Hardik Pandya: হার্দিক পান্ডিয়া কি মুম্বইয়ের পথে? গুজরাটের নতুন নেতা কে?
IPL 2024 Auction: চব্বিশের আইপিএলে কি ঘরওয়াপসি হবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)? একাধিক রিপোর্ট অনুযায়ী, আসন্ন আইপিএলের নিলামের আগেই দলবদল হতে চলেছে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। কিন্তু সহজে কি নিজেদের অধিনায়ককে ছেড়ে দেবে গুজরাট টাইটান্স? রয়েছে এই প্রশ্ন। এরই মাঝে গুঞ্জন, হার্দিক পান্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরাতে হলে ৫ বারের আইপিএল জয়ীদের ১৫ কোটি টাকা দিতে হবে গুজরাট টাইটান্সকে। এখনও অবধি মুম্বই, গুজরাট দুই টিম হার্দিককে নেওয়া-ছাড়া নিয়ে কোনও মন্তব্য করেনি।
Most Read Stories