Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ananya Pandey Fashion: ‘অতিরিক্ত রোগা’, বডি শেমিং-কে তুড়ি মেরে উড়িয়ে বিকিনি লুকে অনন্যা

Bollywood Gossip: কীভাবে ট্রোলিং সেলেবদের আত্মবিশ্বাস নষ্ট করে বলিউডে পা রেখেই বুঝেছিলেন অনন্যা।

| Edited By: | Updated on: Mar 19, 2022 | 12:16 PM
শরীরে নেই বিন্দুমাত্র মেদ, তাতেও সমস্যা নেটমহলের, ফিগার হতে হবে পারফেক্ট, যার সংজ্ঞাটা হয়তো নেট দুনিয়ারও অজানা। তাই চুলচেরা বিচারে কখনও না কখনও সব তারকাকেই পড়তে হয় ট্রোলিং-এ।

শরীরে নেই বিন্দুমাত্র মেদ, তাতেও সমস্যা নেটমহলের, ফিগার হতে হবে পারফেক্ট, যার সংজ্ঞাটা হয়তো নেট দুনিয়ারও অজানা। তাই চুলচেরা বিচারে কখনও না কখনও সব তারকাকেই পড়তে হয় ট্রোলিং-এ।

1 / 6
অনন্যা পান্ডে, বেশ কময় বয়সে শুরু বলিউড কেরিয়ার, সমস্তটা ঝেড়ে ফেলে দেওয়ার মানসিকতা তখনও তৈরি হয়নি তাঁর। খানিক খোলামেলা পোশাক পড়লেই হতে হত ট্রোলের শিকার।

অনন্যা পান্ডে, বেশ কময় বয়সে শুরু বলিউড কেরিয়ার, সমস্তটা ঝেড়ে ফেলে দেওয়ার মানসিকতা তখনও তৈরি হয়নি তাঁর। খানিক খোলামেলা পোশাক পড়লেই হতে হত ট্রোলের শিকার।

2 / 6
সপাট প্রশ্ন উড়ে এসেছিল, তিনি এত রোগা কেন, কেন শরীরে নেই বিন্দু মাত্র মেদ, এক রোগা চেহারাতে নাকি বোল্ড লুক বেমানান।

সপাট প্রশ্ন উড়ে এসেছিল, তিনি এত রোগা কেন, কেন শরীরে নেই বিন্দু মাত্র মেদ, এক রোগা চেহারাতে নাকি বোল্ড লুক বেমানান।

3 / 6
কিন্তু পোশাক পরতে যে সাহস নয়, আত্মবিশ্বাসটুকুই জরুরী, তা প্রমাণ করে দিয়েছিলেন অনন্যা গেহরাইয়া ছবিতেই। একাধিক বোল্ড লুকে ফ্রেমবন্দি হয়েছিলেন তিনি।

কিন্তু পোশাক পরতে যে সাহস নয়, আত্মবিশ্বাসটুকুই জরুরী, তা প্রমাণ করে দিয়েছিলেন অনন্যা গেহরাইয়া ছবিতেই। একাধিক বোল্ড লুকে ফ্রেমবন্দি হয়েছিলেন তিনি।

4 / 6
বিকিনি লুক যেন জলভাত। তাঁর ফ্যাশন স্টেটমেন্টে সেই নেটপাড়াই অবশেষে সাধুবাদ জানিয়েছিল। তবে অনন্যার কথায়, ট্রোলিং তাঁর আত্মবিশ্বাস নষ্ট করে।

বিকিনি লুক যেন জলভাত। তাঁর ফ্যাশন স্টেটমেন্টে সেই নেটপাড়াই অবশেষে সাধুবাদ জানিয়েছিল। তবে অনন্যার কথায়, ট্রোলিং তাঁর আত্মবিশ্বাস নষ্ট করে।

5 / 6
এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে ছিলেন, নিজের প্রতি ভরসা বিশ্বাস সমস্তটাই নষ্ট হয়ে যায়। যদিও বর্তমানে তা অতীত।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে ছিলেন, নিজের প্রতি ভরসা বিশ্বাস সমস্তটাই নষ্ট হয়ে যায়। যদিও বর্তমানে তা অতীত।

6 / 6
Follow Us: