Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shafali Verma: খিদে এখনও মেটেনি, দেশের একমাত্র বিশ্বকাপজয়ী মহিলা ক্যাপ্টেনের চোখে জল

খুব চেষ্টা করেছিলেন চোখের জল ধরে রাখতে। পারলেন না। বাঁধ মানল না ভেতরের আবেগ। দুই আঁখি দিয়ে ঝরে পড়ল মুক্তো বিন্দু হয়ে। দুই হাত দিয়ে বারবার চোখের জল মোছার চেষ্টা করলেন।

| Edited By: | Updated on: Jan 30, 2023 | 8:40 AM
এখনও পর্যন্ত দেশের একমাত্র ক্রিকেট বিশ্বকাপ জয়ী মহিলা ক্যাপ্টেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁরই নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। তাঁরই নেতৃত্বে দেশের ঝুলিতে এসেছে মেয়েদের ক্রিকেটে প্রথম আইসিসি ট্রফি। (ছবি:টুইটার)

এখনও পর্যন্ত দেশের একমাত্র ক্রিকেট বিশ্বকাপ জয়ী মহিলা ক্যাপ্টেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁরই নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। তাঁরই নেতৃত্বে দেশের ঝুলিতে এসেছে মেয়েদের ক্রিকেটে প্রথম আইসিসি ট্রফি। (ছবি:টুইটার)

1 / 8
 এমন নজির কিংবদন্তি মিতালি রাজেরও নেই। ঝুলন গোস্বামীও বিশ্বকাপ জিততে পারেননি। দেশের প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন হয়ে আবেগ ধরে রাখতে পারলেন না টিনএজার শেফালি। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের সময় বারবার চোখের জল মুছতে দেখা গেল তাঁকে।(ছবি:টুইটার)

এমন নজির কিংবদন্তি মিতালি রাজেরও নেই। ঝুলন গোস্বামীও বিশ্বকাপ জিততে পারেননি। দেশের প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন হয়ে আবেগ ধরে রাখতে পারলেন না টিনএজার শেফালি। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের সময় বারবার চোখের জল মুছতে দেখা গেল তাঁকে।(ছবি:টুইটার)

2 / 8
 ঈষৎ ফোলা চোখে শেফালি বলে দিলেন, "আমার খিদে এখনও মেটেনি। আরও অনেক ট্রফি জিততে চাই। বিশ্বকাপ জিততে চাই। সিনিয়র বিশ্বকাপ দলের যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।" (ছবি:টুইটার)

ঈষৎ ফোলা চোখে শেফালি বলে দিলেন, "আমার খিদে এখনও মেটেনি। আরও অনেক ট্রফি জিততে চাই। বিশ্বকাপ জিততে চাই। সিনিয়র বিশ্বকাপ দলের যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।" (ছবি:টুইটার)

3 / 8
সিনিয়র দলের হয়ে ২০২০ সালে টি-২০ বিশ্বকাপ খেলেছিলেন শেফালি ভার্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার হারের কেঁদে ভাসিয়েছিলেন ১৬ বছরের শেফালি। ক্যাপ্টেন বললেন, "ওটা যন্ত্রণার কান্না ছিল। এটা আনন্দের। নিজেকে আটকানোর চেষ্টা করেছি। কিন্তু পারিনি।" (ছবি:টুইটার)

সিনিয়র দলের হয়ে ২০২০ সালে টি-২০ বিশ্বকাপ খেলেছিলেন শেফালি ভার্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার হারের কেঁদে ভাসিয়েছিলেন ১৬ বছরের শেফালি। ক্যাপ্টেন বললেন, "ওটা যন্ত্রণার কান্না ছিল। এটা আনন্দের। নিজেকে আটকানোর চেষ্টা করেছি। কিন্তু পারিনি।" (ছবি:টুইটার)

4 / 8
 বিশ্বকাপ ট্রফি বাবাকে উৎসর্গ করেছেন শেফালি। যিনি সবসময় শেফালি পাশে থেকে তাঁকে উৎসাহ জুগিয়ে গিয়েছেন।(ছবি:টুইটার)

বিশ্বকাপ ট্রফি বাবাকে উৎসর্গ করেছেন শেফালি। যিনি সবসময় শেফালি পাশে থেকে তাঁকে উৎসাহ জুগিয়ে গিয়েছেন।(ছবি:টুইটার)

5 / 8
দলের পারফরম্যান্সে বেজায় খুশি ক্যাপ্টেন। বিশেষ করে বোলিং ও ফিল্ডিং নিয়ে। শেফালি বলেছেন, "অধিনায়ক হিসেবে অবশ্যই চাইছিলাম সবাই মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স দিক। অসাধারণ বোলিং, ফিল্ডিং সেই মানসিকতারই উদাহরণ।"(ছবি:টুইটার)

দলের পারফরম্যান্সে বেজায় খুশি ক্যাপ্টেন। বিশেষ করে বোলিং ও ফিল্ডিং নিয়ে। শেফালি বলেছেন, "অধিনায়ক হিসেবে অবশ্যই চাইছিলাম সবাই মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স দিক। অসাধারণ বোলিং, ফিল্ডিং সেই মানসিকতারই উদাহরণ।"(ছবি:টুইটার)

6 / 8
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে শেফালির মুখে তিতাস সাধুর প্রশংসা। বললেন, "গোটা টুর্নামেন্ট জুড়ে তিতাস ভালো পারফর্ম করেছে। ও খুব ভালোভাবে জানত কী করতে হবে। তিতাসের বোলিংয়ে ভীষণ খুশি। ওকে শুধু পিছন থেকে উৎসাহ জুগিয়ে গিয়েছি।"(ছবি:টুইটার)

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে শেফালির মুখে তিতাস সাধুর প্রশংসা। বললেন, "গোটা টুর্নামেন্ট জুড়ে তিতাস ভালো পারফর্ম করেছে। ও খুব ভালোভাবে জানত কী করতে হবে। তিতাসের বোলিংয়ে ভীষণ খুশি। ওকে শুধু পিছন থেকে উৎসাহ জুগিয়ে গিয়েছি।"(ছবি:টুইটার)

7 / 8
কিছুদিনের মধ্যেই সিনিয়র বিশ্বকাপ টিমে যোগ দিতে হবে। শেফালি এই টিমটাকে তখনও মিস করবেন। বললেন, "এটাই আমার জন্মদিনের সেরা উপহার।" (ছবি:টুইটার)

কিছুদিনের মধ্যেই সিনিয়র বিশ্বকাপ টিমে যোগ দিতে হবে। শেফালি এই টিমটাকে তখনও মিস করবেন। বললেন, "এটাই আমার জন্মদিনের সেরা উপহার।" (ছবি:টুইটার)

8 / 8
Follow Us: