Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cricket: মাত্র ৩৫ সেকেন্ডেই শেষ এক ওভার, এই নজির গড়েছেন কে?

One over in 35 seconds: ২২ গজে একাধিক ম্যাচে বিভিন্ন অদ্ভুত কাণ্ড কারখানা ঘটিয়ে থাকেন একাধিক ক্রিকেটাররা। ব্যাটারদের চার-ছক্কার ফুলঝুরি প্রায়শই দেখতে পাওয়া গেলেও, বোলারদের হ্যাটট্রিক, ফাইফার (৫ উইকেট) সব সময় দেখতে পাওয়া যায় না। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুততম শেষ হওয়া ওভার কে বোলিং করেছিলেন জানেন? রইল বিস্তারিত।

| Edited By: | Updated on: Nov 25, 2023 | 9:45 AM
ক্রিকেটে রেকর্ড ভাঙা-গড়া লেগেই থাকে। ২২ গজে বিভিন্ন ম্যাচে একাধিক অদ্ভুত কাণ্ড কারখানা ঘটিয়ে থাকেন নানা দলের ক্রিকেটাররা। ব্যাটারদের চার-ছক্কার ফুলঝুরি প্রায়শই দেখতে পাওয়া গেলেও, বোলারদের হ্যাটট্রিক, ফাইফার (৫ উইকেট) সব সময় দেখতে পাওয়া যায় না। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

ক্রিকেটে রেকর্ড ভাঙা-গড়া লেগেই থাকে। ২২ গজে বিভিন্ন ম্যাচে একাধিক অদ্ভুত কাণ্ড কারখানা ঘটিয়ে থাকেন নানা দলের ক্রিকেটাররা। ব্যাটারদের চার-ছক্কার ফুলঝুরি প্রায়শই দেখতে পাওয়া গেলেও, বোলারদের হ্যাটট্রিক, ফাইফার (৫ উইকেট) সব সময় দেখতে পাওয়া যায় না। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

1 / 8
আপনারা কি জানেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুততম শেষ হওয়া ওভার কে বোলিং করেছিলেন? একাধিক ক্রিকেট প্রেমীর হয়তো সেই দিনটার কথা স্মৃতিতে রয়েছে।

আপনারা কি জানেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুততম শেষ হওয়া ওভার কে বোলিং করেছিলেন? একাধিক ক্রিকেট প্রেমীর হয়তো সেই দিনটার কথা স্মৃতিতে রয়েছে।

2 / 8
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইউনিস খান এই কীর্তি করেছিলেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাত্র ৩৫ সেকেন্ডে এক ওভার বোলিং করা শেষ করেছিলেন ইউনিস।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইউনিস খান এই কীর্তি করেছিলেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাত্র ৩৫ সেকেন্ডে এক ওভার বোলিং করা শেষ করেছিলেন ইউনিস।

3 / 8
সালটা ছিল ২০০৭। হেডিংলেতে সেদিন ম্যাচ ছিল ইয়র্কশায়ার ও সাসেক্সের মধ্যে। এখনও অবধি ইউনিস খানের মতো মাত্র ৩৫ সেকেন্ডে দ্রুত বল আর কেউ করেননি।

সালটা ছিল ২০০৭। হেডিংলেতে সেদিন ম্যাচ ছিল ইয়র্কশায়ার ও সাসেক্সের মধ্যে। এখনও অবধি ইউনিস খানের মতো মাত্র ৩৫ সেকেন্ডে দ্রুত বল আর কেউ করেননি।

4 / 8
অবশ্য ভারতীয় তারকা অলরাউন্ডার ২০২১ সালের সেপ্টেম্বরে ৫০তম ওভার শেষ করেছিলেন মাত্র ৬৪ সেকেন্ডে।

অবশ্য ভারতীয় তারকা অলরাউন্ডার ২০২১ সালের সেপ্টেম্বরে ৫০তম ওভার শেষ করেছিলেন মাত্র ৬৪ সেকেন্ডে।

5 / 8
ভারত ও ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে রবীন্দ্র জাডেজা আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ওভার শেষ করার নজির গড়েছিলেন।

ভারত ও ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে রবীন্দ্র জাডেজা আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ওভার শেষ করার নজির গড়েছিলেন।

6 / 8
চলতি বছরে রবীন্দ্র জাডেজা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ৯৩ সেকেন্ডে এক ওভার বল করেছিলেন।

চলতি বছরে রবীন্দ্র জাডেজা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ৯৩ সেকেন্ডে এক ওভার বল করেছিলেন।

7 / 8
মাত্র ৩৫ সেকেন্ডে এক ওভার শেষ করা মানে কয়েক মিলি সেকেন্ড করেও মাঠে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের দাঁড়িয়ে থাকতে হয়নি।

মাত্র ৩৫ সেকেন্ডে এক ওভার শেষ করা মানে কয়েক মিলি সেকেন্ড করেও মাঠে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের দাঁড়িয়ে থাকতে হয়নি।

8 / 8
Follow Us: