশের ধ্বংসস্তূপ। রাশিয়ার গোলাবর্ষণে ধ্বংস হয়ে যাওয়া এমনই একটি বাড়িতে বাবা ও ছেলেকে পোড়া স্মৃতির খোঁজ করতে দেখা গেল। ছবি :PTI

5 / 7
যুদ্ধ শুরু হতেই দেশ ছে়ড়েছেন লক্ষাধিক মানুষ, অনেকে আবার আশ্রয় নিয়েছেন বাঙ্কারে। কবে গোপন আস্তানা থেকে বের হতে পারবেন না, তাই যথাসম্ভব রসদ সংগ্রহ করে রাখতে দেখা গেল সাধারণ মানুষদের।  ছবি :PTI

যুদ্ধ শুরু হতেই দেশ ছে়ড়েছেন লক্ষাধিক মানুষ, অনেকে আবার আশ্রয় নিয়েছেন বাঙ্কারে। কবে গোপন আস্তানা থেকে বের হতে পারবেন না, তাই যথাসম্ভব রসদ সংগ্রহ করে রাখতে দেখা গেল সাধারণ মানুষদের। ছবি :PTI

6 / 7
 রাস্তা দিয়ে ধেয়ে আসছিল ট্যাঙ্কার। সেই সময়ই আছড়ে পড়েছে রুশ ক্ষেপণাস্ত্র। ফলে ধ্বংস হয়ে গিয়েছে ট্যাঙ্কার সহ আশেপাশের সমস্ত কিছুই। ওই ধ্বংসস্তূপের সামনেই এক ইউক্রেনীয় সেনাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল।  ছবি :PTI

রাস্তা দিয়ে ধেয়ে আসছিল ট্যাঙ্কার। সেই সময়ই আছড়ে পড়েছে রুশ ক্ষেপণাস্ত্র। ফলে ধ্বংস হয়ে গিয়েছে ট্যাঙ্কার সহ আশেপাশের সমস্ত কিছুই। ওই ধ্বংসস্তূপের সামনেই এক ইউক্রেনীয় সেনাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ছবি :PTI

7 / 7
Follow Us: