IND vs SA TEST: বক্সিং ডে টেস্টে ভারতের স্লিপ কর্ডন যেমন হতে পারে…
India vs South Africa Boxing Day Test: মাঝে আর একটা দিন। মঙ্গলবার শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্ট। টি-টোয়েন্টি সিরিজে যুগ্মবিজয়ী হয়েছে ভারত। বৃষ্টির কারণে প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল। ওয়ান ডে সিরিজ অবশ্য ভারতই জিতেছে। এ বার লক্ষ্য টেস্ট সিরিজ। সব দেশের নামের পাশে টিক চিহ্ন দিলেও দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে এখনও দেওয়া যায়নি। এ বার সেই লক্ষ্য পূরণের আশায় ভারতীয় ক্রিকেট দল। গত কয়েক বছর টেস্টে ধারাবাহিক ভালো পারফর্ম করলেও স্লিপ ফিল্ডিং একটা চিন্তার বিষয় থেকেছে। তার অন্যতম কারণ, নিয়মিত বদলও। কী হতে পারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের স্লিপ কর্ডন?
Most Read Stories