ইস্টবেঙ্গলে নয়া চমক, উইমেন্স লিগের মঞ্চ মাতাতে লাল-হলুদ জার্সিতে এ কোন সুন্দরী?
Sanjida Akhter: মাত্র ১০ বছর বয়স থেকেই ফুটবল নিয়ে রয়েছেন সানজিদা। ময়মনসিংহের মেয়ে তিনি। প্রাইমারি স্কুল থেকে ফুটবলের মঞ্চে পায়ে-খড়ি।এ বার লাল-হলুদ বাহিনীর অন্যতম ভরসা হতে চলেছেন সানজিদা । কলকাতা ময়দানে সানজিদাই হতে চলেছেন প্রথম বিদেশি মহিলা ফুটবলার। (ছবি: সোশ্যাল মিডিয়া)
Most Read Stories