শরীরে নেই বিন্দুমাত্র মেদ, তাতেও সমস্যা নেটমহলের, ফিগার হতে হবে পারফেক্ট, যার সংজ্ঞাটা হয়তো নেট দুনিয়ারও অজানা। তাই চুলচেরা বিচারে কখনও না কখনও সব তারকাকেই পড়তে হয় ট্রোলিং-এ।
অনন্যা পান্ডে, বেশ কময় বয়সে শুরু বলিউড কেরিয়ার, সমস্তটা ঝেড়ে ফেলে দেওয়ার মানসিকতা তখনও তৈরি হয়নি তাঁর। খানিক খোলামেলা পোশাক পড়লেই হতে হত ট্রোলের শিকার।
সপাট প্রশ্ন উড়ে এসেছিল, তিনি এত রোগা কেন, কেন শরীরে নেই বিন্দু মাত্র মেদ, এক রোগা চেহারাতে নাকি বোল্ড লুক বেমানান।
কিন্তু পোশাক পরতে যে সাহস নয়, আত্মবিশ্বাসটুকুই জরুরী, তা প্রমাণ করে দিয়েছিলেন অনন্যা গেহরাইয়া ছবিতেই। একাধিক বোল্ড লুকে ফ্রেমবন্দি হয়েছিলেন তিনি।
বিকিনি লুক যেন জলভাত। তাঁর ফ্যাশন স্টেটমেন্টে সেই নেটপাড়াই অবশেষে সাধুবাদ জানিয়েছিল। তবে অনন্যার কথায়, ট্রোলিং তাঁর আত্মবিশ্বাস নষ্ট করে।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে ছিলেন, নিজের প্রতি ভরসা বিশ্বাস সমস্তটাই নষ্ট হয়ে যায়। যদিও বর্তমানে তা অতীত।