Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World Transplant Games 2023: ৭৫% লিভার দান করেছিলেন, এ বার মাকে ৩ পদক উৎসর্গ করলেন অঙ্কিতা

Ankita Shrivastava : মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের মেয়ে অঙ্কিতা শ্রীবাস্তব পার্থে হওয়া ওয়ার্ল্ড ট্রান্সপ্লান্ট গেমসে (World Transplant Games 2023) ৩টি পদক পেয়ে দেশকে গর্বিত করেছেন। অস্ট্রেলিয়ার পার্থে হওয়া বিশ্ব ট্রান্সপ্লান্ট গেমসে ২৯ বছর বয়সী অঙ্কিতা ১টি সোনা ও ২টি রুপোর পদক পেয়েছেন। এই তিন পদক তিনি তাঁর মাকে উৎসর্গ করেছেন।

| Edited By: | Updated on: Apr 30, 2023 | 7:30 AM
অস্ট্রেলিয়ার পার্থে হওয়া বিশ্ব ট্রান্সপ্লান্ট গেমসে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের মেয়ে অঙ্কিতা শ্রীবাস্তব তিনটি পদক পেয়েছেন। (ছবি-অঙ্কিতা শ্রীবাস্তব টুইটার)

অস্ট্রেলিয়ার পার্থে হওয়া বিশ্ব ট্রান্সপ্লান্ট গেমসে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের মেয়ে অঙ্কিতা শ্রীবাস্তব তিনটি পদক পেয়েছেন। (ছবি-অঙ্কিতা শ্রীবাস্তব টুইটার)

1 / 8
ওয়ার্ল্ড ট্রান্সপ্লান্ট গেমস অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ইভেন্ট। যারা হার্ট, ফুসফুস, লিভার, কিডনি, অগ্ন্যাশয়, স্টেম সেল এবং অস্থি মজ্জা প্রতিস্থাপন করেছেন তাঁরা এই ইভেন্টে অংশ নেন। (ছবি-অঙ্কিতা শ্রীবাস্তব টুইটার)

ওয়ার্ল্ড ট্রান্সপ্লান্ট গেমস অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ইভেন্ট। যারা হার্ট, ফুসফুস, লিভার, কিডনি, অগ্ন্যাশয়, স্টেম সেল এবং অস্থি মজ্জা প্রতিস্থাপন করেছেন তাঁরা এই ইভেন্টে অংশ নেন। (ছবি-অঙ্কিতা শ্রীবাস্তব টুইটার)

2 / 8
চলতি বছরের ৩ হাজার ট্রান্সপ্লান্ট অ্যাথলিট এই ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। ভারতের অঙ্কিতা শ্রীবাস্তব তিনটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। (ছবি-অঙ্কিতা শ্রীবাস্তব টুইটার)

চলতি বছরের ৩ হাজার ট্রান্সপ্লান্ট অ্যাথলিট এই ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। ভারতের অঙ্কিতা শ্রীবাস্তব তিনটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। (ছবি-অঙ্কিতা শ্রীবাস্তব টুইটার)

3 / 8
এ বারের ওয়ার্ল্ড ট্রান্সপ্লান্ট গেমসে (World Transplant Games) অঙ্কিতা ১টি সোনা ও ২টি রুপোর পদক পেয়েছেন। (ছবি-অঙ্কিতা শ্রীবাস্তব টুইটার)

এ বারের ওয়ার্ল্ড ট্রান্সপ্লান্ট গেমসে (World Transplant Games) অঙ্কিতা ১টি সোনা ও ২টি রুপোর পদক পেয়েছেন। (ছবি-অঙ্কিতা শ্রীবাস্তব টুইটার)

4 / 8
মহিলাদের লং জাম্পে ৩.০৬ মিটার লাফ দিয়ে সোনা পেয়েছেন অঙ্কিতা। এ ছাড়া মহিলাদের ৩০০০ মিটার রেসওয়াকে দ্বিতীয় হয়ে এবং শট পুটে ২৮.৩১ মিটার থ্রো করে রুপোর পদক পেয়েছেন তিনি।  (ছবি-অঙ্কিতা শ্রীবাস্তব টুইটার)

মহিলাদের লং জাম্পে ৩.০৬ মিটার লাফ দিয়ে সোনা পেয়েছেন অঙ্কিতা। এ ছাড়া মহিলাদের ৩০০০ মিটার রেসওয়াকে দ্বিতীয় হয়ে এবং শট পুটে ২৮.৩১ মিটার থ্রো করে রুপোর পদক পেয়েছেন তিনি। (ছবি-অঙ্কিতা শ্রীবাস্তব টুইটার)

5 / 8
২০১৪ সালে অঙ্কিতার মায়ের লিভার সিরোসিস ধরা পড়ে। সেই সময় অঙ্কিতার মা লিভার দাতা পাচ্ছিলেন না। অঙ্কিতার সঙ্গে তাঁর মায়ের ব্লাড গ্রুপ মিলে যাওয়ায় তিনি সিদ্ধান্ত নেন মাকে নিজের লিভার দান করবেন। (ছবি-অঙ্কিতা শ্রীবাস্তব টুইটার)

২০১৪ সালে অঙ্কিতার মায়ের লিভার সিরোসিস ধরা পড়ে। সেই সময় অঙ্কিতার মা লিভার দাতা পাচ্ছিলেন না। অঙ্কিতার সঙ্গে তাঁর মায়ের ব্লাড গ্রুপ মিলে যাওয়ায় তিনি সিদ্ধান্ত নেন মাকে নিজের লিভার দান করবেন। (ছবি-অঙ্কিতা শ্রীবাস্তব টুইটার)

6 / 8
লিভার দাতা খুঁজে না পাওয়ায় অঙ্কিতা নিজের মাকে তাঁর ৭৫ শতাংশ লিভার দান করেছিলেন। (ছবি-অঙ্কিতা শ্রীবাস্তব টুইটার)

লিভার দাতা খুঁজে না পাওয়ায় অঙ্কিতা নিজের মাকে তাঁর ৭৫ শতাংশ লিভার দান করেছিলেন। (ছবি-অঙ্কিতা শ্রীবাস্তব টুইটার)

7 / 8
লিভার প্রতিস্থাপন হওয়ার পর অঙ্কিতার মা বেশিদিন বাঁচেননি। অঙ্কিতার মায়ের মাল্টি অর্গ্যান ফেলিওর হয় এবং তিনি মারা যান। ওয়ার্ল্ড ট্রান্সপ্লান্ট গেমসে তাই তিনি পদক জেতার পর তা নিজের মাকে উৎসর্গ করেছেন। (ছবি-অঙ্কিতা শ্রীবাস্তব টুইটার)

লিভার প্রতিস্থাপন হওয়ার পর অঙ্কিতার মা বেশিদিন বাঁচেননি। অঙ্কিতার মায়ের মাল্টি অর্গ্যান ফেলিওর হয় এবং তিনি মারা যান। ওয়ার্ল্ড ট্রান্সপ্লান্ট গেমসে তাই তিনি পদক জেতার পর তা নিজের মাকে উৎসর্গ করেছেন। (ছবি-অঙ্কিতা শ্রীবাস্তব টুইটার)

8 / 8
Follow Us: