দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিশেষ ভাবে প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনীর প্রয়োজনীয়তা অনুভূত হয় বিশ্বের শক্তিধর দেশগুলির। স্বাধীনতার পর প্রথম থেকেই নিজেদের শক্তি বৃদ্ধি করতে থাকে ভারতও। কিন্তু ১৯৬২-তে চিনের কাছে গোহারা হেরে যাওয়ার পর বাস্তব ধারণা তৈরি হয় নিজেদের শক্তি সম্পর্কে। এক দিকে প্রতিবেশী দেশের হানা এবং আন্তর্জাতিক আগ্রাসনের চাপ, অন্যদিকে দেশের অন্দরেরই জঙ্গিপনা- এ সব সামাল দিতে বিশেষ বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট বাহিনী তৈরি করে ভারত। গত সাত দশকে একাধিক বার জঙ্গি হানা হয়েছে এ দেশে। সেনার বিভিন্ন উইং অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতি মুহূর্তে জঙ্গি মোকাবিলা করে আসছে। এক নজরে জেনে নেওয়া যাক, সেনার কয়েকটি দুর্ধর্ষ বাহিনীর কার্যকলাপ সম্পর্কে।