নিজের হাঁটুর বয়সি অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না সঞ্জয় দত্ত। জানিয়ে দিয়েছেন পরিষ্কার ভাষায়।
সঞ্জয় দত্ত- ১২৬ টি ছবি করেছেন সঞ্চয় দত্ত। যার মধ্যে ৬৯টি ছবি ফ্লপ।
নিজের বক্তব্য নিয়ে বরাবরই স্পষ্ট সঞ্জয়। মুখে যা, মনে তাই। এর জন্য অনেক সমস্যায় পড়েন তিনি। কিন্তু তাতে কী! তিনি রয়েছেন 'কেজিএফ ২' ছবিতে। ছবি সংক্রান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে এমন কথাই বলেন সঞ্জয়।
তাঁর সমসাময়িক শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, সলমন খান - প্রত্যেকেই হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে পর্দায় রোম্যান্স করেন। বিষয়টিকে একেবারেই ভালভাবে নেন না সঞ্জয়। তিনি এই রকম রোম্যান্স করতে পারবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
সঞ্জয় মনে করেন, অভিনেতাদের বয়স অনুযায়ী আচরণ করা উচিত।
প্রসঙ্গত, আলিয়া ভাটের সঙ্গে 'সড়ক ২' ছবিতে বাবা-মেয়ের চরিত্রেই অভিনয় করেছিলেন সঞ্জয়-আলিয়া। আলিয়ার সংলাপ ছিল, 'হি ইজ় দ্য ফাদার আই নেভার হ্যাড'।