Space Missions 2023: মহাকাশের ‘দুয়ারে’ লম্বা লাইন, এ বছর গেল কে-কে?
World's Top Space Missions: 2023 সালের সেরা 10টি মহাকাশ মিশন দেখে নেওয়া যাক, যেগুলি তাদের বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য সফল হয়েছে। এর মধ্যে সেরা 10টি মিশনের তালিকায় 4টি বড় মিশন নাসার এবং 2টি ISRO-এর। সারা বিশ্ব জুড়ে যখন সবার নজর ছিল চাঁদে যাওয়ার, ঠিক তখনই ভারতের চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে। এছাড়াও রয়েছে বিভিন্ন দেশের শক্তিশালী অনেক মিশন।
Most Read Stories