World Transplant Games 2023: ৭৫% লিভার দান করেছিলেন, এ বার মাকে ৩ পদক উৎসর্গ করলেন অঙ্কিতা
Ankita Shrivastava : মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের মেয়ে অঙ্কিতা শ্রীবাস্তব পার্থে হওয়া ওয়ার্ল্ড ট্রান্সপ্লান্ট গেমসে (World Transplant Games 2023) ৩টি পদক পেয়ে দেশকে গর্বিত করেছেন। অস্ট্রেলিয়ার পার্থে হওয়া বিশ্ব ট্রান্সপ্লান্ট গেমসে ২৯ বছর বয়সী অঙ্কিতা ১টি সোনা ও ২টি রুপোর পদক পেয়েছেন। এই তিন পদক তিনি তাঁর মাকে উৎসর্গ করেছেন।
Most Read Stories