নতুন মিন্ট রঙে বা বলা ভাল Awesome Mint Colour Option- এ ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোন।
নতুন রঙের ফোনে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশন। এর দাম ৩৭.৯৯৯ টাকা।
এর আগে সেপ্টেম্বর মাসে আরও তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি স্মার্টফোন।
প্রাথমিক ভাবে এই ফোন Awesome Black, Awesome Purple এবং Awesome White- এই তিনটি রঙে লঞ্চ হয়েছিল।
৮ জিবি র্যামের সঙ্গে এই ফোনে রয়েছে একটি Qualcomm Snapdragon 778G প্রসেসর।
স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজে এই ফোন ছাড়া আর কোনও ৫জি মডেল নেই। এই ফোন কেনার ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ইনস্ট্যান্ট ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এই নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট আব ডেবিট কার্ড ব্যবহার করে ফোন কিনলে ইন্সট্যান্ট ৬ হাজার টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে।
অ্যানড্রয়েড ১১ দ্বারা পরিচালিত স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা।