Bollywood Stars Cameo In South Movie: চিরঞ্জীবী অভিনীত ‘গডফাদার’ ছবিতে সলমন করেছেন ক্যামিও, তালিকায় বলিউডের অনেকেই আছেন  

Bollywood Stars Cameo In South Movie: বন্ধুত্বের খাতিরে বলিউড-দক্ষিণের অভিনেতারা ছোট্ট চরিত্রে অভিনয় করেন একে অপরের ছবিতে এমন প্রায়ই দেখা যায়।  

| Edited By: | Updated on: Oct 08, 2022 | 5:47 PM
চিরঞ্জীবী অভিনীত গডফাদার ছবিতে সলমন খান করেছেন ক্যামিও চরিত্রে অভিনয়। সলমন এই ছবির মুম্বই প্রচারে প্রশ্ন তুলেছিলেন যে তাঁরা দক্ষিণের ছবিকে সর্বভারতীয় স্তরে গ্রহণ করলেও দক্ষিণ কেন বলিউড ছবিকে পছন্দ করে না? উত্তরে তেলুগু তারকা জানান, তাই তো তাঁকে (সলমন) নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে এও উল্লেখ করেন  সলমন এই ছবির জন্য এক টাকাও পারিশ্রমিক নেননি।

চিরঞ্জীবী অভিনীত গডফাদার ছবিতে সলমন খান করেছেন ক্যামিও চরিত্রে অভিনয়। সলমন এই ছবির মুম্বই প্রচারে প্রশ্ন তুলেছিলেন যে তাঁরা দক্ষিণের ছবিকে সর্বভারতীয় স্তরে গ্রহণ করলেও দক্ষিণ কেন বলিউড ছবিকে পছন্দ করে না? উত্তরে তেলুগু তারকা জানান, তাই তো তাঁকে (সলমন) নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে এও উল্লেখ করেন সলমন এই ছবির জন্য এক টাকাও পারিশ্রমিক নেননি।

1 / 5
এই বছরের সবচেয়ে হিট ছবি এসএস রাজামৌলির ‘আরআরআর’। এই ছবিতে সীতা চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট। তিনি রাম চরণের বিপরীতে ক্যামিও করেন। আলিয়ার জীবনের সবচেয়ে ছোট চরিত্রে অভিনয় এটি। এই ছবি বিশ্বব্যাপী ১০০০ কোটি আয় করে।

এই বছরের সবচেয়ে হিট ছবি এসএস রাজামৌলির ‘আরআরআর’। এই ছবিতে সীতা চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট। তিনি রাম চরণের বিপরীতে ক্যামিও করেন। আলিয়ার জীবনের সবচেয়ে ছোট চরিত্রে অভিনয় এটি। এই ছবি বিশ্বব্যাপী ১০০০ কোটি আয় করে।

2 / 5
‘আরআরআর’ ছবিতে বলিউডের আর এক তারকা অজয় দেবগনও ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন। তিনি রাম চরণ চরিত্রটির বাবার ভূমিকায় অভিনয় করেন। যিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ছোট্ট চরিত্রেও তিনি নিজের ছাপ রেখে গিয়েছেন রাজামৌলির ছবিতে।

‘আরআরআর’ ছবিতে বলিউডের আর এক তারকা অজয় দেবগনও ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন। তিনি রাম চরণ চরিত্রটির বাবার ভূমিকায় অভিনয় করেন। যিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ছোট্ট চরিত্রেও তিনি নিজের ছাপ রেখে গিয়েছেন রাজামৌলির ছবিতে।

3 / 5
শাহরুখ খানকে একটি বিশেষ চরিত্রে পাওয়া যায় কমল হাসান অভিনীত ছবি ‘হে রাম’। এই ছবির জন্য শাহরুখও এক টাকাও পারিশ্রমিক নেননি। এসআরকে ছবির বাজেট জানতেন। শুধু এই ছবির অংশ হওয়ার জন্য তিনি এতে অভিনয় করেন। ২০০০ সালে মুক্তি তামিল আর হিন্দিতে মুক্তি পায় ‘হে রাম’।

শাহরুখ খানকে একটি বিশেষ চরিত্রে পাওয়া যায় কমল হাসান অভিনীত ছবি ‘হে রাম’। এই ছবির জন্য শাহরুখও এক টাকাও পারিশ্রমিক নেননি। এসআরকে ছবির বাজেট জানতেন। শুধু এই ছবির অংশ হওয়ার জন্য তিনি এতে অভিনয় করেন। ২০০০ সালে মুক্তি তামিল আর হিন্দিতে মুক্তি পায় ‘হে রাম’।

4 / 5
সলমনের আগে অমিতাভ বচ্চন তেলুগু অভিনেতা চিরঞ্জীবী অভিনীত ছবি ‘সে রা নরসিমা রেড্ডি’-তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন। দুই অভিনেতা একে অপরকে অনেক দিন ধরে চেনেন। বন্ধুত্বের খাতিরে বিগ বি এই ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করতে রাজি হয়েছিলেন বলে জানান চিরঞ্জীবী।

সলমনের আগে অমিতাভ বচ্চন তেলুগু অভিনেতা চিরঞ্জীবী অভিনীত ছবি ‘সে রা নরসিমা রেড্ডি’-তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন। দুই অভিনেতা একে অপরকে অনেক দিন ধরে চেনেন। বন্ধুত্বের খাতিরে বিগ বি এই ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করতে রাজি হয়েছিলেন বলে জানান চিরঞ্জীবী।

5 / 5
Follow Us: