Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Special Forces:জঙ্গি দমন থেকে রণকৌশল, শত্রুদের রাতের ঘুম কেড়ে নেবে ভারতের এই ৬ বিশেষ বাহিনী

Special Forces, এক দিকে প্রতিবেশী দেশের হানা এবং আন্তর্জাতিক আগ্রাসনের চাপ, অন্যদিকে দেশের অন্দরেরই জঙ্গিপনা- এ সব সামাল দিতে বিশেষ বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট বাহিনী তৈরি করে ভারত।

| Edited By: | Updated on: Sep 09, 2021 | 4:31 PM
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিশেষ ভাবে প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনীর প্রয়োজনীয়তা অনুভূত হয় বিশ্বের শক্তিধর দেশগুলির। স্বাধীনতার পর প্রথম থেকেই নিজেদের শক্তি বৃদ্ধি করতে থাকে ভারতও। কিন্তু ১৯৬২-তে চিনের কাছে গোহারা হেরে যাওয়ার পর বাস্তব ধারণা তৈরি হয় নিজেদের শক্তি সম্পর্কে। এক দিকে প্রতিবেশী দেশের হানা এবং আন্তর্জাতিক আগ্রাসনের চাপ, অন্যদিকে দেশের অন্দরেরই জঙ্গিপনা- এ সব সামাল দিতে  বিশেষ বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট বাহিনী তৈরি করে ভারত। গত সাত দশকে একাধিক বার জঙ্গি হানা হয়েছে এ দেশে। সেনার বিভিন্ন উইং অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতি মুহূর্তে জঙ্গি মোকাবিলা করে আসছে। এক নজরে জেনে নেওয়া যাক, সেনার কয়েকটি দুর্ধর্ষ বাহিনীর কার্যকলাপ সম্পর্কে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিশেষ ভাবে প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনীর প্রয়োজনীয়তা অনুভূত হয় বিশ্বের শক্তিধর দেশগুলির। স্বাধীনতার পর প্রথম থেকেই নিজেদের শক্তি বৃদ্ধি করতে থাকে ভারতও। কিন্তু ১৯৬২-তে চিনের কাছে গোহারা হেরে যাওয়ার পর বাস্তব ধারণা তৈরি হয় নিজেদের শক্তি সম্পর্কে। এক দিকে প্রতিবেশী দেশের হানা এবং আন্তর্জাতিক আগ্রাসনের চাপ, অন্যদিকে দেশের অন্দরেরই জঙ্গিপনা- এ সব সামাল দিতে বিশেষ বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট বাহিনী তৈরি করে ভারত। গত সাত দশকে একাধিক বার জঙ্গি হানা হয়েছে এ দেশে। সেনার বিভিন্ন উইং অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতি মুহূর্তে জঙ্গি মোকাবিলা করে আসছে। এক নজরে জেনে নেওয়া যাক, সেনার কয়েকটি দুর্ধর্ষ বাহিনীর কার্যকলাপ সম্পর্কে।

1 / 7
১) মার্কস (Marcos) : মার্কস ভারতের অন্যতম সেরা ঘাতক বাহিনী। এই বাহিনী ভারতীয় নৌ- সেনার (Indian Navy) অন্তর্গত। সব রকমের যুদ্ধে পারদর্শী মার্কস কম্যান্ডোরা, সমুদ্র যুদ্ধে বিশেষভাবে পারদর্শী। মার্কস কমান্ডোরা বিভিন্ন অপারেশনে অত্যাধুনিক অস্ত্রসস্ত্র ব্যবহার করেন। মুম্বই হামলার সময় তাজ হোটেলে এই বিশেষ বাহিনী ব্যবহার করা হয়েছিল।

১) মার্কস (Marcos) : মার্কস ভারতের অন্যতম সেরা ঘাতক বাহিনী। এই বাহিনী ভারতীয় নৌ- সেনার (Indian Navy) অন্তর্গত। সব রকমের যুদ্ধে পারদর্শী মার্কস কম্যান্ডোরা, সমুদ্র যুদ্ধে বিশেষভাবে পারদর্শী। মার্কস কমান্ডোরা বিভিন্ন অপারেশনে অত্যাধুনিক অস্ত্রসস্ত্র ব্যবহার করেন। মুম্বই হামলার সময় তাজ হোটেলে এই বিশেষ বাহিনী ব্যবহার করা হয়েছিল।

2 / 7
২) প্যারা কমান্ডো (Para Commando): প্যারা কমান্ডো ভারতীয় সশস্ত্র বাহিনীর প্যারাশুট রেজিমেন্টের অন্যতম অঙ্গ। ভারতীয় সেনার (Indian Army) থেকে শারীরিক সক্ষমতা নিরিখে ও বিশেষ প্রশিক্ষণ পদ্ধতিতে নিয়োগ করা হয় প্যারা কমান্ডোদের। যুদ্ধক্ষেত্রে প্যারাশুট থেকে নেমে এরা শত্রু পক্ষের ওপর আঘাত হানতে এরা বিশেষভাবে সক্ষম।

২) প্যারা কমান্ডো (Para Commando): প্যারা কমান্ডো ভারতীয় সশস্ত্র বাহিনীর প্যারাশুট রেজিমেন্টের অন্যতম অঙ্গ। ভারতীয় সেনার (Indian Army) থেকে শারীরিক সক্ষমতা নিরিখে ও বিশেষ প্রশিক্ষণ পদ্ধতিতে নিয়োগ করা হয় প্যারা কমান্ডোদের। যুদ্ধক্ষেত্রে প্যারাশুট থেকে নেমে এরা শত্রু পক্ষের ওপর আঘাত হানতে এরা বিশেষভাবে সক্ষম।

3 / 7
৩) গড়ুড় কমান্ডো (Garud Commando):ভারতীয় বায়ু সেনার (Indian Air Force) বিশেষ বাহিনী গড়ুড় কমান্ডোরা।  এয়ার কম্ব্যাটে এই বাহিনী বিশেষ ভাবে সক্ষম। গড়ুড় কমান্ডোরা অত্যাধুনিক অস্ত্রসস্ত্র ব্যবহারে বিশেষভাবে পটু। হাইজ্যাক প্রতিরোধী অপারেশনে এরা সক্ষম।

৩) গড়ুড় কমান্ডো (Garud Commando):ভারতীয় বায়ু সেনার (Indian Air Force) বিশেষ বাহিনী গড়ুড় কমান্ডোরা। এয়ার কম্ব্যাটে এই বাহিনী বিশেষ ভাবে সক্ষম। গড়ুড় কমান্ডোরা অত্যাধুনিক অস্ত্রসস্ত্র ব্যবহারে বিশেষভাবে পটু। হাইজ্যাক প্রতিরোধী অপারেশনে এরা সক্ষম।

4 / 7
৪) ঘাতক বাহিনী (Ghatak Forces):শারীরিক ও মানসিকভাবে সক্ষমরা ঘাতক বাহিনীতে নিযুক্ত হন। মুখোমুখি লড়াইয়ে এই বাহিনী সক্ষম। ঘাতক বাহিনীর জওয়ানরা ভারতীয় সেনা বাহিনীর পদাতিক রেজিমেন্টের প্রধান অঙ্গ।

৪) ঘাতক বাহিনী (Ghatak Forces):শারীরিক ও মানসিকভাবে সক্ষমরা ঘাতক বাহিনীতে নিযুক্ত হন। মুখোমুখি লড়াইয়ে এই বাহিনী সক্ষম। ঘাতক বাহিনীর জওয়ানরা ভারতীয় সেনা বাহিনীর পদাতিক রেজিমেন্টের প্রধান অঙ্গ।

5 / 7
৫) এনএসজি কমান্ডো (NSG Commando): ন্যাশানাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডোরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রধান অংশ। এনএসজি কমান্ডোরা ব্ল্যাক ক্যাট নামেও পরিচিত। ভারতীয় সেনা ও সিএপিফ থেকে এনএসজি কমান্ডোদের নিয়োগ করা হয়। জঙ্গি কার্যকলাপ দমনে এই বাহিনী দক্ষ। সংসদ হামলা থেকে মুম্বই হামলা সব ক্ষেত্রেই এনএসজি কমান্ডোদের ব্য়বহার করা হয়েছিল।

৫) এনএসজি কমান্ডো (NSG Commando): ন্যাশানাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডোরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রধান অংশ। এনএসজি কমান্ডোরা ব্ল্যাক ক্যাট নামেও পরিচিত। ভারতীয় সেনা ও সিএপিফ থেকে এনএসজি কমান্ডোদের নিয়োগ করা হয়। জঙ্গি কার্যকলাপ দমনে এই বাহিনী দক্ষ। সংসদ হামলা থেকে মুম্বই হামলা সব ক্ষেত্রেই এনএসজি কমান্ডোদের ব্য়বহার করা হয়েছিল।

6 / 7
৬) কোবরা বাহিনী (Cobra Forces): কোবরা বাহিনী গেরিলা যুদ্ধের (guerilla warfare) জন্য গঠিত দেশের একমাত্র বাহিনী। মূলত নক্সাল (Naxalite) ও মাওবাদী (Maoists) কার্যকলাপ দমনের জন্য এই বাহিনী গঠিত হয়েছে। জঙ্গলে যুদ্ধ করতে, লুকিয়ে থাকা আততায়ীদেক খুঁজে বের করে নিকেশ করতে এই বাহিনী সক্ষম।

৬) কোবরা বাহিনী (Cobra Forces): কোবরা বাহিনী গেরিলা যুদ্ধের (guerilla warfare) জন্য গঠিত দেশের একমাত্র বাহিনী। মূলত নক্সাল (Naxalite) ও মাওবাদী (Maoists) কার্যকলাপ দমনের জন্য এই বাহিনী গঠিত হয়েছে। জঙ্গলে যুদ্ধ করতে, লুকিয়ে থাকা আততায়ীদেক খুঁজে বের করে নিকেশ করতে এই বাহিনী সক্ষম।

7 / 7
Follow Us: