Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beatriz Haddad Maia : ইগার কাছে আটকে গেলেন ফরাসি ওপেনে ইতিহাস গড়া ব্রাজিলিয়ান সুন্দরী বিট্রিজ হাদ্দাদ মাইয়া

French Open 2023 : বিট্রিজ হাদ্দাদ মাইয়া (Beatriz Haddad Maia) হলেন ব্রাজিলিয়ান টেনিস তারকা। তিনি অনস জাবেউরকে হারিয়ে ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন। যদিও সেমির লড়াইয়ে পোল্যান্ডের তারকা ইগা স্বোয়াতেকের কাছে আটকে যান নেইমারের দেশের সুন্দরী।

| Edited By: | Updated on: Jun 09, 2023 | 8:18 AM
ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের দেশের মেয়ে বিট্রিজ হাদ্দাদ মাইয়া (Beatriz Haddad Maia)। তিনি এ বারের ফরাসি ওপেনের  (French Open) সেমিফাইনালে পৌঁছেছিলেন। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের দেশের মেয়ে বিট্রিজ হাদ্দাদ মাইয়া (Beatriz Haddad Maia)। তিনি এ বারের ফরাসি ওপেনের (French Open) সেমিফাইনালে পৌঁছেছিলেন। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)

1 / 8
বিট্রিজ হাদ্দাদ মাইয়া ৫৫ বছর পর ব্রাজিলিয়ান টেনিস প্লেয়ার হিসেবে কোনও গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছিলেন। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)

বিট্রিজ হাদ্দাদ মাইয়া ৫৫ বছর পর ব্রাজিলিয়ান টেনিস প্লেয়ার হিসেবে কোনও গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছিলেন। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)

2 / 8
বিট্রিজ হাদ্দাদ মাইয়া প্রথম ব্রাজিলিয়ান টেনিস প্লেয়ার যিনি ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)

বিট্রিজ হাদ্দাদ মাইয়া প্রথম ব্রাজিলিয়ান টেনিস প্লেয়ার যিনি ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)

3 / 8
কোয়ার্টার ফাইনালে তিউনিশিয়ার টেনিস প্লেয়ার অনস জাবেউরকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছিলেন ব্রাজিলিয়ান সুন্দরী বিট্রিজ হাদ্দাদ মাইয়া। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)

কোয়ার্টার ফাইনালে তিউনিশিয়ার টেনিস প্লেয়ার অনস জাবেউরকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছিলেন ব্রাজিলিয়ান সুন্দরী বিট্রিজ হাদ্দাদ মাইয়া। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)

4 / 8
 ফরাসি ওপেনের খেতাব জয়ের পথে আর এগোন হল না বিট্রিজ হাদ্দাদ মাইয়ার। কারণ, সেমিফাইনালের লড়াইয়ে তিনি পোল্যান্ডের তারকা ইগা স্বোয়াতেকের কাছে হেরে গিয়েছেন। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)

ফরাসি ওপেনের খেতাব জয়ের পথে আর এগোন হল না বিট্রিজ হাদ্দাদ মাইয়ার। কারণ, সেমিফাইনালের লড়াইয়ে তিনি পোল্যান্ডের তারকা ইগা স্বোয়াতেকের কাছে হেরে গিয়েছেন। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)

5 / 8
২২ বছরের বিট্রিজ হাদ্দাদ মাইয়া চতুর্থ কনিষ্ঠতম হিসেবে ফরাসি ওপেনে টানা ১২টি ম্যাচে জিতেছিলেন। তাঁর বিজয়রথ থামালেন পোলিশ সুপারস্টার ইগা। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)

২২ বছরের বিট্রিজ হাদ্দাদ মাইয়া চতুর্থ কনিষ্ঠতম হিসেবে ফরাসি ওপেনে টানা ১২টি ম্যাচে জিতেছিলেন। তাঁর বিজয়রথ থামালেন পোলিশ সুপারস্টার ইগা। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)

6 / 8
কোর্টে যেমন দ্যুতি ছড়ান বিট্রিজ হাদ্দাদ মাইয়া, তেমনই কোর্টের বাইরেও ঠিক ততটাই উজ্জ্বল তিনি। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)

কোর্টে যেমন দ্যুতি ছড়ান বিট্রিজ হাদ্দাদ মাইয়া, তেমনই কোর্টের বাইরেও ঠিক ততটাই উজ্জ্বল তিনি। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)

7 / 8
সুন্দরী বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রামে বেশ সক্রিয়। তাঁর ইন্সটা ফলোয়ার্স সংখ্যা, ২৯২ হাজার। এই ব্রাজিলিয়ান তারকা ধীরে ধীরে টেনিস দুনিয়ায় নিজের ছাপ রাখা শুরু করেছেন। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)

সুন্দরী বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রামে বেশ সক্রিয়। তাঁর ইন্সটা ফলোয়ার্স সংখ্যা, ২৯২ হাজার। এই ব্রাজিলিয়ান তারকা ধীরে ধীরে টেনিস দুনিয়ায় নিজের ছাপ রাখা শুরু করেছেন। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)

8 / 8
Follow Us: