অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি, কীভাবে! আপনি কি ঘুমতে ভালোবাসেন, তবে তার জন্যও রয়েছে চাকরি, যে সে চাকরি নয়। সোজা ১০ লাখের কাছাকাছি মাইনে।
সাধারণত রিসার্চ বা সমীক্ষার কাজেই লাগে এই ধরনের কর্মীদের। বালিশ, গদির কোয়ালিটি ঠিক কেমন, তা দেখে নেওয়ার জন্য প্রয়োজন।
কতটা স্বস্তিকর, আরাম দায়ক, তার একটি নির্ভুল তথ্য দিতে হয়ে সংস্থাদের। কখনও কখনও মেডিক্যাল ট্রায়ালের জন্যও এই ধরনের কর্মীদের ডাক পড়ে থাকে।
বিভিন্ন আর্ট এক্সিজিশনে নিজেকে স্থির করে রাখার জন্য এনেক সময় সঠিকমাত্রায় ঘুমের অসুধ খাইয়ে মডেল তৈরি করা হয়, সেক্ষেত্রেও এনাদের ডাক পড়ে।
তবে থাকতে হয় বিশেষ কিছু ক্ষমতা। যে কোনও পরিবেশ, পরিস্থিতিতে ঘুমিয়ে পড়ার ক্ষমতা রাখতে হবে। দীর্ঘক্ষণ কোনও অস্বস্তি ছাড়াই ঘুমতে হবে। মাথাকে চিন্তা মুক্ত করে রাখতে হবে।
খুব ভাল বিচক্ষণ ক্ষমতা থাকতে হবে। কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে। দিনের যে কোনও সময়ের ঘুমিয়ে পড়ার ক্ষমতা থাকতে হবে।
বিশ্বে এই ধরনের চাকরিও রয়েছে। একবার খোদ নাসাই ৭০ দিন ঘুমতে পারবেন এমন কর্মীর জন্য বিজ্ঞাপন দিয়েছিল।