চলতি বছরে WhatsApp এনেছে বিপুল ফিচার, সব ক’টিই পেয়েছেন তো?
WhatsApp Features: গোটা বছর জুড়ে হোয়াটসঅ্যাপ অনেক দুর্দান্ত ফিচার লঞ্চ করেছে। কখনও নিরাপত্তার দিকে খেয়াল করে, কখনও আবার বিনোদনের দিকে নজর রেখে একের পর নতুন ফিচার হাজির করেছে কোম্পানিটি। চলুন সেই তালিকার দিকেই নজর রাখা যাক। সবচেয়ে জনপ্রিয় কিছু হোয়াটসঅ্যাপ ফিচার দেখে নিন। তালিকার প্রথমেই রয়েছে ভয়েস নোট এবং পিন চ্যাট।
Most Read Stories